রামমন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন দেশ বিদেশের হাজারও অতিথি। তাঁদের সকলের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। কী থাকছে উপহারের তালিকায়? আসুন শুনে নিই।
কপি: দীর্ঘ লড়াই, বিতর্ক, রক্তপাতের মধ্যে দিয়ে রাম মন্দির আন্দোলন চলেছে। অবশেষে তা পরিণতি পাচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে। আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত এমন অনেকেই মন্দির উদ্বোধনে র নিমন্ত্রণ পেয়েছেন। এছাড়া দেশ বিদেশের গণ্যমান্য অতিথিরা তো রয়েছেনই। তাঁদের সকলের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছে রাম মন্দির কর্তৃপক্ষ। যা অতিথিদের হাতে তুলে দেওয়া হবে, রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরই।
২০২০ সালের ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে যায় মন্দির নির্মাণের কাজ। ভক্তদের অনুদানের সুবাদে প্রয়োজনের চেয়েও বেশি অর্থ জমা পড়ে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে। যার জেরে মন্দির নির্মানে এতটুকু খামতি রাখেনি কর্তৃপক্ষ। ইতিমধ্যেই মন্দিরের গর্ভগৃহ তৈরি। রামলালার নতুন মূর্তি সেখানে প্রবেশ করানোও হয়ে গিয়েছে। ২২ তারিখ মূর্তি প্রতিষ্ঠার যাবতীয় আচার অনুষ্ঠান সামনে থেকে দেখবেন ভাগ্যবান অতিথিরা। যাদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ জানিয়ে এসেছেন রাম মন্দির কমিটির সদস্যরা। তালিকায় শচিন, কোহলি থেকে শুরু করে অমিতাভ, রনবীরের মতো সেলিব্রিটিরা রয়েছেন। আবার করসেবার সঙ্গে যুক্ত সাধারণ মানুষও রয়েছেন। তবে রামের কাছে সবাই সমান। তাই মন্দির কমিটি রাম মন্দির উদ্বোধনের দিন এই সমস্ত অতিথিকেই বিশেষ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে নিমন্ত্রণ পত্রের সঙ্গেও দেওয়া হয়েছিল রাম মন্দির সম্পর্কিত কিছু সামগ্রী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। মূলত দুটি বাক্সে ভরে দেওয়া হবে উপহার। সেগুলি ভরা থাকবে সদৃশ্য একটি ব্যাগে। মন্দির কমিটির তরফে জানা গিয়েছে, দুই বাক্সে দু-ধরনের জিনিস থাকছে। প্রথমটি প্রসাদের বাক্স। এমনিতে রাম মন্দির চত্বরে বিভিন্ন ধরনের প্রসাদের ব্যবস্থা থাকবেই। তবে এটি সম্পূর্ণভাবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। প্রথম বাক্সে থাকছে রামের প্রসাদ, বেসনের লাড্ডু, গাওয়া ঘি এবং নারায়ণের তুলসী। দ্বিতীয় বাক্সে এই ধরনের কিছু থাকছে না। সেখানে মূলত অযোধ্যার রাম মন্দিরের কিছু জিনিস থাকবে। যা আজীবন স্মৃতি হিসেবে রেখে দিতে পারবেন অতিথিরা। জানা গিয়েছে, দ্বিতীয় বাক্সে রাম মন্দির তৈরির সময় যে মাটি খোঁড়া হয়েছিল তার সামান্য কিছু অংশ থাকবে। রামের জন্মস্থানের মাটি অনেকের কাছেই অতি পবিত্র জিনিস। সেকথা মাথায় রেখেই এমন অভিনব উপহারের কথা ভেবেছে মন্দির কমিটি। একইসঙ্গে থাকছে সরযূ নদীর জলও। থাকবে, রামমন্দিরের তথ্য লেখা একটি পিতলের স্মারক এবং একটি রৌপ্যমুদ্রা। সবই রাম মন্দিরের উদ্বোধনের স্মৃতি হিসেবে রেখে দিতে পারবেন অতিথিরা। তবে এই মুহূর্তে যারা রাম মন্দিরে যাওয়ার নিমন্ত্রণ পেলেন না, তাঁদের জন্য ভবিষ্যতে এমন উপহারের ব্যবস্থা থাকবে কি না, তা জানায়নি মন্দির কর্তৃপক্ষ।