কবে বিয়ে করবেন? এই প্রশ্ন আগেও শুনতে হয়েছে রাহুল গান্ধীকে। সম্প্রতি কংগ্রেস নেতাকে ফের সেই প্রশ্ন করেছেন কাশ্মীরের একদল কিশোরী। কোন প্রসঙ্গে উঠল বিয়ের কথা? উত্তরে কী বললেন রাহুল? আসুন শুনে নেওয়া যাক।
লোকসভায় জোড়া আসনে জিতে সংসদে ফিরেছেন রাহুল। এই মুহূর্তে তিনিই বিরোধী দলনেতা। রাজনীতির পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা চলে। কখনও রাহুলের দাড়ি রাখার কারণ, কখনও আবার সাদা টি-শার্ট পরার রহস্য, উত্তর খুঁজতে নেটদুনিয়া তোলপাড় হয় হামেশাই! তবে একটা বিষয় নিয়ে সবসময় আলোচনা চলে। তা হল, কবে বিয়ে করবেন রাহুল গান্ধী?
আরও শুনুন:
‘বিজেপিই আমার রাজনৈতিক গুরু’, কেন মানলেন রাহুল গান্ধী?
বিয়ে। অনেকের কাছেই যা, ‘দিল্লি কা লাড্ডু’! খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে। ভারতীয় সংবিধানে বিয়ের নির্দিষ্ট বয়স উল্লেখ করা আছে। তা পেরোলেই যেন অস্থির হয়ে ওঠেন কেউ কেউ। বেশিরভাগ ক্ষেত্রের যার বিয়ের বয়স পেরিয়েছে তিনি নন, অস্থির হয়ে ওঠেন তাঁর পাড়া-প্রতিবেশীরা। ‘কবে বিয়ে করবে?’ এই প্রশ্নের নেতিবাচক উত্তর পেলেই এঁদের মুখভার। ‘হ্যাঁ’ বললেও বিপদ, সঙ্গে সঙ্গে ধেয়ে আসবে, ‘কবে’, ‘কখন’, ‘কোথায়’, ‘কার সঙ্গে?’ হাজারও প্রশ্নবাণ। স্বয়ং রাহুল গান্ধীও ছাড় পান না। রাজনীতির ময়দানে তিনি যত বড়ই নেতা হন, ‘বিয়ে কবে করবেন’, এ প্রশ্নের উত্তর দিতে হয় তাঁকেও। লোকসভা ভোটের আগে এক জনসভায় রাহুলকে বিয়ে নিয়ে প্রশ্ন শুনতে হয়। খানিক এড়িয়ে যাওয়ার ভঙ্গিতেই উত্তর দেন রাহুল। এবার সরাসরি একই প্রশ্ন তাঁকে করলেন কাশ্মীরের একদল কিশোরী। সামনেই কাশ্মীরের নির্বাচন। তার আগে বিভিন্ন কর্মসূচি নিয়ে উপত্যকায় হাজির হয়েছিলেন রাহুল। সেখানেই ঘটে এমন কাণ্ড। কাশ্মীরি মহিলাদের শিক্ষা, অধিকার, সুরক্ষা ইত্যাদি বিষয় নিয়ে সেখানকার একদল কিশোরীর সঙ্গে আলোচনায় বসেন রাহুল। কথা কথায় বিয়ের প্রসঙ্গ ওঠে। বাড়ি থেকে তাঁদের কাউকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে কি না, তা জানতে চান রাহুল। তাতে উত্তর না দিয়ে একই প্রশ্ন রাহুলকে করে বসেন কিশোরীরা। ‘আপনার বিয়ে কবে?’ সরাসরি কংগ্রেস নেতাকেই প্রশ্ন করেন কিশোরীরা। হঠাৎ করে এমন প্রশ্ন শুনে খানিক অপ্রস্তুত হয়ে পড়েন রাহুলও। তবে উত্তরও দেন। বছর ৫৪’র কংগ্রেস নেতা হাসতে হাসতেই বলেন, বিগত ২০-৩০ বছর ধরে এই প্রশ্ন তাঁকে শুনতে হচ্ছে। এ নিয়ে অবশ্য তাঁর অভিযোগ নেই। বরং বিষয়টিকে ইতিবাচক দিক দিয়েই দেখেছেন সোনিয়াপুত্র। কিশোরীরা আরও বলেন, রাহুল বিয়ে করলে তাঁরা নিমন্ত্রণ পাবেন কি না? উত্তরে সহাস্য বদনে সম্মতি জানা রাহুল।
আরও শুনুন:
রাহুলের সেলাই করা জুতোর দাম ২ লাখ, রাতারাতি ভাগ্য বদলাবে যোগীরাজ্যের চর্মকারের?
নিজেই এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন রাহুল। তাতে জুড়েছেন মজার ক্যাপশনও। আসলে, এভাবেই মানুষের সঙ্গে মিশে রাজনীতি করতে চান, এই বার্তাই দিয়েছেন কংগ্রেস নেতা। লোকসভা ভোটের আগে ঠিক এভাবেই রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’ সাড়া ফেলেছিল। দেশের বিভিন্ন রাজ্যে পায়ে হেঁটে ঘুরেছিলেন রাহুল। সারা দেশ ঘুরে ঘৃণার বিরুদ্ধে ভালবাসার বার্তা দিয়েছিলেন। নিছক এক রাজনৈতিক কর্মসূচির মধ্যে যাত্রাকে তিনি আবদ্ধ রাখতে চাননি। দাবি ছিল, রাজনীতির বাইরে বেরিয়ে সকলকে ভালবাসার। সকলকে কাছে টানার। ঘৃণা, পারস্পরিক বিদ্বেষ সমাজকে যেভাবে টুকরো করেছে, তার বিপক্ষেই ছিল রাহুলের পদযাত্রা। সে যাত্রায় রাহুলের উদ্দেশ্য সফল হয়নি বললে ভুল হয়। বহু মানুষের সমর্থন তিনি পেয়েছিলেন। এমনকি কৃষক আন্দোলনের সময়ও সক্রিয় ভূমিকায় দেখা যায় রাহুলকে। সমর্থন বোঝাতে, কৃষকদের সঙ্গে মিশে চাষের কাজেও হাত লাগান কংগ্রেস নেতা। তাই শুধুমাত্র রাজনিতিবিদ রাহুল নন, ব্যক্তি রাহুলকে নিয়েও অনেকেরই কৌতূহলের অন্ত নেই।