এ যেন এক আজব কারাগার। এখানে বন্দিরা সপ্তাহে একটা দিন তাদের প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান। শুধু তাই নয় পছন্দের মানুষটির জন্য নিজে হাতে রান্নাও করতে পারেন বন্দিরা। কোথায় আছে এমন কারাগার? আসুন শুনে নেওয়া যাক।
সিনেমায় এমনটা আমরা প্রায়ই দেখে থাকি। কারাগারে থেকেও নানান রকম সুবিধা ভোগ করছেন বন্দিরা। পর্দায় সেইসব ঘটনা আজগুবি হিসেবে মেনে নিলেও বাস্তবে এই কারাগারে যা হচ্ছে তা অবাক করবে আপনাকে। এই জেলের বন্দিদের জন্য রয়েছে এক অদ্ভুত রীতি। “কাম, ডাইন উইথ মি” নামের এই প্রথায় সপ্তাহে একদিন নিজেদের প্রিয়জনকে ডিনার-এর জন্য নিমন্ত্রণ করতে পারেন বন্দিরা। একসঙ্গে খাবার খাওয়া ও একদিনের জন্য যথেষ্ট প্রমোদ ভোগের সুযোগ পান এই কারাগারে থাকা অপরাধীরা।
আরও শুনুন: বউ, ছেলেকে পরিত্যক্ত কুঠুরিতে বন্দি করে রেখেছিল স্বামী, ১৭ বছর পর উদ্ধার করল পুলিশ
আজগুবি নয়, একেবারেই সত্যি ঘটনা।ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে অবস্থিত এই জেলটিতে বন্দি রয়েছেন প্রায় ৯০০ জন অপরাধী। আর তাঁরা সকলেই এই মানবিক ব্যবস্থা উপভোগ করার সুযোগ পান। সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে নিজেদের স্ত্রী, বান্ধবী অথবা কোনও প্রিয়জনকে আমন্ত্রণ জানানো যায় জেলের মধ্যে থাকা বিস্ট্রো-তে। সেখানেই থাকে খাওয়ার ব্যবস্থা। বিভিন্ন খাবার দিয়ে সাজানো হয় টেবিলগুলি। অনেক সময় জেলবন্দিরা নিজেরাই রান্না করেন সেই খাবার। আবার প্রেমিকযুগলকে পেশাদার ভঙ্গিতে সেই খাবার পরিবেশনও করেন অন্য কোনও কয়েদি। একসঙ্গে বসে রীতিমতো থ্রি-কোর্স মিল, অর্থাৎ প্রথমে স্টার্টার থেকে মেন কোর্স পেরিয়ে শেষপাতে ডেসার্ট পর্যন্ত উপভোগ করেন তাঁরা। শুধু খাওয়াই নয়, পরিবারের মানুষদের কাছে পেয়ে গল্পগুজব, আমোদ আহ্লাদেও মেতে ওঠেন বন্দিরা। তাঁদের পরিবারের মানুষেরাও সপ্তাহে একদিনের জন্য তাঁদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান। আবার ওই বিশেষ দিনটিতে যদি কারও জন্মদিন থাকে, তবে তা পালন করতেও কোনও বাধা নেই জেল কর্তৃপক্ষের তরফে। মূলত বন্দিদের মানসিক অবস্থার কথা ভেবেই ব্যবস্থা করা হয় এই বিশেষ দিনের।
আরও শুনুন: ‘কবি’কে দেওয়া যাবে না ঘর ভাড়া, বিজ্ঞাপন দিয়ে ঘোষণা ব্যক্তির
মার্কিন দেশের একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত এক সিরিয়ালে নাকি এমন ব্যবস্থার ছবি দেখানো হয়েছিল। আর তার থেকেই অনুপ্রাণিত হয়ে বাস্তবে এর রূপদান করেছেন নটিংহ্যাম জেল কর্তৃপক্ষ। এমন ব্যবস্থার জন্য জেলবন্দি থেকে শুরু করে মানবাধিকার বিষয়ে সচেতন মানুষেরা, সকলেই ভূয়সী প্রশংসা করেন জেল কর্তৃপক্ষের।আসলে জেল যে সংশোধনাগার, এই ছোট ছোট ঘটনাগুলি সে কথাই মনে করিয়ে দেয়।