ক্রিকেটে সদ্য বিশ্বজয় করেছে ভারত। আসন্ন অলিম্পিকেও ভালো ফলের স্বপ্ন দেখছে দেশবাসী। এই আবহে সামনে এল নতুন এক সাফল্যের খবর। যদিও এর নেপথ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক কোন ক্ষেত্রে বিশ্বের দরবারে উঁচু হল ভারতের নাম? আসুন শুনে নেওইয়া যাক।
শুধু দেশে নয়। সারা বিশ্বে তাঁর মতো জনপ্রিয় নেতা আর নেই। বিজেপির তরফে প্রধানমন্ত্রী সম্পর্কে হামেশাই এমন দাবি করা হয়। বেশ কয়েকটি আন্তর্জাতিক সমীক্ষাতেও ধরা পড়েছে সেই পরিসংখ্যান। এমনকি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ায়, মোদির প্রশংসা করেছিল বিদেশি সংবাদমাধ্যমও। এবার আরও একবার জনপ্রিয়তার নিরিখে বিশ্বের তাবড় নেতাদের পিছনে ফেললেন নরেন্দ্র মোদি।
:আরও শুনুন:
কোটি কোটি টাকার মণিমাণিক্যে ভরা রত্নভাণ্ডার! পুরীর মন্দিরে এত সম্পত্তি এল কীভাবে?
লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। জোটের হাত ধরেই সরকার গড়েছেন মোদি। কিন্তু এর জন্য তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। সম্প্রতি সেই পরিসংখ্যান ধরা পড়ল সোশাল মিডিয়ার হিসাবে। জানা গিয়েছে, টুইটারে অর্থাৎ বর্তমানে যে সোশাল মাধ্যম এক্স নামে পরিচিত, সেখানে মোদির ফলোয়ার সংখ্যা ১০ কোটি। স্বাভাবিক ভাবেই এর ধারে কাছে নেই অন্যান্য পরচিত মুখেরা। বিশেষ করে রাজনীতির জগতে এক্স মাধ্যমে মোদির চাইতে বেশি অনুগামী নেই আর কারও। বিশ্বব্যাপী তুলনা টানলে, মোদির পরেই রয়েছে জো বাইডেন। তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৩।৮ কোটি। একে একে দুবাই, মেক্সিকো, কানাডার মতো দেশের রাষ্ট্রপ্রধানরাও কয়েক কোটি ফলোয়ার জোটাতে পেরেছেন মাত্র। তালিকায় বেশ নিচের দিকেই রয়েছেন ইটালির প্রধানমন্ত্রী মেলোনি। এক্স মাধ্যমে তাঁর ফলোয়ার সংখ্যা ২৪ লক্ষ। ভারতের ক্ষেত্রে ব্যাপারটা আরও ভয়ানক। গত লোকসভায় মোদির বিপক্ষে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট। বিপক্ষ হিসেবে এই মুহূর্তে এই জোটের সদস্যরাই সংসদে রয়েছেন। কিন্তু সোশাল জনপ্রিয়তার নিরিখে তাঁদের কেউই মদির ধারেকাছে পৌঁছতে পারেননি। একা মোদি যেখানে ১০ কোটি অনুগামী জুটিয়ে ফেলেছেন, সেখানে ইন্ডিয়া জোটের সমস্ত নেতানেত্রীর ফলোয়ার সংখ্যা জুড়েও সাড়ে ৯ লক্ষর বেশি হচ্ছে না। কাজেই এক্ষেত্রেও মোদি যে সবাইকে ছাপিয়ে গিয়েছেন তা বলাই যায়।
:আরও শুনুন:
৪৩ দিন সংসার করেই বিচ্ছেদের আর্জি, ২২ বছর পরে মানল কোর্ট! কেন?
এতো গেল রাজনীতির কথা। অন্যান্য ক্ষেত্রে নিশ্চয়ই মোদির থেকে জনপ্রিয় মানুষ রয়েছেন। একেবারে নেই বললে ভুল হয়। তবে সংখ্যাটা মাত্র কয়েক জন। এক্স হ্যান্ডেলে জনপ্রিয়তার নিরিখে সাত নম্বরে নাম রয়েছে মোদির। একমাত্র রাজনিতিক হিসেবে বারাক ওবামা মোদির থেকে এগিয়ে। কোনও ভারতীয়ই মোদির চাইতে জনপ্রিয় নন এই সমাজ মাধ্যমে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের থেকে অনেক বেশি মানুষ মোদিকে ফলো করেন এক্স-এ। গ্ল্যামার দুনিয়া থেকেও এই মাধ্যমে মোদির ধারে কাছে পৌঁছতে পারেননি কেউ। এমনকি কিম কার্দিশিয়ান, টেইলর সুইফট, লেডি গাগা, এঁরা কেউই জনপ্রিয়তার নিরিখে মোদিকে ছাপিয়ে যেতে পারেননি। সোশাল দুনিয়ার এই পরিসংখ্যান সামনে আসতে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত বিজেপি সমর্থকরা। খোদ মোদিও এক্স মাধ্যমে এই নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন।