রোজ সকালে নিয়ম করে পুকুরে গিয়েই মুখ ধোন। একদিন সকালে উঠে দেখলেন সেই পুকুর আর নেই। বদলে রয়েছে একটা কুঁড়ে ঘর। সিনেমা নয়, বাস্তবেই ঘটেছে এমন কান্ড। রাতারাতি উধাও হয়ে গিয়েছে আস্ত একটা পুকুর। বলা ভালো, পুকুরটি চুরি গিয়েছে। কোথায় ঘটেছে এই কান্ড? আসুন শুনে নিই।
দিনদুপুরে পুকুর চুরি, এই প্রবাদ নিশ্চয়ই পরিচিত? সাধারণত বিশাল কিছু চুরি গেলে এমনটা বলা হয়ে থাকে। বাস্তবে পুকুর চুরি যে আদৌ সম্ভব না একথা সকলেরই জানা। কিন্তু না, সাম্প্রতিক এক ঘটনা সেই ধারণা বদলাতে বাধ্য করবে। কারণ এখানে সত্যি সত্যিই চুরি হয়েছে আস্ত একটা পুকুর। তাও আবার এক রাতে।
আরও শুনুন: চোরেদের আজব কীর্তি! চুরি হয়ে গেল ৫৮ ফুট লম্বা আস্ত একখানা সেতু
নানারকম অদ্ভুত চুরির কথা হামেশাই শোনা যায়। সে সব নিয়ে বিভিন্ন ভাষায় সিনেমাও হয়েছে। যেখানে দুর্ধর্ষ চোর-ই নায়ক। মূল্যবান রত্ন থেকে দুষ্প্রাপ্য জিনিস – কত কিছু চুরির কাহিনি উঠে আসে সেইসব ছবির গল্পে। কিন্তু কখনও বাস্তব যেন সিনেমাকেও হার মানায়। কেননা পুলিশের খাতায় ওঠা সাম্প্রতিক এক চুরির ঘটনা থেকে জানা যাচ্ছে, রাতারাতি গায়েব হয়েছে আস্ত একটা পুকুর। ঘটনাটি বিহারের দারভাঙা অঞ্চলের। সেখানকার এক পুকুর, মাছ ধরা কিংবা অন্যান্য কাজে ব্যবহার করত স্থানীয় মানুষজন। জানা গিয়েছে, পুকুরটি সরকারি। আলাদাভাবে কারও ব্যবহারের ক্ষেত্রে বারণও ছিল না। অনেকেরই অভ্যাস ছিল সকালে উঠেই পুকুরে মুখ ধোয়ার। এমনই একদিন সকালে উঠে, স্থানীয় কয়েকজন আবিষ্কার করেন সেই পুকুর আর নেই। বরং সেখানে রয়েছে একটা কুঁড়েঘর।
কীভাবে সম্ভব হল এই কাণ্ড?
আরও শুনুন: এক রাতেই ৮১টি কন্ডোম অর্ডার! বছর শেষে ব্যক্তির চাহিদা ফাঁস ই-কমার্স সংস্থার
কিছু না, রাতারাতি পুকুরটা কেউ বুজিয়ে দিয়েছে। স্থানীয়দের দাবি, এক কাজ করেছে স্থানীয় কোনও মাফিয়া। পুকুর বুজিয়ে ফ্ল্যাট তৈরির ঘটনা হামেশাই চোখে পড়ে। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে মনে করছেন অনেকে। এমনকি শোনা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে অল্প অল্প করে পুকুর ভরাটের কাজ চলছিল। এইদিন রাতে সেই কাজ শেষ করে, সেখানে একটা কুঁড়েঘর বসিয়ে দেওয়া হয়েছে। নতুন কেউ দেখলে বুঝতে পারবে না, এখানে একসময় পুকুর ছিল। ঘটনায় পুলিশের কাছেও অভিযোগ দায়ের হয়েছে। তদন্তও শুরু হয়েছে ইতিমধ্যেই। ঠিক কারা এই কাজ করেছে, তা খুঁজে বার করার আশ্বাসও দিয়েছে পুলিশ। তবে ঘটনায় বেজায় অবাক স্থানীয়রা। একইসঙ্গে একটা আস্ত পুকুর উধাও হয়ে যাওয়ায়, বেশ হতাশা প্রকাশ করেছেন অনেকেই।