এবার গরবা নাচের আসরে বাজতে পারে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা গান। আজ্ঞে হ্যাঁ, গোটা দেশের দায়িত্ব সামলানোর পাশাপাশি মোদি যে কলম হাতে তুলে নেন মাঝে মাঝেই, সে কথাই মনে করিয়ে দিয়েছেন তিনি। আসুন, শুনে নেওয়া যাক।
দেশজুড়ে উৎসবের আবহ। কেবল বাংলার দুর্গাপূজাই নয়, কোথাও নবরাত্রি তো কোথাও দশেরার প্রস্তুতি, সব মিলিয়ে আনন্দের রেশ গোটা দেশেই। আর বাংলার বাইরে এইসব উৎসবের অংশ হয়েই আসে গরবা বা ডান্ডিয়া। গরবা নাচের আসরে হুল্লোড়ে মাতেন বিভিন্ন অঞ্চলের মানুষ। আর সম্প্রতি প্রকাশ পেয়েছে সেই গরবার একটি গান, যা লিখেছেন আর কেউ নয়, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এই গানটি নতুন লেখেননি মোদি। তবে বেশ কিছুদিন আগেই লেখা সেই গানটিকে এবার একটি মিউজিক ভিডিওর রূপ দিয়েছেন কলাকুশলীরা। আর সদ্যপ্রকাশিত সেই ভিডিও দেখেই রীতিমতো আবেগে ভাসতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে ওই ভিডিওটি শেয়ার করে এর সঙ্গে জড়িত কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন মোদি।
আরও শুনুন: আকবরকে যুদ্ধে হারিয়েছিলেন রাজা হিমু, দিল্লির শেষ হিন্দু রাজার স্মারক গড়বে বিজেপি
রাজনীতির দায়দায়িত্ব যতই থাকুক, তার মধ্যেই হাতে কলম তুলে নেওয়া তাঁর শখ। তবে বেশ কয়েক বছর আগে এই গানটি লিখেছিলেন মোদি। সম্প্রতি সেই গান নিয়েই ভিডিয়োটি তৈরি করেছেন তানিষ্ক বাগচী। গানটি গেয়েছেন ধ্বনি ভানুশালী। মূলত পপ গান গেয়েই খ্যাতি কুড়িয়েছেন এই গায়িকা। ২০১৯ সালে মুক্তি পাওয়া ভাস্তে গানটির হাত ধরে তিনি জনপ্রিয় হন। আর এবার নাদিম শাহের নির্দেশনায় এই মিউজিক ভিডিওতেও কাজ করলেন তিনি।
আরও শুনুন: ‘ইন্ডিয়া নামে আপত্তি, হিন্দুতে নয়?’ দুই শব্দের উৎস বুঝিয়েই গেরুয়া শিবিরকে একহাত থারুরের
সোশাল মিডিয়ায় সেই গানের একটি ছোট অংশ পোস্ট করেছিলেন গায়িকা। জানিয়েছিলেন, একেবারে নতুন ধরনের একটি গান বানাতে চেয়েছিলেন তাঁরা। তেমনই কিছু খুঁজতে খুঁজতে এই গানটি দুজনেরই মনে ধরে, আর তারই ফল এই ভিডিও। ভানুশালীর এই পোস্ট রিটুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, “আমি অনেক বছর আগে এই গানটি লিখেছিলাম। এই গান আমার অনেক পুরনো স্মৃতি ফিরিয়ে দিল।” তবে এই পুরনো গানই শুধু নয়, এর মধ্যেও গরবা নিয়ে আরও একটি গান লিখেছেন তিনি। আর নবরাত্রির মধ্যে সেই গানটিও তিনি সকলের সামনে আনবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।