রাম মন্দিরের উদ্বোধন ঘিরে এই মুহূর্তে দেশে সাজ সাজ রব। রামলালার কোন মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবে তাও ঠিক হয়ে গিয়েছে। আর সেই আবহেই রামের ভজন গেয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর কুর্নিশ আদায় করলেন এক গায়িকা? কে তিনি? আসুন শুনে নিই।
মর্যাদাপুরুষোত্তম রামের ভজন গেয়েছিলেন তিনি। যে মুহূর্তে দেশে রামের মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে, সেই মুহূর্তেই সুরে সুরে তিনি বলে উঠেছেন ‘রাম আয়েঙ্গে’। রাম তো ন্যায়, নীতিরও প্রতীক। তাই রামের ভজনাই করেছিলেন ভজনের সুরে। আর তাতেই মুগ্ধ হলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্প্রতি প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন সেই গান। তারপরই দেশবাসীর কৌতূহল তুঙ্গে ওঠে। রামের ভজন এর আগেও অনেকে গেয়েছেন। তবে, যেহেতু প্রধানমন্ত্রী নিজে এই গানের কথা উল্লেখ করেছেন, সেহেতু এই ভজন অন্য মাত্রা পেয়ে গিয়েছে। ভজনটির গায়িকা হলেন, স্বাতী মিশ্র। মূলত তিনি ভোজপুরী সঙ্গীতশিল্পী। মূলত তাঁর গাওয়া রামের ভজনই মন জয় করেছে প্রধানমন্ত্রীর। গানটি সম্পর্কে তিনি জানিয়েছেন, গায়িকা যেভাবে প্রভু রামের লীলা কীর্তন করেছেন, তা সত্যিই মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো। গানটি প্রথমে নিজের চ্যানেলেই প্রকাশ করেছিলেন গায়িকা। সত্যি বলতে, বহু মানুষই সেই গান শুনে মোহিত হন। শুধু প্রভু রামের ভজনা করা হয়েছে বলেই নয়, গানের মধ্যে যে আধ্যাত্মিক আবহ, যে বিশ্বাসের কথা ফুটিয়ে তুলেছেন তিনি, তাই-ই গানটিকে জনপ্রিয় করে তুলেছিল। ভজন পরিবেশনের ভিতর এই যে শুদ্ধতার ছোঁয়া, তা স্পর্শ করেছে স্বয়ং প্রধানমন্ত্রীকেও।
-: আরও শুনুন :-
ইতিমধ্যে রাম মন্দিরের উদ্বোধনের আয়োজনও প্রায় সারা। সকলেই জেনে গিয়েছেন, অরুণ যোগীরাজের নির্মাণ করা মূর্তিটিই গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবে। প্রায় ৭০০০ মানুষের কাছে পাঠানো হয়েছে আমন্ত্রণ, তাঁর মধ্যে আছেন বহু বিশিষ্টজনও। তা ছাড়াও অসংখ্য ভক্তের সমাবেশ হবে ঐ সময়ে। তার জন্য রীতিমতো তৈরি অয্যোধ্যা। ২০২০ সালে প্রধানমন্ত্রী মোদি এই মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন। ২০২৪-এ এসে তা বাস্তব হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেছেন, জীবৎকালে তিনি যে এই মন্দির দেখতে পাচ্ছেন, তা একরকম সৌভাগ্যই। রামের ভজনার এই মন্দিরই যেন এখন হয়ে উঠেছে প্রভু রামের সার্থক একটি ভজন।
श्री राम लला के स्वागत में स्वाति मिश्रा जी का भक्ति से भरा यह भजन मंत्रमुग्ध करने वाला है…#ShriRamBhajanhttps://t.co/g2u1RhPpqO
— Narendra Modi (@narendramodi) January 3, 2024