প্রিয় জিনিসের ছবি শরীরে খোদাইয়ের সংস্কৃতি আজকের নয়। রাস্তাঘাটে প্রায়শই মানুষের শরীরে দেখা মেলে বিচিত্র ট্যাটুর। কখনও সখনও দেশপ্রেমের নজিরও সেখানে দেখা যায়। তবে সেই ট্যাটুর থেকে আরও একধাপ এগিয়ে অভিনব প্রস্তাব নিয়ে হাজির হলেন এক রুশ চিকিৎসক। এবার স্তন প্রতিস্থাপনেও থাকতে পারে দেশপ্রেমের ছাপ। কী ভাবে, আসুন শুনে নেওয়া যাক।
ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ ঘোষণার পর থেকেই দু-ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন রাশিয়ার নাগরিকেরা। একদল সমর্থন করেছেন রুশ প্রেসিডেন্টের এই যুদ্ধং দেহি মনোভাবকে। অন্যপক্ষ প্রবল ভাবে বিরোধিতা করেছেন এই অকারণ রক্তপাতের। সে নিয়ে বিক্ষোভ-আন্দোলনের জোয়ার দেখা গিয়েছিল রাশিয়া জুড়ে। সেই বিক্ষোভ কড়া হাতে দমনের পথেও হেঁটেছে সে দেশের সরকার। অন্যপক্ষ অবশ্য পুতিনের পক্ষেই সওয়াল করেছেন বারংবার। এই পরিস্থিতিত গোটা রাশিয়া জুড়েই উসকে উঠেছে দেশপ্রেমের ভাবনা। দেশের পতাকা গায়ে খোদাই করা বা ট্যাটু, এসব তো অনেক হল। তবে সেখানকার এক প্লাস্টিক সার্জেন এবার সেখান থেকে একধাপ এগিয়ে ভেবে ফেলেছেন এক অভিনব ভাবনা। যা শুনে চোখ কপালে উঠেছে বহু নেটনাগরিকেরই।
আরও শুনুন: মাছির থেকেও ছোট! পৃথিবীর ক্ষুদ্রতম রোবট বানিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা
ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন আজ আর নতুন কোনও বিষয় নয়। অভিনেত্রী থেকে শুরু করে অনেকেই ইদানীং এই স্তন প্রতিস্থাপনের পথ বেছে নিচ্ছেন। অনেক সময় রূপান্তরকামীরাও দ্বারস্থ হন এই পন্থার। ইয়েভগেনি ডোব্রেকিন নামে মস্কোর এই প্লাস্টিক সার্জেন এবার তাঁদের জন্য এনেছেন সুবর্ণ সুযোগ। শুধু ট্যাটু করেই যাঁরা থামতে চান না, এই চিকিৎসকের কাছে তাঁরা পাবেন নিজের শরীরকে সাজিয়ে তোলার অভিনব রাস্তা। স্তন প্রতিস্থাপনেও যাতে দেশের প্রতি ভালোবাসার ছাপ রাখা যায়, সেই ব্যবস্থাই করেছেন তিনি।
ওই প্লাস্টিক সার্জেন জানান, সাধারণত যেভাবে স্তন প্রতিস্থাপিত হয়, এক্ষেত্রেও গোটা ব্যাপারটা হবে সেভাবেই। যথারীতি সিলিকন দিয়েই তৈরি হবে কৃত্রিম স্তনযুগল, তবে তার উপরের স্তরে থাকতে পারে রাশিয়ার তেরঙা পতাকার নকশা। আরও একটি বিকল্প রয়েছে তাঁর হাতে। চাইলে সেনাদের পোশাকের রঙেও তিনি নকশা করে দিতে পারেন কৃত্রিম স্তনযুগলে। যাঁরা নিজের দেশমাতৃকাকে ভালবাসেন, এবং সেই চিহ্ন ট্যাটু বা স্টিকার ছাড়াও অন্য ভাবে প্রকাশ করতে চান, তাদের জন্য খোলা রয়েছে ওই চিকিৎসকের দরজা। এই মর্মে ইতিমধ্যে বিজ্ঞাপনও দিয়েছেন ডোব্রেকিন।
আরও শুনুন: ভুলে যেতে চান প্রাক্তনের স্মৃতি? অব্যর্থ দাওয়াই মিলবে এই সম্পর্ক ভাঙার মিউজিয়ামে
কৃত্রিম স্তনের উপরে এই দেশপ্রেমের নকশার বিষয়টি ঝুঁকিপূর্ণ নয় তো? ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। তবে চিকিৎসক ডোব্রেকিন জানান, এটি পরীক্ষিত এবং সম্পূর্ণ ভাবে নিরাপদ। তাঁর এই অভিনব স্তন প্রতিস্থাপনের কথা ছড়াতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর কানাকানি। এমন যে হতে পারে তা বিশ্বাস করতে নারাজ অনেকেই। ব্যাপারটি নিয়ে শুরু হয়েছে বিস্তর রসিকতাও। তবে সেসবে কান দিতে নারাজ ওই রুশ চিকিৎসক। নিজের এই অভিনব ভাবনাকে আরও বড় আকারে নিয়ে যেতে চান চিকিৎসক ডোব্রেকিন। আর সে পথেই আপাতত হাঁটছেন এই প্লাস্টিক সার্জেন।