অনেক ভালবাসার গল্পই লেখকেরা লিখে, শিল্পীরা ছবি এঁকে বা তাজমহলের মতো সৌধ বানিয়ে স্মরণীয় করে রেখেছেন। তবে প্রচলিত উপকথার চরিত্রের প্রেম নিয়ে কারেন্সি ছাপানো বোধহয় এই প্রথম। ২০২১ সালে প্রশান্ত মহাসাগরের কুক আইল্যান্ডের নোটে এমনই ছবি ছাপানো হয়। কেমন ছিল সমুদ্রের দেবতা তিনিরাউয়ের সাথে রাজকন্যা ইনার প্রেমের সেই গল্প? শোনাচ্ছেন চৈতালী বক্সী।
প্রশান্ত মহাসাগরের বুকে থাকা ছোট্ট দ্বীপ কুক আইল্যান্ড। সেখানে প্রচলিত উপকথায় আছে এক চিরন্তন প্রেমের কাহিনি। রাজকন্যা ইনা ভালবাসত সমুদ্রের দেবতা তিনিরাউকে। কিন্তু প্রেমিকের কাছে পৌঁছানো সহজ ছিল না। হাঙরের পিঠে চেপে তবেই রাজকন্যাকে পৌঁছাতে হত প্রেমিকের কাছে। আসলে বাধা অতিক্রম করেই তবেই যে প্রেমের সার্থকতা, এ উপকথা সে কথাই মনে করিয়ে দেয়। সেই ঘটনাকে অবলম্বন করেই একটি ছবি এঁকেছিলেন শিল্পী রিক ওয়েল্যান্ড। আর সেই ছবির মাধ্যমেই প্রেমের চিরন্তন সত্যকে ধরে রাখা হয়েছিল নোটে।
বিস্তারিত শুনে নিন সেই গল্প।