একবার দেখলেই ছবি তুলতে ইচ্ছা হয়। কিন্তু ক্যামেরা বার করলেই বিপদ। জরিমানা, শাস্তি অনেক কিছুই হতে পারে। জানেন বিশ্বের কোন কোন দর্শনীয় স্থানে চাইলেও ছবি তুলতে পারেন না কেউ? আসুন শুনে নেওয়া যাক।
পাহাড় হোক বা সমুদ্র। কিংবা কোনও বিখ্যাত স্থাপত্য। সামনে গেলে একটা ছবি না তুলে শান্তি নেই। নিদেনপক্ষে একটা সেলফি না তুলে যেন মনেই হয় না সেই জায়গায় সত্যি সত্যিই যাওয়া হয়েছে। বলাই বাহুল্য, এজকের দিনে দাঁড়িয়ে এটাই অনেকের কাছে স্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু চাইলেই যে বিশ্বের সমস্ত সুন্দরের ছবি নিজের ক্যামেরায় তোলা যাবে তা নয়। এমনকি বেশ কিছু প্রচলিত পর্যটন ক্ষেত্রেও ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ।
আরও শুনুন: ডাক্তারবাবুর বিয়ে! অপারেশন থিয়েটারে প্রি-ওয়েডিং সারতে গিয়ে কী হাল হল চিকিৎসকের?
তালিকায় প্রথমেই রয়েছে তাজমহল। সপ্তম আশ্চর্যের অন্যতম এই স্থাপত্যের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। এমনকি ইন্টারনেটে খুঁজলেও তাজমহলের ভিতরের সব অংশের ছবি পাওয়া কঠিন। সাধারণ পর্যটকদের সৌধের ভিতর ক্যামেরা বা ফোন নিয়ে ঢুকতেই দেওয়া হয় না। কারণটা অবশ্য অন্য কিছু নয়, নিরাপত্তার। এরপর বলতে হ্য আইফেল টাওয়ারের কথা। প্যারিসের এই টাওয়ার সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন ক্ষেত্র। এখানেও সূর্য ডুবলে ছবি তোলা যায় না। আসলে, এই টাওয়ারের এত ছবি এতদিনে তোলা হয়েছে যা দেখে অনেকেই নকল করতে শুরু করেন। সেসব বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপরেই রয়েছে উত্তর কোরিয়ার রাজপ্রাসাদ। এমনিতেই সে দেশে ছবি তোলা বা এই ধরনের কাজের জন্য অনেক ঝক্কি পোহাতে হয় সাধারণ নাগরিকদের। এমনকি সেখানকার সমস্ত খবরও প্রকাশ্যে আসতে দেওয়া হয় না। তার মধ্যে কুমসুসান রাজপ্রাসাদের নিরাপত্তার বহর সবথেকে বেশি। এখানে ছবি তোলা দূরে থাকে সাধারণ কাউকে ঢুকতেও দেওয়া হয় না। একইভাবে টেক্সাস শহরের দ্য আলামো নামে এক ঐতিহাসিক বাড়ির ছবি তোলাও নিষিদ্ধ। আসলে, এই স্থানের শান্তি এবং পবিত্রতা বজায় রাখতেই এই বিশেষ ব্যবস্থা। একইভাবে ওয়েস্টমিনিস্টার অ্যাবে-র ভিতরেও ছবি তোলার অনুমতি নেই। কেবলমাত্র কর্তৃপক্ষের ঠিক করা ফটোগ্রাফারই সে সুযোগ পেতে পারেন। ছবি তোলা যায় না ভ্যাটিক্যান সিটির অন্দরেও। একইভাবে সৌদির রাষ্ট্রপতি ভবন, মিশরের ভ্যালি অফ কিংস এইসব স্থানেও ছবি তোলার কোনও অনুমতি নেই। বলাই বাহুল্য, এসব কিছুই কোনও না কোনওভাবে সংরক্ষিত এলাকা। যার মধ্যে বেশিরভাগ বদ্ধ জায়গায়। তাই চাইলেও লুকিয়ে এইসব জায়গার ছবি তোলা সম্ভব না। তবে এমন এক জায়গাও রয়েছে যা খোলামেলা হওয়া সত্ত্বেও সেখানে ছবি তোলা নিষিদ্ধ।
আরও শুনুন: মৌন যৌনতায় জোয়ার আনা চকোলেট বিকোচ্ছে বাজারে, খাঁটি না বুজরুকি?
অস্ট্রেলিয়ার উলুরু কাটা ন্যাশানাল পার্কের ছবি তোলা কড়াভাবে নিষিদ্ধ। কারণ এখানকার স্থানীয়রা মনে করেন ছবি তোলা খুব একটা ভালো কাজ নয়। মানে ছবি তুললে অভিশাপ নেমে আসবে খানিকটা এমন বিশ্বাস রয়েছে তাঁদের। সেই বিশ্বাস বা ধারনাকে সম্মান জানিয়েই এখানে ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে। এমনকি এখানে ক্যামেরা হাতে কাউকে ঢুকতেও দেওয়া হয় না। তাই সুন্দর কিছু দেখলেই যাঁদের ক্যামেরা বার করে ছবি তোলার অভ্যেস, এইসব জায়গায় গেলে সেই অভ্যাসে ছেদ টানতেই হবে তাঁদের।