পৃথিবী ঘুরছে না। এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর তাকে কেন্দ্র করে ঘুরছে সূর্য এবং চাঁদ। সম্প্রতি ঠিক এমনই দাবি করেছে এক পাকিস্তানী যুবক। ইতিমধ্যেই তাঁর এহেন মন্তব্যের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। ঠিক কোন প্রসংগে এমন অদ্ভুত দাবি করলেন তিনি? আসুন শুনে নিই।
সদ্য চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়েছে ভারত। প্রতিবেশী দেশের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানও। কিন্তু এই আবহে অদ্ভুত এক দাবি তুলে চর্চায় উঠে এলেন পাকিস্তানের এক যুবক। যা জেরে নেটিজেনদের কাছে সে দেশের বিজ্ঞান চর্চার মান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে।
আরও শুনুন: হঠাৎ দেখা! বিয়ের আসরে প্রেমিককে দেখেই গাঁটছড়া বাঁধতে নারাজ কনে
প্রকৃতি বিজ্ঞানের সাধারণ কিছু ধারণা স্কুলবেলাতেই তৈরি হয়। মহাদেশ, মহাসাগরের সংখ্যা থেকে শুরু করে সৌরজগতের খুঁটিনাটি প্রায় সকলেরই স্কুল জীবনের পাঠ্য। তাই পৃথিবীর অবস্থান ঠিক কোথায়, কিংবা দিন-রাতের পরিবর্তন কেন হয়, এইসব প্রশ্নের উত্তরও কারও অজানা নয়। কিন্তু এই ভাইরাল ভিডিও প্রমাণ দিচ্ছে, এক্ষেত্রেও ব্যতিক্রম রয়েছে। শুনে যতই সাধারণ মনে হোক, বিজ্ঞানের ছোটখাটো বিষয় নিয়েও যে অনেকের মনেই ভ্রান্ত ধারণা থাকতে পারে, তা স্পষ্ট করে দিয়েছেন এই পাক যুবক।
আরও শুনুন: পরকীয়ায় বেশি ঝোঁক কোন পেশার মহিলাদের? সমীক্ষায় ফাঁস পুরুষদের কীর্তিও
ঠিক কী বলেছেন তিনি?
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক পাকিস্তানী যুবককে কিছু সাধারণ প্রশ্ন করছেন এক সাংবাদিক। শুরুতেই যুবকের কাছে পৃথিবীর অবস্থান সম্পর্কে জানতে চান তিনি। যার উত্তরে যুবকের দাবি, পৃথিবী এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। তাঁর কথায়, পৃথিবী কোনওভাবেই ঘুরছে না। এরপরই সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে দিনরাতের পরিবর্তন হয় কীভাবে? কিংবা আবহাওয়া পরিবর্তনের নেপথ্যে কারণটাই বা কী? তাতে যুবকের স্পষ্ট উত্তর, চাঁদ আর সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। আর সেই কারণে দিন রাত বা আবহাওয়ার যাবতীয় যা পরিবর্তন হয়। এমন উত্তর শুনে রীতিমতো অবাক হন ওই সাংবাদিকও। ভিডিওর শেষে তাঁকেও খানিক মশকরা করতেই দেখা যায়। তিনিও প্রায় ব্যঙ্গের সুরেই ওই যুবককে উদ্দেশ্য করে বলেন, খোদ আইনস্টাইন যা দাবি করেননি, এই যুবক ঠিক তেমনটাই দাবি করলেন। আর এই ভিডিও রীতিমতো ঝড় তুলেছে নেটদুনিয়ায়। সেখানে একযোগে হাসির রোল তুলেছেন প্রায় সকলেই। যুবকের এই দাবি শুনে বিজ্ঞান শিক্ষকরা ভিরমি খাবেন, এমনই মন্তব্য করেছেন নেটিজেনদের কেউ কেউ। আবার কেউ প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়েও। তবে ওই যুবক যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়েছেন, তা অবাক করেছে প্রায় সকলকেই।
I burned my Science books after hearing this upcoming madrasa scientist from Pakistan. pic.twitter.com/y3CJFmvNmF
— Krishna (@Atheist_Krishna) August 27, 2023