আকাশে ওড়ার সময়ই বিমানের দরজা খুলতে মরিয়া হয়ে উঠলেন এক যাত্রী। দাবি করলেন, এ নাকি খোদ ঈশ্বরের আদেশ। কী হল তারপর? আসুন, শুনে নেওয়া যাক।
ঈশ্বরের উপাসনার জন্য ভক্তরা যে কোনও কিছু করতেই পিছপা হন না, তা তো বলাই বাহুল্য। ব্রত, উপবাস, প্রার্থনা ইত্যাদি সব কিছুকে তাঁরা ঈশ্বরের নির্দেশ বলেই বিনা বাক্যে মেনে চলেন। কিন্তু এই প্রশ্নহীন আনুগত্যের জেরে কখনও কখনও রীতিমতো সমস্যায় পড়তে পারেন তাঁদের আশেপাশের মানুষেরা। যেমনটা ঘটেছে এই মহিলার ক্ষেত্রে। বিমানে যাত্রা করার মাঝপথেই, অর্থাৎ আকাশে থাকাকালীনই বিমানের দরজা খুলে ফেলতে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। যে ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। খোদ ঈশ্বরের নির্দেশেই নাকি এ কাজ করতে গিয়েছিলেন তিনি, এমনটাই দাবি ওই মহিলার।
আরও শুনুন: নগ্নতার প্রতিশ্রুতি, বক্ষমাঝে মোবাইল, বিশ্বকাপে ঝড় তোলা মডেল এখন কোন দলের সমর্থক?
কী ঘটেছে ঠিক? তাহলে খুলেই বলা যাক।
জানা গিয়েছে, টেক্সাসের হাউস্টন থেকে ওহিও-র কলম্বাসের উদ্দেশে যাত্রা করেছিল সাউথওয়েস্ট ফ্লাইট ১৯২। আর সেখানেই যাত্রীদের মধ্যে ছিলেন ৩৪ বছর বয়সি ওই মহিলাও। বিমান যখন প্রায় ৩৭ হাজার ফুট উপরে, তখনই তাঁর মধ্যে এক অদ্ভুত অস্থিরতা লক্ষ করেন উপস্থিত সকলে। দেখা যায়, নিজের আসন ছেড়ে উঠে দরজার কাছে চলে যান মহিলা এবং সেদিকে তাকিয়ে থাকেন। বিমানসেবিকারা তাঁকে নিজের জায়গায় গিয়ে বসতে বললেও তিনি সেখান থেকে নড়েননি, উলটে জানালার বাইরে তাকাচ্ছিলেন বারবার। এরপরই বিমানসেবিকাদের সরিয়ে দরজার সামনে চলে যান মহিলা, এবং দরজা খোলার চেষ্টা করতে থাকেন। জানা গিয়েছে, সেই সময় তিনি বারবার দরজায় মাথা ঠুকছিলেন। পাশাপাশি বিড়বিড় করে বলে চলেছিলেন যে খোদ প্রভু যীশুই নাকি তাঁকে এমন নির্দেশ দিয়েছেন।
আরও শুনুন: প্রেমের জোরেই দুঃসাহস, প্রেমিকাকে বিয়ে করতে এটিএম থেকে ২০ লক্ষ টাকা চুরি রক্ষীর
ভাগ্য ভাল, এক যাত্রী তাঁকে ধরে ফেলেন। রীতিমতো ধ্বস্তাধ্বস্তি করে ওই মহিলাকে নিবৃত্ত করতে হয়। ওই যাত্রীকে মহিলা একাধিকবার কামড়ে দিয়েছেন বলেও জানা গিয়েছে। বিমানটিকে জরুরিকালীন অবতরণ করিয়ে ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় শেষমেশ। আশ্চর্যের কথা, মহিলার সঙ্গে কোনও মালপত্রও ছিল না। কেবল দরজা খুলতে চাওয়াই নয়, এই যাত্রাও তিনি করছিলেন ঈশ্বরের নির্দেশেই, এমনটাই দাবি করেছেন ওই মহিলা।