বিশ্বকাপ জিতবে পাকিস্তান। সম্প্রতি, এমনই দাবি তুলে গান বানিয়েছেন এক ব্যক্তি। আর সেই গানকেই বিশ্বকাপের ‘অ্যান্থেম’ বলে পরিচয় দিচ্ছেন তিনি। তবে গানটি শোনার পর রীতিমতো হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। কেন, কী এমন আছে সেই গানে? আসুন শুনে নিই।
শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। আয়োজক দেশ ভারত। তাই এবারের বিশ্বকাপের অ্যান্থেমও তৈরি করেছেন ভারতীয় সুরকার প্রীতম। ইতিমধ্যেই অনেকের মুখে মুখে ফিরছে সেই গান। ব্যতিক্রম, পাকিস্তানের এই ব্যক্তি। বিশ্বকাপের অ্যান্থেম তাঁর একেবারেই পছন্দ হয়নি। তাই নিজেই বানিয়ে ফেলেছেন বিশ্বকাপের নতুন গান।
আরও শুনুন: স্রেফ ওষুধ নয়! আইসিইউ-র রোগীকে সারাতে ‘ভজন’ শোনানোর সিদ্ধান্ত হাসপাতালের
ক্রিকেট হোক বা ফুটবল, বিশ্বকাপের উন্মাদনা বরাবরই অন্যরকমের। আর সেই উন্মাদনা আরও বাড়িয়ে দেয় অ্যান্থেম সং। চলতি ক্রিকেট বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি। ভারতীয় সুরকার প্রীতম তৈরি করেছেন বিশ্বকাপ ২০২৩-এর অ্যান্থেম ‘দিল জসন বোলে’। গানটির ভিডিওতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা রনবীর সিং-কে। যা ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন। বেশিরভাগই গান শুনে প্রশংসায় ভরিয়েছেন। তবে সেই তালিকায় নেই পাকিস্তানের চাহত ফতে আলি খান। নাম শুনে জনপ্রিয় শাস্ত্রীয় সংগীতশিল্পী রাহত ফতে আলি খানের কথা মনে এলেও, এই ব্যক্তি সম্পূর্ণভাবে আলাদা একজন। মিল বলতেই একটা, দুজনেই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। আর অমিল বিস্তর। একজনের গলায় যতটা সুর রয়েছে, অন্যজনের গলায় ততটাই রয়েছে ‘অসুর’। ঠিক ধরেছেন, এই চাহত ফতে আলি খানের গান শুনে নেটদুনিয়ার দাবি অন্তত তেমনটাই। যদিও তার নেপথ্যে রয়েছে স্বয়ং চাহত নামে ওই ব্যক্তিই। আগেও বহুবার অদ্ভুত সুরে গান গেয়ে, নেচে ভিডিও বানিয়েছেন তিনি। সেই নিয়ে কম খোরাক হয়নি। তবে এবার সব কিছু ছাপিয়ে তিনি বিশ্বকাপ ক্রিকেটের জন্য একটা গান বানিন্যে ফেলেছেন।
কী রয়েছে সেই গানে?
আরও শুনুন: মহিলা ভোট টানতে সংরক্ষণের ‘ললিপপ’ ধরাচ্ছে বিজেপি! মধ্যপ্রদেশে তোপ কংগ্রেসের
নেটদুনিয়ার দাবি, ‘সুর’ ছাড়া সবই রয়েছে সেই গানে। শুধু তাই নয়, গানটির কথাও ভারি অদ্ভুত। কারণ গানটিতে একটাই লাইন বারবার শোনা যাবে। বাংলায় যার মানে করলে দাঁড়ায়,’বিশ্বকাপ জিতবে পাকিস্তান’। বাকিতা জুড়ে স্রেফ কোন কোন দলের বিরুদ্ধে পাকিস্তান জিতবে সেই কথাই গেয়েছেন চাহত। তাঁর দাবি অনুযায়ী, বিশ্বকাপ পাওয়ার জন্য পাকিস্তানকে বাকি সমস্ত দলের বিরুদ্ধে জিততে হবে। সেই হিসেবে তিনি বিশ্বকাপের সূচি ধরে কোনদিন পাকিস্তানের সঙ্গে কাদের খেলা রয়েছে সেটা বলে গিয়েছেন। আর সেইসঙ্গে জুড়ে দিয়েছেন ‘পাকিস্তান জিতবে’। অর্থাৎ, একে একে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ বিশ্বকাপে অংশ নেওয়া সব দলকেই পাকিস্তান হারাবে, সেটাই এক সুরে এক ভঙ্গীতে গেয়েছেন তিনি। আর মাঝে মাঝে সেই গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটাই জোরালো হয়েছে, যার জেরে গায়কের কোনও কথাই শুনতে পাচ্ছেন না কেউ। যদিও সেই কথা মন দিয়ে কজন শুনতে চেয়েছেন তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কারণ এই গান শুনে প্রায় সকলেই একযোগে হাসির রোল তুলেছেন। নানা কটাক্ষ আর ব্যঙ্গ ভেসে এসেছে ভিডিওটির কমেন্ট বক্সে। কেউ কেউ ব্যঙ্গের সুরে তাঁর প্রশংসাও করেছেন। তাই সবমিলিয়ে বিশ্বকাপের এই অ্যান্থেম নিয়েও রীতিমতো চর্চা চলছে নেটদুনিয়ায়।