সিনেমা হোক বা বাস্তব, বিশ্বের দরবারে ভারতের আসল চেহারা বারবার ফুটিয়ে তোলা হয়েছে নিম্নবিত্ত মানুষের মধ্যে দিয়ে। তাই বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বস্তিগুলি হয়ে উঠেছে অন্যতম দর্শনীয় স্থান। তাও আবার বিনামূল্যে নয়। রীতিমতো পয়সা খরচ করে বস্তিতেই ঘুরতে আসছেন বিদেশী পর্যটকেরা। কারা আয়োজন করেছে এমন বিশেষ ট্যুর? আসুন শুনে নেওয়া যাক।
অস্কারজয়ী সিনেমা ‘স্লামডগ মিলিয়নেয়ার’ বিশ্বের সামনে তুলে ধরেছিল অন্য এক ভারতবর্ষের ছবি। বলা বাহুল্য তারপর থেকেই তৃতীয় বিশ্বের দেশ হিসেবে ভারতের সেই ছবিই যেন বিশ্ববাসীর মনে গেঁথে বসেছিল। এখনও বহু বিদেশি পর্যটকের কাছে ভারতের বস্তিগুলিকে সামনে থেকে দেখা প্রবল আকাঙ্ক্ষিত বিষয়। এবার তাঁদের সেই ব্যবস্থাই করে দিচ্ছে একটি দেশীয় পর্যটন সংস্থা। ওই সংস্থার নতুন উদ্যোগ ‘স্লাম ট্যুর’। অর্থাৎ পর্যটকদের ভারতের বিভিন্ন বিখ্যাত বস্তিগুলি ঘুরিয়ে দেখাবেন তাঁরা। মূলত বিদেশি পর্যটকদের জন্যই আয়োজন করা হয়েছে এমন অভিনব ট্যুরের। কয়েক ঘণ্টার প্যাকেজের দাম রাখা হয়েছে ১৮০০ টাকা। খাবারদাবার সহ একেবারে স্বয়ংসম্পূর্ণ একটি কনডাক্টেড ট্যুরের ব্যবস্থা করেছে সংস্থাটি। ভ্রমণকারীদের সঙ্গে থাকবেন একজন ইংরেজি জানা স্থানীয় গাইডও। যাঁর নির্দেশনায় মুম্বাই বা দিল্লির বিখ্যাত বস্তিগুলি ঘুরে দেখবেন পর্যটকেরা। পর্যটন সংস্থার দাবি, এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষদের জীবনসংগ্রামের আসল ছবি দেখতে পাবেন পর্যটকেরা। ছোট ছোট দলে ভাগ করে দিল্লির সঞ্জয় কলোনি কিংবা মুম্বাইয়ের ধারাভি বস্তি ঘুরিয়ে দেখানো হবে তাঁদের। একইসঙ্গে পর্যটকদের নিয়ে যাওয়া হবে বিভিন্ন ছোট ছোট কারখানাতেও। জানা গিয়েছে, কেবল এই একটি সংস্থাই নয়, একইভাবে স্লাম ট্যুরের উদ্যোগ নিয়েছে আরও কিছু সংস্থাও।
আরও শুনুন: মুণ্ডচ্ছেদ করতে হবে হজরত মহম্মদের অসম্মানকারীর, তরুণীদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান
তবে এই সমস্ত কিছু নেটমাধ্যমে প্রকাশ পেতেই শুরু হয়েছে বিতর্ক। এমন ভ্রমণকে অত্যন্ত অমানবিক বলেই মনে করছেন নেটনাগরিকদের একাংশ। এভাবে কৌশলে দারিদ্র্যকে বিক্রি করা হচ্ছে বলেই মনে করছেন তাঁরা। এক শ্রেণির মানুষের অসহায়তাকে ব্যবহার করে কার্যত মুনাফা লাভ করছে সংস্থাগুলি, এমন অভিযোগে সোচ্চার হয়েছেন অনেকেই। সংস্থার নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে এসবের পরেও যেভাবে স্লাম ট্যুরে শামিল হতে চাওয়া পর্যটকের সংখ্যা বাড়ছে, তা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এ দেশে জারি থাকা বৈষম্যের চেহারাটাই।