৯ মাসের গর্ভাবতী। এই অবস্থায়, সাধারণত বিশ্রাম নেওয়ারই পরামর্শ দেন চিকিৎসকেরা। এই মহিলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু তিনি সেই উপদেশ শুনলে তো! বিশ্রাম তো নয়ই, বরং দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে তিনি। আর সেখানে তিনি যে গতিতে ছুটেছেন, তা অবাক করেছে নামকরা দৌড়বিদদেরও। কী ঘটেছে ঠিক? আসুন শুনে নিই।
দ্বিতীয়বার মা হবেন এক মার্কিন মহিলা। তবে শুধুমাত্র মহিলা বলে তাঁকে সম্বোধন করাটা বোধহয় ভুল। কারণ তিনি একজন নামকরা দৌড়বিদও। বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন নিয়মিত। তার জন্য প্রতিদিন অনুশীলনও করতে হয় তাঁকে। কিন্তু গর্ভাবস্থায় কি তা আদৌ সম্ভব? আলবাত সম্ভব। অন্তত এই মহিলা তো নিজের গর্ভাবস্থাতেও দুবেলা দৌড়তেন। শুধু তাই নয় এই অবস্থাতেও ১ মাইল পথ তিনি দৌড়ে পার করেছেন মাত্র ৪ মিনিট ১৭ সেকেন্ডে।
আরও শুনুন: পাটনা স্টেশনের পর্ন-কাণ্ডের পরই ‘রহস্যময়’ টুইট, নিজের ভিডিও চিনতে পারলেন তারকা?
শুনতে অবাক লাগলেও সত্যি। এমন বিস্ময়কর কাণ্ড ঘটিয়ে রীতিমতো চর্চায় উঠে এসেছেন ম্যাকেনা মিলার। বছর ৩০-র এই মহিলা নিয়মিত দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। যার জন্য নিয়মিত অনুশীলনের মধ্যে থাকতে হয় তাঁকে। প্রায় প্রতিদিনই দু-বেলা নিয়ম করে ছুটতে বেরোন তিনি। কিন্তু ভেবে দেখুন তো, কতটা মনের জোর থাকলে গর্ভাবস্থাতেও কেউ দৌড়ের অভ্যাস বজায় রাখতে পারেন! এমনকি অল্প দূরত্ব নয়, মাইলের পর মাইল দৌড়ের অভ্যাস করেন তিনি। কাজের প্রতি এমন নিষ্ঠা থাকলে ফলাফল পাওয়াটাও স্বাভাবিক। তাই সম্প্রতি একটি রেকর্ড-ই বানিয়ে ফেলেছেন মিলার। যেখানে ১ মাইল পথ অতিক্রম করতে সাধারণ মহিলাদের ১০ মিনিটেরও বেশি সময় লাগে, সেখানে মিলার সেই একই পথ পার করেছেন মাত্র ৪ মিনিট ১৭ সেকেন্ডে। আর এমনটা তিনি করেছেন ৯ মাসের গর্ভবতী অবস্থাতেই।
আরও শুনুন: স্ত্রী-র ইউটিউব চ্যানেল লিঙ্ক ছাত্রদের মেইল করলেন দিল্লি কলেজের ডিন
যদিও এই কাজটিকে একেবারেই স্বাভাবিক মনে করছেন মিলার। তাঁর মতে, নিয়মিত অভ্যাসের ফলেই এমনটা করতে পেরেছেন তিনি। অন্যদিকে চিকিৎসকেরাও জানিয়েছেন এতে অস্বাভাবিক কিছু নেই। তবে এই অবস্থায় এমন কাজ না করার পরামর্শই দিয়েছেন তাঁরা। একই দাবি নেটিজেনদেরও। সেখানে অনেকেই মিলারকে এই রেকর্ডের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আবার অনেকেই ,তাঁর এমনটা করা উচিত হয়নি বলেও জানিয়েছেন। সব মিলিয়ে এই অদ্ভুত ঘটনা এখন বেশ চর্চায় রয়েছে নেটদুনিয়ায়।