বিয়ে হয়েছিল আগেই। সেদিন ছিল প্রীতিভোজের অনুষ্ঠান। রাজকীয় আয়োজনে সাজানো হয়েছিল বহুতল। সময়মতো হাজির ছিলেন অতিথিরাও। কিন্তু যাঁদের জন্য অনুষ্ঠান, সেই নবদম্পতিই হাজির হতে পারেননি সেখানে। কারণ গোটা সময়টা জুড়েই লিফটের ভিতরে আটকে পড়েছিলেন তাঁরা। আসুন শুনে নিই।
বিয়ে উপলক্ষে রাজকীয় পার্টির আয়োজন করেছিলেন এক দম্পতি। মার্কিন মুলুকের বিলাসবহুল হোটেলের ১৭ তলায় বসেছিল সেই আসর। কিন্তু সেই আসরে নিজেরাই উপস্থিত থাকতে পারেননি তাঁরা। নেপথ্যে কারণ কী জানেন? সামান্য এক যন্ত্রের গোলযোগ।
আরও শুনুন: ঠিক যেন ‘মোগলি’! কুকুরের হাতেই ‘মানুষ’ এই মহিলা, স্বভাবেও রয়েছে মিল
অবশ্য সামান্যই বা বলি কী করে? কারণ এই যন্ত্রের ভিতর একবার আটকে গেলে বাইরে বেরোনো তো প্রায় অসম্ভব। ঠিক ধরেছেন, কথা বলছি লিফটের গণ্ডগোল নিয়েই। ১৭ তলায় অনুষ্ঠান, তাই এই দম্পতিও লিফটে চেপেছিলেন সেখানে পৌঁছানোর জন্য। কিন্তু কিছুদূর ওঠার পরই বন্ধ হয়ে যায় লিফট। ব্যস, লিফটের ভিতরেই আটকে পড়েন তাঁরা। সঙ্গে ছিলেন আরও ৪ জন। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর লিফটের দরজাটুকু খুলে যায়। কিন্তু সেখান থেকে কোথাও বেরোনোর উপায় নেই। কারণ দোতলা এবং তিনতলার মাঝে আটকে গিয়েছিল লিফটটি। প্রাথমিকভাবে হোটেলের কর্মীরাই বিষয়টা ঠিক করার চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি। অগত্যা দমকলে খবর দেওয়া হয়। ভাগ্য ভাল, কিছুক্ষণের মধ্যেই এসে পড়ে দমকল বাহিনী। তাঁদের চেষ্টাতেই শেষমেশ উদ্ধার করা সম্ভব হয় ওই দম্পতিকে। উদ্ধার করা হয় তাঁদের সঙ্গে লিফটের ভিতর আটকে পড়া বাকিদেরও। কিন্তু হলে কী হবে, ওদিকে ঘড়ির কাঁটাও যে ততক্ষণে অনেকদূর চলে গিয়েছে। তাই লিফটের ভিতর থেকে বেরনোর পর দেখা যায়, অনুষ্ঠানে যাওয়ার সময়টাই পেরিয়ে গিয়েছে।
আরও শুনুন: ছুটিতে সহকর্মীকে বিরক্ত করলেই ১ লক্ষ টাকা জরিমানা, কেন এমন নিয়ম জারি সংস্থার?
সম্প্রতি এই কাণ্ডের কথা নেটদুনিয়ায় প্রকাশ করেছে ওই দমকল বিভাগ। সেখানে বেশ মজা করে সম্পূর্ণ ঘটনার কথা লিখেছেন তাঁরা। সঙ্গে জুড়ে দিয়েছেন উদ্ধার হওয়ার পর নবদম্পতির হাসিমুখের ছবিও। ঘটনার কথা জানার পর অবাক হয়েছেন নেটিজেনরাও। তবে সুস্থভাবে যে ওই দম্পতিকে বার করা সম্ভব হয়েছে, তার জন্য দমকল বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। একইসঙ্গে ওই নবদম্পতিকেও তাঁদের নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।