কষ্ট করলে কেষ্ট মেলে! এ প্রবাদ সকলেরই জানা। কিন্তু সত্যিই কি তাই? নেটফ্লিক্স কর্তা একেবারেই তেমনটা মনে করেন না। বরং কষ্ট করে কেষ্ট পাওয়ার বিষয়টা মিথ মনে করেন তিনি। কিন্তু কেন? নেপথ্যে কী যুক্তি তাঁর? আসুন শুনে নেওয়া যাক।
কর্মের ফলে নজর না রেখে কর্ম করার দিকেই জোর দিতে বলে গীতা। পৃথিবীর নানা দেশের মহাপুরুষরাও একই উপদেশ দিয়ে থাকেন। কিন্তু বাস্তবে যারা সাফল্যের মুখ দেখেছেন সেই ধনকুবেররা একথা মানেন কি? জনপ্রিয় ওটিটি নেটফ্লিক্সের কর্নধার সাফ জানিয়েছেন, হার্ড ওয়ার্ক বা অতিরিক্ত পরিশ্রম তাঁর কাছে মিথ। শুধুমাত্র কষ্ট আর কর্ম করে গেলেই যে ফল মিলবে, এমনটা মনে করছেন না তিনি।
ওটিটি দুনিয়ায় নেটফ্লিক্সের জনপ্রিয়তা তুঙ্গে। এ দেশেও নেটফ্লিক্সের অনুরাগীর সংখ্যা কম নয়। থ্রিলার, অ্যাডভেঞ্চার, কমেডি, ড্রামা বিভিন্ন বিষয়ে একের পর এক সিরিজ নিয়ে আসে নেটফ্লিক্স। টানটান উত্তেজনায় ভরা সেইসব সিরিজ দেখতে ভিড় জমান অনেকেই। স্রেফ গল্প নয়, এই প্ল্যাটফর্মে প্রকাশিত ওয়েবসিরিজ এতটাই যত্ন নিয়ে তৈরি করা হয় যে দেখলে উঠতে ইচ্ছা করবে না। তাই প্রতিনিয়ত চাহিদা বাড়ছে এই ওটিটির। তাতেই পাল্লা দিয়ে বাড়ছে নেটফ্লিক্সের রোজগার। কিন্তু এই সাফল্যের নেপথ্যে স্রেফ কঠোর পরিশ্রম নেই। নেটফ্লিক্স কর্তার দাবি অন্তত তেমনটাই। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের সাফল্যের প্রসঙ্গে কথা বলতে শোনা যায় নেটফ্লিক্সের কো-ফাউন্ডার মার্ক রেন্ডলফ। তিনি বলেন, শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই সাফল্য আসবে না। এমনটা ভাবা বোকামি। নিজের জীবনে এমনটাই প্রত্যক্ষ করেছেন রেন্ডলফ। তাই হার্ড ওয়ার্কের বদলে স্মার্ট ওয়ার্কের পরামর্শ দিয়েছেন তিনি। সবকিছু কারও একার পক্ষে ঠিক করা সম্ভব নয়। এমনটা করতে গেলে আখেরে সমস্যাই হবে। তাই খুঁজে নিতে হবে ঠিক কোন সমস্যা মেটালে, সবটা সামলানো যাবে। বুদ্ধি করে সেইটুকুর জন্য পরিশ্রম করতে বলেছেন তিনি।
উদাহরণ হিসেবে অতীতের বিভিন্ন পদক্ষেপের কথা বলেছেন রেন্ডলফ। একসময় তিনিও না বুঝে পরিশ্রম করে যেতেন। তাতে সময় নষ্ট হত। পরবর্তীতে খুঁজে খুঁজে যেটুকু দরকার সেইমতো কাজ করতেন তিনি। সব জায়গা নিজেই ঠিক করতে যেতেন না। তাঁর মতে এমন অনেক কিছুই থাকে যা ঠিক না করলেও বিশেষ কিছু যায় আসবে না। অথচ তা করতে গিয়ে সময় ব্যয় হবে অনেকটা। নিজের কথায় সময়ের প্রসঙ্গ তুলেছেন বারবার। ক্যেরিয়ারের শুরুর দিকে যতটা সম্ভব খেটে নেওয়ার নিদান দিয়েছেন তিনি। এই পরিশ্রম ভবিষ্যতের রসদ হবে। তবে না বুঝে খাটলে চলবে না। আগে দেখতে হবে কোন কাজটা করলে আখেরে লাভ। সেইমতো কাজ করে নিজের উন্নতি করার কথা বলেছেন নেটফ্লিক্স কর্তা।