বাস্তবে সাইনা-সিন্ধুকে ব্যাডমিন্টন খেলতেই দেখুন, কিংবা বলিউডের ছবিতে নায়িকাকে শখের র্যাকেট ঘুরিয়ে কোর্টে নামতে দেখুন, পোশাকের দিক থেকে কিন্তু সকলেই এক। মিনিস্কার্ট কিংবা হাফপ্যান্ট-ই এই খেলার বাঁধাধরা পোশাক। কিন্তু সেই ছক ভেঙে দিলেন এই সাংসদ। আসুন, শুনে নেওয়া যাক।
একসময় মেয়েদের খোলামেলা পোশাক নিয়ে কড়া আপত্তি ছিল গোটা বিশ্বের। এমনকি সাহেবি দুনিয়াতেও পা অব্দি ঢাকা গাউন পরেই ক্রিকেট বা টেনিস খেলতে দেখা গিয়েছে মেয়েদের। কিন্তু যত সময় এগিয়েছে, পোশাক ততই সুবিধের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শারীরিক কসরত কিংবা খেলাধুলোর ক্ষেত্রে বাড়তি পোশাক যে উলটে সমস্যা বাড়ায়, সে কথাকে গুরুত্ব দিয়েছেন অনেকেই। তাই তারকাদের যেমন দেখা যায় জিমে গিয়ে আঁটসাঁট পোশাকে শরীরচর্চা করতে, কিংবা ট্র্যাকস্যুট পরে দৌড়াতে, তেমনই ব্যাডমিন্টন কি টেনিসের মতো খেলায় খেলোয়াড়দেরও দেখা যায় মিনিস্কার্ট পরে মাঠে নামতে। সানিয়া মির্জা হোন কি সাইনা নেহওয়াল বা পি ভি সিন্ধু, সকলকেই এইভাবে দেখেই অভ্যস্ত আমরা। কিন্তু সেই ছকটাই ভেঙে দিয়েছেন এই মহিলা। অবশ্য যে কেউ নন তিনি। তিনি সুপ্রিয়া সুলে। নিজে বরামতির এনসিপি সাংসদ, আবার খোদ এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের মেয়েও বটে। এমনকি দিনকয়েক আগেই যখন পওয়ার ইস্তফা দিতে চেয়েছিলেন, সেই সময় পরবর্তী সুপ্রিমো হিসেবে উঠে এসেছিল সুপ্রিয়ার নামই। রাজনৈতিক দুনিয়ার এই নেত্রী এবার নেতৃত্ব দিলেন খেলার দুনিয়ার ছক ভাঙতেও। তিনি যেন বুঝিয়ে দিলেন, কারও উপরেই পোশাকবিধি চাপিয়ে দেওয়া যায় না, আবার পোশাক কোনও কাজে বাধা হয়ে উঠতেও পারে না। তাই দেখা গেল, শাড়ি পরেই পুনের এক ব্যাডমিন্টন র্যাকেট হাতে কোর্টে নেমে পড়লেন তিনি। আর সেই ভিডিওই সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে হলুদ রঙের শাড়ি পরা নেত্রীকে। ডাবলস খেলছেন সুপ্রিয়া। তাঁর পার্টনারের পরনে অবশ্য টিশার্ট আর প্যান্ট। কিন্তু শাড়ি পরেও পিছিয়ে নেই এই এনসিপি নেত্রী। বরং রীতিমতো দৌড়ঝাঁপ করেই প্রতিপক্ষকে জবাব দিচ্ছেন তিনি।
আরও শুনুন: সমুদ্রসৈকতে বিকিনিসুন্দরীদের ভিড়ে শাড়ি পরে ঘুরছেন ভারতীয় মহিলা, প্রশংসা নেটিজেনদের
কিছুদিন আগেই কলকাতায় শাড়ি পরে ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। যেখানে শাড়ি পরেই দৌড়ে অংশ নিয়েছিলেন অনেক মহিলা। শাড়ি পরে শরীরচর্চা করা যায় না, প্রচলিত এই ধারণা বদলে দিতেই ওই ম্যারাথনে দৌড়েছিলেন তাঁরা। আবার সম্প্রতিই ইংল্যান্ডের বাসিন্দা এক ভারতীয় নারী শাড়ি পরে ম্যারাথনে দৌড়েছেন। মধুস্মিতা জেনা নামের ওই মহিলা জানিয়েছিলেন, তিনি যে পোশাকে স্বচ্ছন্দ, তাতেই দৌড়তে অভ্যস্ত। এবার সেই ছকভাঙার তালিকাতেই নাম লেখালেন সুপ্রিয়া সুলে-ও।