জাতীয় পতাকা দেশের আত্মার প্রতীক। দেশের মাটিতে তো বটেই, ভিনদেশেও যেখানে যখনই জাতীয় পতাকা উত্তোলিত হয়, যে কোনও ভারতবাসীই গর্ব অনুভব করেন। আর সেই তেরঙার যদি দেখা মেলে প্রকৃতির মধ্যে, তবে তা নিঃসন্দেহে অন্যরকম প্রাপ্তি। সম্প্রতি তেমনই এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের কথা তুলে ধরা হয়েছিল অমৃত মহোৎসব-এর টুইটার হ্যান্ডেলে। কোথায় ফুটে উঠেছিল এই বিচিত্র শোভা? আসুন শুনে নেওয়া যাক।
পাহাড়ের কোলে সূর্যোদয় বা সমুদ্রের পারে সূর্যাস্ত – প্রাকৃতিক দৃশ্যে এমনই রঙের কোলাজ, দেখে মনে হয়, অলক্ষ্যে বসে যেন কোনও শিল্পী তাঁর ক্যানভাসে ফুটিয়ে তুলছেন অপূর্ব সব চিত্র। আমরা খেয়াল করি বা না-করি, প্রকৃতি আমাদের জন্যই সাজিয়ে রাখে বহুবর্ণিল দৃশ্যের ক্যালাইডোস্কোপ। ছোট্ট নাম না-জানা একটা ফুল থেকে শুরু করে ধূসর বর্ণের পাহাড়- রঙের উদ্ভাসে প্রকৃতি অকৃপণ। শুধু একটা দিনের কথা ভাবলেই এই রঙের খেলা বেশ টের পাওয়া যায়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত – খেয়াল করলে দেখা যায়, একটা গোটা দিনের রং যেন ক্রমাগত বদলে বদলে যায়। সেই রং বদলের সঙ্গে সঙ্গতি রেখেই পালটে যায় চারপাশের শোভাও। এক একটা মুহূর্তে এমন এমন দৃশ্যের অবতারণা হয়, যা শুধু মানুষকে মোহিত-ই করে না, বিস্মিতও করে বটে।
আরও শুনুন: বয়সের বাধা পেরিয়ে ‘ইউনিফর্ম’ পরে নিয়মিত স্কুলে হাজিরা, নজির বৃদ্ধাদের
ঠিক সেরকমই রঙের খেলায় প্রকৃতির বুকে ফুটে উঠল ভারতের জাতীয় পতাকা। আসলে এ এক সূর্যোদয়ের মুহূর্ত। সমুদ্রের পারে এই সূর্যোদয়ের শোভাতেই ধরা পড়ল দেশের তেরঙা। দিগন্তবিস্তৃত সমুদ্রের জলরাশির উপরে এসে পড়েছে দিনের প্রথম আলো। গেরুয়া রঙের আভায় তাই ছেয়ে গিয়েছে প্রকৃতির একটা অংশ। এদিকে সমুদ্রের ঢেউয়ের ফেনায় সাদা রঙের উৎসব। আর একেবারে শেষে সমুদ্রপারের শৈবালদাম ছড়িয়ে দিয়েছে সবুজ আভা। সব মিলিয়ে যেন তৈরি হয়েছে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। সম্প্রতি এই দৃশ্যটির কথা উল্লেখও করা হয়েছে অমৃত মহোৎসব-এর টুইটার হ্যান্ডেলে। দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে চলছে ‘আজাদি কি অমৃত মহোৎসব’। দেশের ইতিহাস, সাফল্য, অর্জন, সংস্কৃতির নানা দিক তুলে ধরতেই এই অমৃত মহোৎসবের আয়োজন করেছে ভারত সরকার। সেখানেই এই দৃশ্যটির জায়গা করে নেওয়া বেশ তাৎপর্যপূর্ণ। প্রকৃতিতে ফুটে ওঠা এই তেরঙা মুহূর্তের বর্ণনায় বলা হয়েছে, ‘প্রকৃতির বুকে জেগে ওঠা তেরঙা, আমাদের গর্ব’। জাতীয় পতাকার মাহাত্ম্যই যে এমনই। যেখানে যেভাবেই তার দেখা মিলুক, ভারতবাসী গর্ব অনুভব করবেনই। আর প্রকৃতি যখন নিজের খেয়ালেই তা ফুটিয়ে তোলে, তখন তা নৈসর্গিক বটেই। তাই এই বিরল প্রাকৃতিক দৃশ্যটিও শামিল হয়েছে অমৃত মহোৎসবের উদযাপনে।
আরও শুনুন: ৬৫০০ কিমি পাড়ি দিয়ে মক্কায় অ্যাডাম মহম্মদ, পথ-পরিক্রমায় দিলেন সমন্বয়ের বার্তা
তবে এই দৃশ্যটির জন্ম ভারতের ভূমিতে নয়। জানা গিয়েছে, অস্ট্রেলিয়াতেই দেখা গিয়েছিল প্রকৃতির এই বিচিত্র রঙের খেলা। তবে মানচিত্রের বিচারে যে দেশ-ই হোক না, প্রকৃতির খেয়ালে যেখানেই তেরঙার আভাস, তা ভারতবাসীর জন্য আনন্দের-ই। অমৃত মহোৎসবের উদযাপনে দৃশ্যটির অন্তর্ভুক্তি, যেন সে কথাই জানিয়ে দেয়।