বড়সড় বেতনের চাকরি মানেই বড় কাজের দায়িত্ব। কিন্তু এমনটাও কি শুনেছেন, যে, চাকরি করতে গিয়ে শুয়েবসে থাকা যায়? মানে শুয়ে থাকাটাই সেখানে কাজ? আজ্ঞে হ্যাঁ, এমনই চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে এক নামীদামি সংস্থা। বেতনও নেহাত কম নয়। আসুন, শুনে নেওয়া যাক।
কাজ করতে ভাল লাগুক আর না লাগুক, টাকাপয়সা পেতে কার না ভাল লাগে! তা ছাড়া খেয়েপরে বাঁচতে গেলে কাজকর্ম না করে আর উপায় কী! কিন্তু বেশি বেতন পেতে গেলেই যে খুব বড়সড় কোনও চাকরি করতে হবে, এমনটা কিন্তু সসবসময় সত্যি নাও হতে পারে। তেমনই এক চাকরির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্বের এই নামী সংস্থাটি। যেখানে স্রেফ শুয়ে থেকেই মিলতে পারে মোটা মাইনে! অবাক লাগছে? কাজের জায়গায় ছুটোছুটি করে কাজ করাটাই তো দস্তুর। ডেস্ক জব হলেও সারাদিন পিঠ টান করে কম্পিউটারের সামনে বসে থাকা, কিংবা ফাইলে মুখ ডুবিয়ে থাকা, লেখাপত্তর, এসবই চলতে থাকে। সেখানে ঘুমোলে কেন, শুয়ে পড়লেও আপনার শখের চাকরিটি নট হয়ে যেতে পারে মুহূর্তেই। কিন্তু এই চাকরিতে শুয়ে থাকাটাই হল গিয়ে কাজ। তবেই না আপনাকে নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাতে পারবেন গণ্যমান্য বিজ্ঞানীরা। সেই কারণে কর্মী চেয়ে বিজ্ঞাপন দিয়েছে এই সংস্থা।
আরও শুনুন: দারিদ্র্যকে ড্রিবল করে ডাকনামেই জগৎ মাতালেন পেলে
হ্যাঁ, আসলে এই চাকরির শর্ত এটিই। এমন কর্মী চাই, যাঁকে বিছানায় শুয়ে থাকতে হবে। এক দুদিনের জন্য নয়, টানা ২ মাস ধরে। তার জন্য মিলবে আকাশছোঁয়া বেতন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় এক লক্ষ ৫৩ হাজার টাকা। আর কেবল বেতন নয়, সংস্থার নামটিও যে চোখধাঁধানো। খোদ মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফ থেকেই দেওয়া হয়েছে এমন চমকে দেওয়া প্রস্তাব।
আরও শুনুন: যেন কুম্ভকর্ণ! দিনের অনেকটা সময় কাটছে ঘুমিয়েই… এই রোগে আক্রান্ত হননি তো?
কিন্তু যে সংস্থায় কাজ করার জন্য বিশ্বের সেরা গবেষকরা মুখিয়ে থাকেন, সেখানে এমন কাজের প্রস্তাব? আসলে নাসা এবং ইউরোপিয়ান স্পেস সায়েন্স এজেন্সি বা ইএসএ, দুই সংস্থা মিলেই আপাতত জার্মান এরোস্পেস সেন্টারে একটি গবেষণা চালাচ্ছে। যার নাম আর্টিফিশিয়াল গ্র্যাভিটি বেড রেস্ট স্টাডি। বিজ্ঞানের ইতিহাসে এই প্রথমবার কৃত্রিম মাধ্যাকর্ষণ নিয়ে গবেষণা শুরু হয়েছে। আর সেই গবেষণার জন্যই প্রয়োজন স্বেচ্ছাসেবকের। তাই ১২ জন পুরুষ এবং ১২ জন মহিলা, মোট ২৪ জন স্বেচ্ছাসেবকের খোঁজ করছে এই বিশ্ববিখ্যাত বিজ্ঞান সংস্থা। যাদের বয়স হতে হবে ২৪ থেকে ৫৫ বছরের মধ্যে। কেবল জার্মান ভাষায় কথোপকথন চালাতে পারলেই মিলতে পারে এই চাকরির সুযোগ, এমনটাই জানিয়েছে নাসা।