ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সঙ্গীকে উপহার দেওয়া নতুন কিছু নয়। কিন্তু প্রাক্তনকে ভুলে গেলে কি চলে? আর পুরনো প্রেমের জন্যই নয়া উপহারের হদিশ দিচ্ছে এই চিড়িয়াখানা। আসুন, শুনে নেওয়া যাক।
জীবনে কি এমন কেউ আছে, যার স্মৃতি পোকার মতোই কুটকুট করে? তাহলে তাদের আবেগে ভেসে যাওয়ার একটা সুযোগ দিন। আসুন, সেই মানুষটির সম্মানে এবারের ভ্যালেন্টাইনস ডে-তে বিশেষ কিছু করে ফেলুন বরং। -এমনই অভিনব বিজ্ঞপ্তি দিয়েছে এক চিড়িয়াখানা। কী সেই বিশেষ কাজ? তাও বলে দিয়েছেন চিড়িয়াখানার কর্তৃপক্ষ। যার স্মৃতি পোকার মতো সূক্ষ্ম কামড় দিয়ে চলেছে এখনও, সেই বিশেষ মানুষটির নামেই একটি পোকার নামকরণ করার সুযোগ দিচ্ছেন তাঁরা। হ্যাঁ, চাইলে আপনার প্রাক্তনের নামেই একটি আরশোলার নাম রাখতে পারবেন আপনি, বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে চিড়িয়াখানা।
কোথায় মিলবে এমন সুযোগ?
আরও শুনুন: বেজায় যানজটে আটকে, লগ্ন না বয়ে যায়! মেট্রো চেপেই ছাদনাতলায় কনে
জানা গিয়েছে, কানাডার একটি চিড়িয়াখানা ভ্যালেন্টাইনস ডে-র আগেভাগেই এমন ঘোষণা করেছে। টরন্টো জু ওয়াইল্ডলাইফ কনজার্ভেন্সি-র তরফে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে ওই বিজ্ঞপ্তি। কীভাবে আপনি প্রাক্তন সঙ্গী কিংবা অন্য কোনও বিরক্তিকর ব্যক্তির নামে ওই চিড়িয়াখানার একটি আরশোলার নামকরণ করতে পারেন, সে কথাও নিজেদের ওয়েবসাইটে বিস্তারিত ভাবে জানিয়েছে চিড়িয়াখানাটি। সংস্থার ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট জায়গায় ডোনেশন দেওয়ার সুযোগ রয়েছে। তারপরই খুলে যাবে নাম নথিভুক্তকরণের জায়গা। না না, নিজের নাম নয়, সেখানে জানিয়ে দিতে হবে ওই বিরক্তিকর মানুষটির নাম। আর তাহলেই কাজ শেষ। সেই মানুষটির নামেই নিজেদের সংগ্রহে থাকা একটি আরশোলার নামকরণ সেরে ফেলবেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আর নামকরণের শংসাপত্র পৌঁছে যাবে আপনার কাছে। ই-মেল করেই হোক, বা হাতে হাতে, উদ্দিষ্ট মানুষটির কাছে ওই সার্টিফিকেট পৌঁছে দেওয়া তো আপনার বাঁয়ে হাত কা খেল!
আরও শুনুন: ভাল হাওয়ার দাম ২৫০০! পর্যটকদের হাওয়া বিক্রি করেই ব্যবসা জমালেন ব্যক্তি
কেবল প্রাক্তন সঙ্গী কেন, কোনও আত্মীয়, বন্ধু, অফিসের বস, এমন কতই না বিরক্তিকর লোকজন আমাদের আশেপাশে ছড়িয়ে থাকে। তাদের কাজকর্মে কিংবা কথাবার্তায় যতই রাগ ধরুক, সবসময় তা প্রকাশ করা যায় না। কিন্তু সেই অসন্তুষ্টি মনের মধ্যে বাসা বেঁধে পোকার মতোই সূক্ষ্মভাবে বিরক্ত করে চলে। এবার সেইসব বিরক্তির সপাট জবাব দেওয়ার পথ খুলে দিল চিড়িয়াখানাটির এই নয়া প্রকল্প।