একটিও সুতো নেই সারা শরীরে। মধ্যরাতে একা একাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এমনকি বাড়ি বাড়ি গিয়ে কলিং বেল বাজিয়ে চলেছেন সেই রহস্যময়ী মহিলা। কী ঘটছে তারপর? শুনে নেওয়া যাক।
রাত হলেই এলাকার প্রত্যেক বাড়িতে বেজে উঠছে কলিং বেল। বাজাচ্ছেন এক মহিলা। অজ্ঞাতপরিচয় সেই মহিলার সারা শরীরে একটিও সুতো নেই। সম্পূর্ণ নগ্ন অবস্থাতেই এলাকা জুড়ে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন তিনি, তাও আবার মধ্যরাতে। ঠিক কী চান তিনি? কী-ই বা রহস্য রয়েছে এই ঘটনার নেপথ্যে?
আরও শুনুন: ‘ধর্ম দিয়ে সিনেমার বিচার করে না দর্শক’, ‘পাঠান’ ইস্যুতে কঙ্গনা রানাউতকে বিঁধলেন অনুপম খের
স্বাভাবিকভাবেই এমন কাণ্ডের জেরে রাতের ঘুম উড়েছিল ওই এলাকার বাসিন্দাদের। কিন্তু শেষ পর্যন্ত এই রহস্যের জবাব মেলে পুলিশের হস্তক্ষেপেই। জানা গিয়েছে, প্রায় প্রতি রাতেই এমন অদ্ভুত কাণ্ডের সাক্ষী থাকছিলেন উত্তরপ্রদেশের রামপুর এলাকার বাসিন্দারা। প্রথমদিকে মাঝরাতে কীভাবে এই কলিং বেজে উঠছে তা বুঝতেও পারেননি এলাকাবাসী। অগত্যা পুলিশের দ্বারস্থ হন তাঁরা। পুলিশকর্মীরা এসে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। আর তাতেই রহস্যের পর্দা ফাঁস হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় থাকা ক্যামেরায় নাকি এক মহিলাকে রাতের বেলা এমন কাজ করতে দেখা গিয়েছে। যার শরীরে একটি সুতোও নেই। সম্পূর্ণ নগ্ন হয়েই তিনি রাতের রাস্তায় ঘুরে ঘুরে কলিং বেল বাজাচ্ছেন। আর এমন কাজ করার পরই তড়িঘড়ি সেখান থেকে চম্পট দিচ্ছেন তিনি। সেই ঘটনার ভিডিও ছড়িয়েও পড়ে নেটদুনিয়ায়।
আরও শুনুন: নাবালিকা বিয়ের ধুম! বাল্যবিবাহ আইন ভেঙে অসমে গ্রেপ্তার ১৮০০ জন
ক্যামেরায় অজ্ঞাতপরিচয় ওই মহিলাকে দেখার পরই তাঁর খোঁজ শুরু করে পুলিশ। আর তাতে যে তথ্য উঠে এসেছে, তাকে মর্মান্তিক বললেও বেশি বলা হয় না। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই মহিলা মানসিক ভাবে অসুস্থ। তাই মনের খেয়ালে মাঝরাতে এমন কাজ করে বেড়াচ্ছেন তিনি। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেই এই তথ্য জানতে পারেন তদন্তকারীরা। ওই অসুস্থ মানুষটির প্রতি পরিবারের সদস্যদের যে কোনোরকম খেয়াল নেই, তা আর বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই তিনি পোশাকআশাক ছাড়া কীভাবে কোথায় ঘুরে বেড়াচ্ছেন, তার খোঁজ রাখেননি কেউ। অন্যদিকে এই মহিলাকে ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই এই ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা না জেনে নিজের মতো করে গুজব রটাতে শুরু করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে যেন কোনও ভুয়ো খবর রটিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি না করা হয়, সকলের কাছেই সেই অনুরোধ জানানো হয়েছে পুলিশের তরফে।