পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম। সেখানেই সূর্যের আলো প্রথম এসে পড়ে। ভারতের প্রথম সূর্যোদয় হয় কোথায়? ভিডিও পোস্ট করে তারই হদিশ দিলেন বিজেপি মন্ত্রী। আসুন শুনে নিই।
মনের অসুখ ঠিক করতে পাহাড়ের চেয়ে ভালো ওষুধ হয় না। একথা একবাক্যে মেনে নেবেন অনেকেই। আর সেই পাহাড়ের কোলে সূর্যের আলো এসে পড়লে, সে দৃশ্য হয় নৈসর্গিক। প্রতি বছর সমতলের মানুষ পাহাড়ে ছুটে যান সেই দৃশ্যের সাক্ষী থাকতে। সম্প্রতি এমনই এক পাহাড়ের ভিডিও নতুন তথ্যের হদিশ দিচ্ছে। জানা গিয়েছে ভিডিওতে দেখতে পাওয়া জায়গাটি ভারতেরই। সারা দেশের মধ্যে এখানেই সূর্যের আলো প্রথমে এসে পড়ে।
আরও শুনুন: বিমান সফরের ১৩ ঘণ্টা ধরেই বাতকর্ম সহযাত্রীর, ভাড়া ফেরতের দাবি অতিষ্ঠ দম্পতির
ভিডিওটি পোস্ট করেছেন নাগাল্যান্ডের পর্যটন মন্ত্রী। বিজেপি শাসিত ওই রাজ্যের পর্যটন বিভাগের দায়িত্ব সামলান তেমজেন ইমনা অ্যালং। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই তাঁর নাম শোনা যায়। বিভিন্ন কারণে তিনি নেটদুনিয়ায় বেশ জনপ্রিয়। তবে সম্প্রতি অন্য এক কারণে চর্চায় উঠে এসেছেন তেমজেন। একটি ভিডিও পোস্ট করে তাঁর দাবি, দেশের মধ্যে এখানেই প্রথম সূর্যের আলো এসে পড়ে। সবুজ সবুজে ঘেরা সেই ভিডিও দেখলে যে কারও মন শান্ত হতে বাধ্য। ভিডিওর শুরুতেই দেখা যাবে, পাহাড়ি এক রাস্তা দিয়ে গাড়ি চলছে। আর চারপাশে শুধু সবুজ বন। কিছুক্ষণের মধ্যেই সেই দৃশ্য বদলে সামনে ফুটে উঠবে পাহাড়। যেখানে মেঘ খেলা করছে। গোটা ভিডিও জুড়েই ইংরাজিতে কিছু লেখা ফুটে উঠছে। যার মানে করলে দাঁড়ায়, দেশের মধ্যে এখানেই প্রথম সূর্যের আলো এসে পড়ে।
কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাটা ঠিক কোথায়?
আরও শুনুন: গোপনে পর্ন দেখা অপরাধ নয়, অভিযুক্তের বিরুদ্ধে মামলা খারিজ করে মত আদালতের
অনেকেই হয়তো ভাববেন এই দৃশ্য নাগাল্যান্ডের। উত্তর-পূর্বের এই রাজ্যেরও প্রাকৃতিক সৌন্দর্য্য নেহাতই কম নয়। তার ওপর ভিডিওটা পোস্ট করেছেন নাগাল্যান্ডের মন্ত্রী। কিন্তু আসলে ওই জায়গা নাগাল্যান্ডের নয়। ঠিক তার পাশের রাজ্য অরুণাচল প্রদেশের। ভিডিয়োটি সেখানকার এক পাহাড়ে ঘেরা উপত্যকার। যার নাম ডং উপত্যকা। তেমজেন-এর দাবি অনুযায়ী এখানেই দেশের মধ্যে সর্বপ্রথম সূর্যের আলো এসে পড়ে। বিশ্বাস না হলে যে কেউ গুগল করে দেখতে পারেন, ভিডিওর ক্যাপশনে এমনটাও জানিয়েছেন তামচেন। জানা গিয়েছে, ওই ভিডিওটি ভোরবেলার। তবে সেখানে সূর্য ওঠার কোনও দৃশ্য নেই। কিন্তু তাতে কি! সবুজ আর মেঘ মেশানো ওই ভিডিও অনেকেই বেশ উৎসাহ নিয়ে দেখেছেন। ভিডিওটি শেয়ারও হয়েছে যথেষ্টই। বলা ভালো, অনেকে আবার এই ডং উপত্যকায় ঘুরতে যাওয়ার প্ল্যানও করে ফেলেছেন ইতিমধ্যেই। সব মিলিয়ে এই ভিডিও ঘিরে রীতিমতো হইচই পড়েছে নেট দুনিয়ায়।
Google Kar Ke to Dekho 🤨 pic.twitter.com/FJYzzK9jYC
— Temjen Imna Along (@AlongImna) September 13, 2023