ভুলে আমরা কমবেশি সকলেই যাই। কখনও কখনও সেই ব্যাপারটি ক্লিনিক্যাল পর্যায়ে চলে যায় বটে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভুলে যাওয়াটা তেমন বড় কোনও ব্যাপার নয়। জিনিসপত্র রেখে ভুলে যান, চশমা মাথায় রেখে সারা বাড়ি হন্যে হয়ে চশমা খুঁজে বেড়ান, এমন অজস্র মানুষ দিয়েই ঘেরা আমাদের শহর। তবে সবচেয়ে ভুলোমনা কোন শহরের বাসিন্দারা, জানেন? আসুন, শুনে নেওয়া যাক।
আমাদের মস্তিষ্কে স্মৃতিধারণের জায়গা সীমিত। তাই সব জিনিস তাতে ধরানো বেশ মুশকিল। তার মধ্যেই কারও কারও স্মৃতিশক্তি বেশ মজবুত। খুঁটিনাটি সব কথাই মনে রাখতে পারেন তাঁরা। কেউ কেউ আবার এসব ব্যাপারে বেশ পিছিয়ে। ছোটখাটো রোজের জিনিস ভুলে যাওয়ার জন্য বাড়ি থেকে শুরু করে কর্মক্ষেত্র, বহু জায়গাতেই প্রায়শই বেশ সমস্যায় পড়তে হয় তাঁদের। তা এমন ভুলো মানুষেই তো শহর ভরা। তবে কোনও কোনও শহরে আবার এমন ভুলোমনা মানুষের সংখ্যা বেশ বেশি। আর তার নিরিখেই ভুলো শহরের খেতাব জিতে নিয়েছে ভারতবর্ষেরই এই অন্যতম মেট্রোসিটি।
আরও শুনুন: এমন কুকুরও হয়! নিজের রক্ত দিয়ে ৬৪ ‘বন্ধু’র প্রাণ বাঁচাল তিন-পেয়ে সারমেয়
সে শহর মায়ানগরী বলেই বেশি পরিচিত। তা মায়ার শহরের বাসিন্দারা যে একটু বেশিই ভুলবেন, তাতে আর আশ্চর্য কী! সম্প্রতি উবেরের একটি রিপোর্টে ধরা পড়েছে এমনই তথ্য। গাড়ি থেকে নামার সময় ব্যাগ বা ছাতাটি কখন আনমনে ফেলে নেমে এসেছেন, এমন কাণ্ড বোধহয় সকলের সঙ্গেই একবার না একবার ঘটেছে। তবে মুম্বইয়ের বাসিন্দারা এমন ভুল সবচেয়ে বেশি করেন। অন্তত তেমনটাই জানাচ্ছে উবেরের ২০২২ সালের রিপোর্ট। তারা জানিয়েছে, যাত্রা শেষ করার পরে গাড়িতে সবচেয়ে বেশি নিজেদের জিনিসপত্র ফেলে নেমে গিয়েছেন এই শহরের বাসিন্দারাই। তবে ওই ক্যাব সংস্থাটি হারানো জিনিস ফেরানোর জন্য সহজ ব্যবস্থা করেছেন। খুব সহজেই উবের সংস্থাকে জানিয়ে নিজের জিনিস ফেরত নিতে পারবেন ভুলোমনা যাত্রীরা।
আরও শুনুন: মুখে ফুটল হাসি, মা-হারা বন্ধুর জন্মদিনে উপহারের ঝুলি সাজিয়ে দিল সহপাঠীরাই
উবেরের ওই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে ভুলোমনা শহর মুম্বই। গত এক বছরে কী কী জিনিস সবচেয়ে বেশি পরিমাণে গাড়িতে ফেলে এসেছেন যাত্রীরা, তা-ও জানিয়েছে উবের। তার মধ্যে রয়েছে ফোন, হেডফোন বা স্পিকার, ওয়ালেট বা ব্যাগ। তবে মুদির দোকান থেকে কেনা জিনিস, জলের বোতল এবং ফোন চার্জার ফেলে যাওয়া মানুষও কম নেই। এখানেই শেষ নয়, কোনদিন ঠিক কোন সময়ে কোন কোন জিনিস সবচেয়ে বেশি ভোলেন মানুষ, তারও একটা তালিকা বের করেছে ক্যাব সংস্থাটি। তারা জানাচ্ছে, শনিবারের বারবেলাতে জামাকাপড় হারানোর সংখ্যা বেশি। বুধবারে আবার ল্যাপটপ ফেলে গিয়েছেন অনেকেই। দুপুর ১টা, ২টো, এবং ৩টে- এই তিন প্রহরকেই মানুষের ভোলার আদর্শ সময় বলেও চিহ্নিত করা হয়েছে ওই রিপোর্টে।
আর ভুলো শহরের ভুলোমনা বাসিন্দারা যাতে নিজের জিনিস হারিয়ে মনোঃকষ্টে না ভোগেন, তার জন্যও রয়েছে ব্যবস্থা। কারণ সহজেই ফেলে আসা জিনিস নিরাপদে ফিরিয়ে দিতে তারা তৎপর বলেই জানিয়েছে ওই ক্যাবসংস্থা। মুম্বইয়ের পরেই ভুলোশহরের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি এবং লখনউ। সেখানকার বাসিন্দারাও গাড়িতে জিনিসপত্র বেমালুম ভুলে নেমে যান বলেই জানিয়েছে ওই বেসরকারি ক্যাব সংস্থাটি।