যে কোনও সমস্যার সমাধান খুঁজে দেওয়ায় গুগলের জুড়ি মেলা ভার। বই খুঁজে উত্তর বোঝার বালাই নেই। স্রেফ টাইপ করলেই হল। একটা-দুটো নয়, একাধিক ব্যাখ্যা ফুটে উঠবে ফোনের স্ক্রিনে। এই গুগলের কাছেই যৌনতা নিয়ে অদ্ভুত সব জীজ্ঞাস্য রেখেছেন সাধারণ মানুষ। যৌনতার ঠিক কোন কোন বিষয়ে সবথেকে বেশি সার্চ হয়েছে গুগলে? আসুন শুনে নিই।
যৌনতা বিষয়ে খোলাখুলি কথা বলতে অনেকেই পছন্দ করেন না। ভারতের মতো দেশে তো নয়ই। অনেকেরই এ বিষয়ে যথেষ্ট ছুঁতমার্গ রয়েছে। তবে যৌনতা নিয়ে সকলের কৌতুহলও নেহাতই কম নয়। এদিকে সে ব্যাপারে কাউকে প্রশ্ন করতেও লজ্জা। অগত্যা, ভরসা গুগল। যৌনতা বিষয়ে যাবতীয় জীজ্ঞাস্য মেটাতে গুগলের দ্বারস্থ হন বেশিরভাগ মানুষ। আর সেখানেই ধরা পড়েছে অদ্ভুত কিছু প্রশ্ন।
যৌনতা বিষয়ে সবথেকে বেশি যা জানতে চাওয়া হয়, তা হল সঙ্গী কতটা তৃপ্ত হয়েছেন সে বিষয়টি। কী লক্ষণ দেখলে বোঝা যাবে, সঙ্গী আদৌ তৃপ্ত হয়েছেন কি না, তা অনেকেই গুগলের কাছে জানতে চান। এমনকি আর কী করলে সঙ্গীকে চরম সুখ দেওয়া সম্ভব, সে প্রশ্নেরও উত্তর খোঁজেন অনেকেই। এক্ষেত্রে মহিলাদের তুলনায় পুরুষদের আগ্রহ বেশি। তাই মেয়েদের যৌনইচ্ছা কোন কোন উপায়ে বাড়ানো যায় তা গুগলে সার্চ করেন অনেক পুরুষ। আবার অনেকেই যৌনতা নিয়ে স্বপ্ন দেখেন। সঙ্গিনী থাকা সত্ত্বেও অন্য কারও সঙ্গে সঙ্গম করছেন এই ধরনের স্বপ্ন প্রায়শই ঘুমের মধ্যে ভেসে ওঠে অনেকের চোখে। ঘন ঘন এমন স্বপ্ন দেখা কি ভাল? না কি এ কোনও রোগের ইঙ্গিত? ভুক্তভোগীরা হামেশাই এই প্রশ্ন জানতে চান গুগলের কাছে। এরপরই যে বিষয়ে সবথেকে বেশি আগ্রহ, তা যৌনরোগ। অনেকেই যৌনরোগ সংক্রান্ত বিষয় যতটা পারেন চেপে রাখার চেষ্টা করেন। কিন্তু সমস্যা হলে কতদিনই বা চুপ করে থাকা সম্ভব! তাই ভরসা সেই গুগল। যৌনসংক্রমণ হলে কী ভাবে তা নিরাময় সম্ভব, প্রায়শই এই ধরনের প্রশ্ন গুগলের কাছে করেন অনেকেই।
অধিকাংশ পুরুষেরই যৌনাঙ্গের মাপ নিয়ে কৌতুহল রয়েছে। ঠিক কতটা দৈর্ঘ্যের পুরুষাঙ্গ হওয়া উচিত সেই প্রশ্ন তাঁরা গুগলের কাছে রাখেন। কিন্তু পুরুষাঙ্গ যদি নির্দিষ্ট মাপের থেকে কম হয়, তাহলে কীভাবে তা বাড়ানো সম্ভব সে উপায় খুঁজতেও গুগলের কাছেই ছোটেন তাঁরা। বলা বাহুল্য, সব ক্ষেত্রেই উত্তর মেলে গুগলে। কিন্তু সেই উত্তর সকলের জন্যই এক। তাই শরীরের গঠন বা অবস্থা না ভেবে কেউ যদি ওই একই পন্থা ব্যবহার করে যৌনরোগ সারাতে শুরু করেন বা যৌনাঙ্গবর্ধক কিছু ব্যবহার করতে শুরু করেন, তাহলে অনেক ক্ষেত্রেই হিতে বিপরীত হতে পারে। তালিকা এখানেই শেষ নয়। যৌনসংগমের মতোই সন্তানধারণের বিষয় নিয়েও একাধিক কৌতুহল রয়েছে অনেকেরই। এ প্রসঙ্গে গর্ভনিরোধক ছাড়া মিলনের পর কী ভাবে সন্তানধারণের সম্ভাবনা এড়ানো যায়, এই বিষয়টির সবচেয়ে বেশি খোঁজ চলে গুগলে। একইসঙ্গে কোন গর্ভনিরোধক ভালো, কিংবা নিরোধ ব্যবহার করার পদ্ধতিও গুগল সার্চ করেন অনেকেই। সবশেষে রয়েছে কত বার মিলন করলে সুখের হবে যৌনজীবন, এই প্রশ্ন। সমীক্ষায় দেখা গিয়েছে, এই ধরনের প্রশ্ন ঘুরিয়েফিরিয়ে সবথেকে বেশি বার জীজ্ঞাসা করেছেন অনেকেই।