নতুন বছর শুরু হয়েছে মাত্র সপ্তাহ দুয়েক। এরই মধ্যে চাকরি হারিয়েছেন ৭৫০০ জন। বলাই বাহুল্য, তাঁদের জন্য নতুন বছরের শুরুটা আর যাই হোক ‘হ্যাপি’ নয়। কর্মী ছাঁটাইয়ের তালিকায় কোন সংস্থার নাম উপরের দিকে? আসুন শুনে নিই।
বিগত বছরে আইটি সংস্থায় কর্মী ছাটাইয়ের বহর দেখে চোখ কপালে উঠেছিল অনেকেরই। নতুন বছরেও কি সেই ধারা একইভাবে অব্যাহত থাকবে? বছর পড়তে না পড়তেই আবারও এই প্রশ্ন করতে বাধ্য হচ্ছেন অনেকেই। কারণ, নতুন বছরের মাত্র দু-সপ্তাহের মধ্যেই চাকরি হারিয়েছেন ৭৫০০ হাজার কর্মী।
আরও শুনুন: Audio Blog: অফিসের কাজে নিষ্ঠাবান হয়েও ছাঁটাই! ক্রমশ কি উভমুখী সংকটে চাকরিজীবীরা?
শুনতে অবাক লাগলেও সত্যি। বছরের শুরুতেই পুরনো কর্মীদের ছাঁটাই অভিযান শুরু করেছে দেশ বিদেশের ৪৬ টি সংস্থা। বেশিরভাগই আইটি সংস্থা। তবে এর মধ্যে কিছু স্টার্ট-আপ সংস্থাও রয়েছে। বলাই বাহুল্য, শুধুমাত্র টেকজায়ান্টগুলিই যে কর্মী ছাঁটায়ের পথে হাঁটছে, একথা মিথ্যে প্রমাণ করেছে এই স্টার্ট সংস্থাগুলি। হিসাব বলছে, এখনও পর্যন্ত মোট ৭৫২৮ জন আইটি কর্মী চাকরি হারিয়েছেন। তার মধ্যে স্রেফ গেমিং সেক্টার থেকেই রয়েছেন ১৮০০ কর্মী। আজকের দিনে দাঁড়িয়ে অনলাইন গেমিং-এর রমরমা বিশ্বব্যাপী। অথচ কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে তাদের নামই উপরের সারিতে। স্টার্টআপ সংস্থা ফ্রন্টডেস্ক, মাত্র ২ মিনিটের ভিডিও কলে ছাঁটাই করেছে ২০০ জন কর্মীকে। এঁদের কেউই আগে থেকে চাকরি হারানোর তেমন আভাস পাননি। চাকরি হারিয়েছেন গুগলের কর্মীরাও। সেখানে আবার সাধারণ কর্মী নয়, চাকরি খুইয়েছেন অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ররা।
আরও শুনুন: ছেড়েছেন দামি চাকরি, শিঙাড়া বিক্রি করেই দিনে ১২ লক্ষ টাকা আয় দম্পতির
গত দু-বছরে গোটা বিশ্বে চাকরি খুইয়েছেন মোট ৪২৫০০০ জন। সংখ্যাটা নেহাতই কম নয়। এর মধ্যে স্রেফ ভারতে ছাঁটাই হয়েছে ৩৬ হাজার কর্মী। মূলত আইটি সংস্থাগুলিতেই সবথেকে বেশি লক্ষ করা গিয়েছিল এই প্রবণতা। যার কারণ হিসেবে সামনে এসেছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ যে কাজ যন্ত্র করে দিতে পারবে, তার জন্য মানুষের কি প্রয়োজন! এই নিয়ে তর্ক আলোচনা কম হয়নি। অনেকে এই দাবিও করেছিলেন, এক সময় প্রায় ৩০ কোটি মানুষ কাজ হারাবেন স্রেফ এই কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য। এসব শুনে অনেকে এই আলোচনাও শুরু করেছিলেন, কোন কোন কর্মক্ষেত্রে থাবা বসাতে ব্যর্থ হবে এআই। কিন্তু কোথায় কি! কর্মী ছাঁটাইয়ের ধারা কার্যত একই রয়েছে নতুন বছরেও। সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার কথা না উঠলেও, অনেকেই মনে করছেন বছরের শুরুতে ৭৫০০ জনের চাকরি কেড়েছে এআই। তাই ইতিমধ্যেই চাকরি নিয়ে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন অনেকেই। পুরনো বছরে যারা এআই-কে পাশ কাটিয়ে টিকে থাকতে পেরেছেন, তাঁদের কতজন এই বছরেও সেই ধারা বজায় রাখতে পারেন শুরু হয়েছে সেই চিন্তাই।