বাঘনখ, মারাঠা বীর শিবাজির নিজের অস্ত্র। যা দিয়ে আফজল খানকে হত্যা করেছিলেন তিনি, আর পা রেখেছিলেন স্বাধীন মারাঠা রাজ্য প্রতিষ্ঠার প্রথম ধাপে। কিন্তু সেই বাঘনখও এতদিন ভারতের নিজের অধিকারে ছিল না। দীর্ঘ সময় পেরিয়ে এবার তা ফিরতে চলেছে দেশে। আসুন, শুনে নেওয়া যাক।
দীর্ঘদিনের ব্রিটিশ শাসনে ভারত কেবল তার স্বাধীনতাই হারায়নি, হারিয়েছিল আরও প্রচুর সম্পদও। মহামূল্য কোহিনূর থেকে টিপু সুলতানের আংটি, রাজাবাদশাদের বহু ব্যক্তিগত জিনিস, এমন অনেক কিছুকেই তাই পরে লন্ডনের জাদুঘর কিংবা নিলামঘরে দেখা গিয়েছে। অর্থের দিক থেকে দামি হোক বা না হোক, ঐতিহাসিক নিরিখে এর প্রতিটি জিনিসই বহুমূল্য। যেমন শিবাজির বাঘনখ। ইতিহাস জানায়, প্রায় গোটা ভারত জুড়ে যখন মুসলিম শাসন চলছে, সেই সময়ে শিবাজি যে মহারাষ্ট্রে হিন্দু শাসন কায়েম রাখতে পেরেছিলেন, তার পিছনে এই বাঘনখ অস্ত্রটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মারাঠা বীরের সর্বক্ষণের সঙ্গী ছিল এই অস্ত্রটি। কিন্তু সেই বাঘনখও এতদিন ভারতের অধিকারে ছিল না। দীর্ঘদিন পরে ভারতকে এই ঐতিহাসিক নিদর্শনটি ফেরাতে রাজি হয়েছে লন্ডন, সম্প্রতি জানা গিয়েছে এ কথা।
আরও শুনুন: মুসলিম বা ব্রিটিশ আমলে নয়, হিন্দু রাজাদের সময়েই কি বেশি ধনী ছিল দেশ?
১৬৫৯ সালে বিজাপুরের সেনাপতি আফজল খাঁকে এই বাঘনখ দিয়েই হত্যা করেছিলেন শিবাজি। বিজাপুর তখনও মুসলিম রাজ্য, তাদের আগ্রাসনে ক্রমশ পিছু হটছিলেন শিবাজি। সেই সময়ে প্রতাপগড় দুর্গের কাছে সাক্ষাৎ করেন দুজনে। কথা ছিল, নিরস্ত্র থাকবেন দুজনেই, সঙ্গী থাকবে কেবল দুজন করে দেহরক্ষী। কিন্তু ধূর্ত আফজলকে বিশ্বাস না করে হাতে বাঘনখ পরেই ছিলেন শিবাজি, যা ঢাকা ছিল আলখাল্লার আড়ালে। শিবাজিকে আলিঙ্গন করার সুযোগে আফজল খাঁ যেই ছুরি দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পরপর বাঘনখের আঘাতে আফজলের পেট চিরে ফেলেন শিবাজি। এরপর আহত আফজলের মাথা কেটে ফেলেন শিবাজির বিশ্বস্ত সঙ্গী শম্ভাজি। আর এইভাবেই স্বরাজ্য স্থাপনের পথে এগিয়ে যান শিবাজি।
আরও শুনুন: হিন্দু রাজার জমিতেই গড়ে উঠেছিল তাজমহল, কীসের বিনিময়ে পেয়েছিলেন শাহজাহান?
সেই ঐতিহাসিক বাঘনখ এতদিন ছিল ব্রিটিশদের কাছেই। কিন্তু সব ঠিক থাকলে চলতি বছরেই তা ঘরে ফিরতে পারে। দেশের তরফে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামের সঙ্গে মউ চুক্তি সই করতে চলেছেন মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুধীর মুগান্তিওয়ার। বাঘনখের পাশাপাশি শিবাজির জগদম্বা তলোয়ারও ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত। আপাতত বাঘনখ ফেরত পাওয়াও দেশের ইতিহাসের পক্ষে বড়সড় পদক্ষেপ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।