সঙ্গী পুরুষটি যৌনতায় মেতে উঠছেন ঠিকই, তবে ঠিক কীসে যে সঙ্গিনী তৃপ্তি পাবেন, সে বিষয়টি তাঁর আয়ত্তের বাইরে। ফলে দীর্ঘ যৌনতার পরেও চূড়ান্ত তৃপ্তি অধরাই থেকে যাচ্ছে মহিলার। অথচ সে কথা সঙ্গীকে জানাতেও অস্বস্তি। কিন্তু কেন? শুনে নেওয়া যাক।
চূড়ান্ত তৃপ্তিতে না পৌঁছলে যৌনতার পুরো সুখ মিলল কোথায়! কিন্তু উদ্দাম যৌনতার পরেও অনেকসময় দেখা যায়, সেই চরম সুখ রয়েছে অধরাই। না, পুরুষ নয়, বলছি মহিলাদের কথা। কিন্তু অর্গাজমের স্বাদ না পেলেও, সঙ্গীকে সে কথা জানাতেও পারেন না তাঁদের অনেকেই।
আরও শুনুন: রাতভর মিলনেও তৃপ্তি অধরা! বিছানায় কোন শব্দ শুনলেই উত্তেজিত হবেন সঙ্গী?
অনেকেই ভাবেন, দীর্ঘক্ষণ যৌনতায় মাতলেই তৃপ্তি পাবেন মহিলারা। কিন্তু দীর্ঘ যৌনতার পরেও চূড়ান্ত তৃপ্তি অধরা থেকে যায় অনেক মহিলার কাছেই। এক সমীক্ষায় জানা গিয়েছিল, প্রতি পাঁচজনের মধ্যে এমন একজন মহিলার সন্ধান মেলে, যিনি কোনও দিনই অর্গাজমে পৌঁছতে পারেননি। হ্যাঁ, যৌনতায় মেতেছেন বটে। হয়তো উপভোগও করেছেন সেই মুহূর্ত। কিন্তু চূড়ান্ত সুখ ঠিক কেমন হয়, সেই অভিজ্ঞতা তাঁর অজানাই থেকে গিয়েছে। এইভাবে বহু মহিলাই অর্গ্যাজম না পেয়ে দিনের পর দিন কাটিয়ে দেন। তাঁদের কাছে যৌনতা ব্যাপারটাই তাই দিনে দিনে পানসে হয়ে ওঠে। সমীক্ষা জানাচ্ছে, যৌনতার মধ্যে দিয়ে রাগমোচনে পৌঁছনোর হার পুরুষের ক্ষেত্রে ৮৫ শতাংশ, যা নারীদের ক্ষেত্রে নেমে আসে ৪৬ শতাংশে। কিন্তু এখানেই যদি হস্তমৈথুনের হার বিচার করা হয়, দেখা যাবে, ৮৬ শতাংশ পুরুষের পাশাপাশি ৮৮ শতাংশ মহিলাও সম্পূর্ণ তৃপ্তি পাচ্ছেন। যদিও হস্তমৈথুনের মাধ্যমে তৃপ্তি মেলে ঠিকই, তবে পুরুষসঙ্গীর বিহনে সেই তৃপ্তি যেন খানিক খাপছাড়াই থেকে যায়।
আরও শুনুন: বিছানায় নয়, যৌনতা হোক অন্য কোথাও… যৌনজীবনে ৩৩ শতাংশ বেশি সুখী এই যুগলরাই
প্রশ্ন উঠতে পারে, যৌনতা বিষয়টি তো আর একার নয়। তা তো দুজনের মিলিত প্রক্রিয়া। তাহলে এ নিয়ে খোলাখুলি কথা বললেই তো কোনও সুরাহা মিলতে পারে। কিন্তু সমস্যা যে এইখানেই। অধিকাংশ মহিলাই তাঁর সঙ্গীকে এ কথা খুলে বলতে পারেন না যে, তিনি আসলে মিলনের শেষেও সম্পূর্ণ তৃপ্তি পাননি। আসলে বিষয়টি দুজনের বলেই তো দুজনের কথা ভাবতে হয়। তাই নিজের না-পাওয়া, অতৃপ্তির কথা স্পষ্ট করে বলার আগে তাঁরা ভাবতে চান, অন্যজনের এতে খারাপ লাগবে না তো! তিনি মনে করবেন না তো যে, এ তাঁরই ব্যর্থতা! এই মনে করেই অনেক মহিলা নিজেদের গুটিয়ে ফেলেন নিজেদের মধ্যেই। কীভাবে যে সঙ্গীকে সমস্যার কথা বলে উঠবেন, তা-ই বুঝতে পারেন না তাঁরা। অথচ সঙ্গীর কথা ভেবেই অনেকে অর্গাজমের ভান করেন। সমীক্ষা বলছে, এই হারটা মহিলাদের মধ্যে ৫৮ শতাংশ।
সমস্যার কথা যখন বোঝাই গেল, তখন সমাধানের পথে হাঁটার চেষ্টা তো করাই যায়। ভান না করে খোলাখুলি আলোচনার পথে হেঁটেই দেখুন না। প্রয়োজনে পরামর্শ নিন কোনও বিশেষজ্ঞের। আর তাতেই হয়তো পেয়ে যেতে পারেন কাঙ্ক্ষিত তৃপ্তির হদিশ।