ডেটিং অ্যাপে এক মহিলার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছিলেন এক ব্যক্তি। আর তা করতে গিয়েই তাঁকে ‘দেবী’ বলে সম্বোধন করেছেন ওই ব্যক্তি। হঠাৎ এমন সম্বোধন কেন করলেন তিনি? আসুন শুনে নিই।
অচেনা যুবতীর সঙ্গে প্রথমবার কথা বলছেন এক ব্যক্তি। আর সেখানে তাঁকে ‘দেবী’ বলে সম্বোধন করেছেন তিনি। কী ভাবছেন, মধ্যযুগে লেখা চিঠির কথা বলছি? একেবারেই না। এমনটা ঘটেছে হালে। তাও আবার এক অত্যাধুনিক ডেটিং অ্যাপে, জনৈক মহিলাকে ‘দেবী’ বলে সম্বোধন করেছেন তিনি। তাঁর এই কাণ্ড দেখেই হাসির রোল তুলেছে নেটদুনিয়া।
আরও শুনুন: গিটার নিয়ে ‘হনুমান চল্লিশা’ পাঠ তরুণদের, ধর্মীয় ‘জ্যামিং’ শুনে মুগ্ধ নেটদুনিয়া
কী ঘটেছে ঠিক?
অজানা অচেনা মানুষের সঙ্গে পরিচয়। বিভিন্ন কথা বার্তার মাধ্যমে তাঁকে চিনে নেওয়া। পছন্দ হলে ভালো বন্ধুত্ব, কিংবা আরও বেশি কিছু। ডেটিং অ্যাপের এই পর্যায়গুলো সম্পর্কে সকলেই কমবেশি পরিচিত। এই পদ্ধতিতে কথা বলার ভাষাও যথেষ্ট আধুনিক। সেখানে অন্তত কোনও অচেনা মহিলাকে ‘দেবী’ বলে সম্বোধন কেউ করে না। কিন্তু এই ব্যক্তি সেসবের ধার ধারেননি। তিনি সরাসরি এক মহিলাকে ‘দেবী’ বলে সম্বোধন করেছেন। আসলে, কিছুদিন আগে ওই মহিলাকে একটা মেসেজ পাঠিয়ে ছিলেন এই ব্যক্তি। বেশ কিছুদিন যা দেখেননি ওই মহিলা। এরপর একদিন মেসেজটা দেখে তিনি উত্তর দেন, ‘সরি, আপনার মেসেজটা খেয়াল করিনি’। এই মেসেজের রিপ্লাই দিতে গিয়েই অমন কথা বলেছেন ওই ব্যক্তি। তাঁর সাফ যুক্তি, ‘নবরাত্রি চলছে। এই কটা দিন আপনি দেবীর সমান। তাই আপনি সব কিছুই করতে পারেন’। সোজা ভাবে বলতে গেলে, ওই মহিলাকে সম্মান জানিয়েই এই প্রসঙ্গ টেনেছেন তিনি।
আরও শুনুন: ৯ দিন ধরে দেবী দুর্গার ৯ রূপের আরাধনা, নবরাত্রি ব্রতের রয়েছে বিশেষ ফল
তবে তাঁর এই জবাব বেশ শোরগোল তুলেছে নেটদুনিয়ায়। অনেকেই তাঁর এই কাণ্ডের নাম দিয়েছে ‘সংস্কারী ফ্লার্টিং’। এমনিতে ডেটিং অ্যাপের জগতে এই ‘ফ্লার্টিং’ শব্দটা খুবই প্রচলিত। অর্থাৎ কাউকে ভাল লাগলে তাঁর সঙ্গে ভাব জমানোর চেষ্টা। কিন্তু সেই ভাব জমাতে গিয়ে যেভাবে ধর্মকে টেনেছেন ওই ব্যক্তি, সেই কারণেই একে ‘সংস্কারী ফ্লার্টিং’ আখ্যা দিয়েছেন নেটিজেনরা। অনেকে আবার তাঁর তারিফও করেছেন। তবে তাঁর ওই অভিনব উত্তর দেখে ঠিক কী উত্তর দিয়েছেন উলটোদিকের মহিলা, প্রকাশ্যে আসেনি সে কথা।