সদ্য এক শিশুকন্যার বাবা হয়েছেন এই ব্যক্তি। আর তারপরেই এসেছে তার নামকরণের পালা। কিন্তু ওই ব্যক্তি সদ্যোজাত কন্যার জন্য যে নামটি ভেবেছেন, তা বেশ চমকে দেওয়ার মতো। নিজের প্রাক্তন প্রেমিকার নামেই কন্যার নামকরণ করতে চেয়েছেন তিনি। আসুন, শুনে নেওয়া যাক।
সন্তানের নাম কী রাখবেন, তা নিয়ে বেশ ভাবনায় পড়ে যান অধিকাংশ দম্পতিই। সব মা বাবার কাছেই তো তাঁদের সন্তান বড্ড স্পেশাল। আর তাই তার নামটিও যেন তেমনই স্পেশাল হয়, এই ইচ্ছে থাকে সবার মনেই। সেই কারণেই একাধিক নামের প্রস্তাব যেমন আসে, তেমনই নাম বাতিলও চলতে থাকে সমান তালেই। সেরকমই কাণ্ড ঘটেছে এক্ষেত্রেও। সদ্যোজাত কন্যার জন্য তার বাবা যে নামটি প্রস্তাব করেছিলেন, তা বাতিল হয়ে গিয়েছে এককথায়। কারণ, নিজের প্রাক্তন প্রেমিকার নামেই যে সন্তানের নাম রাখতে চেয়েছিলেন তিনি।
‘যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে’… এ কথা কে না জানে! তাই বোধহয় ভালবাসাকে একেবারে ভুলে যেতে পারেন না অনেকেই। যেমনটা পারেননি এই ব্যক্তিও। নিজের প্রাক্তন প্রেমিকাকে এখনও মনে রেখে দিয়েছেন তিনি। যদিও এর মধ্যে বিয়ে করে নতুন সংসার পেতেছেন তিনি। সম্প্রতি এক শিশুকন্যারও জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী। কিন্তু নতুন জীবনেও সেই প্রেমিকার স্মৃতি মুছে যায়নি তাঁর মন থেকে। আসলে সেই প্রেমিকার সঙ্গে তো ঠিক বিচ্ছেদ হয়নি তাঁর। সম্পর্কের সঙ্গে নয়, জীবনের সঙ্গেই আকস্মিক বিচ্ছেদ ঘটে গিয়েছিল সেই তরুণীর। তাঁর মৃত্যুতেই এ সম্পর্কে দাঁড়ি পড়ে। আর সেই অকালমৃত প্রেমিকার নামেই নিজের সন্তানের নাম রাখতে চেয়েছিলেন ওই ব্যক্তি। তিনি জানিয়েছেন, প্রথম থেকেই এই ইচ্ছে ছিল তাঁর। এভাবেই সেই তরুণীকে মনে রেখে দিতে চেয়েছিলেন তিনি।
কিন্তু ব্যক্তির এই ইচ্ছায় বাধ সেধেছেন তাঁর স্ত্রী। এই নাম প্রস্তাব করায় উলটে রীতিমতো বিরক্ত হয়েছেন তিনি। আর তাঁকে সমর্থন জানিয়েছেন নেটিজেনরাও। এই ঘটনা প্রকাশ্যে আসায় তাঁদের সাফ কথা, স্ত্রীর মা হওয়ার আবেগের চেয়েও প্রাক্তন প্রেমিকার সঙ্গে জড়িয়ে থাকা শোককেই বড় করে দেখেছেন ওই ব্যক্তি। তাঁর স্ত্রীর যদি কোনও আপত্তি নাও থাকে, তাহলেও ওই স্মৃতির ভার শিশুকন্যাটির উপর চাপিয়ে দেওয়া উচিত নয় বলেই মত নেটিজেনদের।