বাড়িতে রয়েছে মাত্র একটিই শোয়ার ঘর। কিন্তু সেই বাড়িতেই ১৮ থেকে ২৫ বছর বয়সের তরুণী ফ্ল্যাটমেট পেতে চান মধ্যবয়স্ক ব্যক্তি। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে নিজের দাবি জানিয়েছেন তিনি। আর সেই বিজ্ঞাপন ঘিরেই সরগরম নেটদুনিয়া। আসুন, শুনে নেওয়া যাক।
বাড়িভাড়ার খরচ যাতে ভাগাভাগি হয়ে যায়, সে কারণে অনেকেই ফ্ল্যাটমেটের খোঁজ করেন। অর্থাৎ একই ফ্ল্যাটের অর্ধেকটা ভাগ করে নেন অন্য কারও সঙ্গে। সেই একই দাবি জানিয়ে বিজ্ঞাপন দিয়েছেন এই মধ্যবয়স্ক ব্যক্তি। কিন্তু ঠিক ফ্ল্যাটের এক অংশ নয়, বলা ভাল, নিজের ঘরের এক অংশই ভাড়া দিতে চলেছেন তিনি। তবে যে কোনও রুমমেট পেলেই যে তাঁর চলবে না, সে কথাও ওই বিজ্ঞাপনে সাফ জানিয়েছেন তিনি। জানিয়েছেন, ফ্ল্যাটে কোনও সঙ্গী নয়, সঙ্গিনীর খোঁজ করছেন তিনি। অর্থাৎ তিনি ঘর ভাড়া দিতে চান কোনও তরুণীকে। তাঁর বয়স হতে হবে ১৮ থেকে ২৫-এর মধ্যে। আবার বিবাহিত বা কোনও প্রেমের সম্পর্কে জড়িত থাকলেও চলবে না। সোজা কথায়, ওই তরুণীকে হতে হবে ‘সিঙ্গল’। এমনকি ঘরে কোনও পুরুষ বন্ধুকেও নিয়ে আসা চলবে না। উপরন্তু তিনি জানিয়েছেন, তাঁর বাড়িতে দরজা বন্ধ করার নিয়ম নেই। নিরাপত্তার জন্যই এহেন নিয়ম জারি করেছেন বলে দাবি তাঁর।
আরও শুনুন: ৩০০ পুরুষের সঙ্গে ৩০০ ভঙ্গিতে যৌনতার রেকর্ড! পর্ন তারকার যুগ শেষ বলে দাবি করলেন সেই অভিনেত্রীই
ঠিক কেমন রুমমেট তাঁর পছন্দ, সে কথা কোনোরকম রাখঢাক না করে খুলেই বলেছেন ওই ব্যক্তি। তরুণী যেন রান্না এবং ঘর পরিষ্কার করতে ইচ্ছুক হন, সেই শর্তও দেওয়া হয়েছে। বিজ্ঞাপনে আরও লেখা রয়েছে, ফ্ল্যাটের মধ্যে কোনও পোষ্য রাখা যাবে না। মদ্যপান করা যাবে না। সব মিলিয়ে দাবির লম্বা তালিকা ঝুলিয়েছে বিজ্ঞাপনটি। আর তাঁর দাবির বহর দেখেই শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আওয়েন নামে ওই ব্যক্তি আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েট শহরের বাসিন্দা। ডেট্রয়েটের একটি বহুতলে বাস করেন তিনি। সম্প্রতি সেই বাড়িতেই রুমমেট চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। আর এ কথাও স্পষ্ট করে দিয়েছেন যে, বাড়িতে মাত্র একটিই শোয়ার ঘর রয়েছে। তবে যতদিন না নবাগত তরুণী একই বিছানা ভাগ করে নিতে স্বচ্ছন্দ না হবেন, ততদিন তিনি সোফায় শুতে পারেন বলেও জানিয়েছেন ওই ব্যক্তি। পোস্টারের নিচে নিজের ফোন নম্বর লিখে ইচ্ছুক তরুণীদের যোগাযোগ করার কথাও লেখা রয়েছে।
আরও শুনুন: ঋণ নেওয়ার টোপ, কিশোরী মেয়েকে একাধিক পুরুষের সঙ্গে সহবাসে বাধ্য করলেন মা
তবে ওই ব্যক্তির উদ্দেশ্য নিয়ে নেটিজেনদের মধ্যে অনেকেই সন্দিহান। এই বিজ্ঞাপনের আড়ালে যৌনতার ইশারা রয়েছে বলেও অনুমান করেছেন অনেকে। সব মিলিয়ে বিজ্ঞাপনটি ঘিরে রীতিমতো সরগরম নেটপাড়া।