জেগে হোক, বা ঘুমিয়ে, বড়লোক হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। সেক্ষেত্রে সব থেকে সোজা উপায় লটারি। লটারিতে টাকা জিতেছেন, এমনটা ভাবলেই আনন্দে নেচে ওঠেন অনেকে। এই ব্যক্তির ক্ষেত্রেও ঘটেছে ঠিক তেমনটাই। লটারি জেতার স্বপ্ন দেখে একেবারে কোমা থেকে ফিরে এসেছেন তিনি। ঠিক কত টাকা জেতার স্বপ্ন দেখেছিলেন তিনি? আসুন শুনে নিই।
লটারি পেলে কার না ভাল লাগে বলুন! সামান্য টাকায় কেনা টিকিটের বদলে যদি ব্যাঙ্কে লাখ লাখ টাকা ঢোকে তাহলে মন তো আনন্দে নেচে উঠবেই। কিন্তু সেই আনন্দে কোমা থেকে জেগে ওঠাও কি সম্ভব? তাও বাস্তবে না, স্বপ্নে লটারি পেয়েছেন দেখেই কোমা থেকে জেগে উঠেছেন তিনি।
আরও শুনুন: রামমন্দিরে ঝুলবে ৪০০ কেজির তালা! অবাক কাণ্ড যোগীরাজ্যের কারিগরের
ঘটনাটি মার্কিন মুলুকের। সেখানকার বাসিন্দা মার্ক গিবস, কয়েক সপ্তাহ আগে পেটে ব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হন। পরীক্ষা করে চিকিৎসকেরা বুঝতে পারেন, তাঁর লিভারে সমস্যা রয়েছে। জানা যায় অতিরিক্ত মদ্যপান করতেন মার্ক। সেইসঙ্গে আরও কিছু নেশা ছিল তাঁর। রীতিমতো অত্যাচার চালাতেন শরীরে। যার ফল হিসেবে এই সমস্যা। তবে ইতিমধ্যেই সমস্যা যে গুরুতর হয়ে উঠেছে তা বেশ বুঝতে পারেন চিকিৎসকরা। তাঁদের আশঙ্কাই ছিল মার্কের অবস্থার আরও অবনতি হবে। হয়েছিলও তাই। একদিন ভরতি থাকার পরই কোমায় চলে যান মার্ক। আসলে অতিরিক্ত নেশা করার জেরে তাঁর নার্ভের যথেষ্ট ক্ষতি হয়েছিল। এরপর প্রায় দু-সপ্তাহ কোমায় ছিলেন মার্ক। দিনকয়েক আগে হঠাৎ জেগে ওঠেন তিনি। এমনটা একেবারেই অস্বাভাবিক নয়। কিন্তু এই ব্যক্তি কোমা থেকে উঠে যা বলেছিলেন, তা শুনে রীতিমতো অবাক সকলেই।
আরও শুনুন: AI রাজত্বেও হারাতে হবে না চাকরি! কোন কোন কর্মক্ষেত্রে কখনও হানা দেবে না কৃত্রিম বুদ্ধিমত্তা?
কোমায় থাকাকালীন চারপাশে কী হয়েছে, সেই অর্থে কিছুই মনে নেই মার্কের। তাঁর স্রেফ মনে আছে একটা স্বপ্নের কথা। যে স্বপ্ন দেখে কোমা থেকেও জেগে উঠেছেন তিনি। তাঁর দাবি, এদিন তিনি লটারি জেতার স্বপ্ন দেখছিলেন। একসঙ্গে প্রায় ৫২ লক্ষ টাকা জিতেছেন তিনি। কোনও এক রাজকীয় অনুষ্ঠানে সেই টাকা দেওয়া হচ্ছে মার্ককে। তাঁকে ঘিরে রয়েছেন নামীদামী মানুষজন। তাঁদের বেশিরভাগই বড় বড় ব্যবসায়ী। এই স্বপ্ন দেখে মার্ক প্রায় ভেবেই নিয়েছিলেন তিনি ওই ব্যবসায়ীদের মতোই বড় কেউ হয়ে গিয়েছেন। কিন্তু বাস্তবে যে এমন কিছু ঘটেনি তা বুঝতে পারেন চোখ খোলার পর। এত তাড়াতাড়ি কোমা থেকে ফিরে আসা বিরল ঘটনাই বলা চলে। তাই মার্কের এই ফিরে আসাতেও বেজায় অবাক হন পরিবারের লোকজন। তবে মার্কের কথা শুনে, সবাই আরও বেশি অবাক হন। যদিও কোমা থেকে জেগে ওঠার কয়েকদিন পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন মার্ক। কিন্তু তখনও তাঁর মাথায় লাখপতি হওয়ার স্বপ্ন ঘুরছে। ঘটনার কথা প্রকাশ পেয়েছে নেটদুনিয়াতেও। সেখানেও রীতিমতো অবাক প্রায় সকলেই।