ইস বার ৪০০ পার। এই ছিল বিজেপির লোকসভার স্লোগান। সে লক্ষ্য পূরণ না হলেও, সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা গেল, লাগাতার সেই স্লোগানই আওড়ে চলেছেন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার সময়েও। ব্যাপারটা ঠিক কী?
উনিশের লোকসভায় মিলেছিল ৩০৩টি আসন। তার থেকে লক্ষ্যমাত্রা বাড়িয়ে চব্বিশের ভোটে ৪০০ পার করার স্বপ্ন দেখেছিল গেরুয়া শিবির। ইস বার ৪০০ পার, এই স্লোগানেই লোকসভার টার্গেট বেঁধেছিলেন মোদি-শাহরা। ভোটপ্রচারের সময় বারবার এই স্লোগানেই আমজনতাকে উদ্বুদ্ধ করতেও চেয়েছেন তাঁরা। যদিও ভোটের ফলাফলে আদৌ তার ছাপ পড়েনি। চারশো পার করা দূরে থাক, তার অনেক আগেই থেমে গিয়েছে বিজেপির বিজয়রথ। একক সংখ্যাগরিষ্ঠতাও মেলেনি। কিন্তু এই ফলপ্রকাশের আবহেই এবার সামনে এল একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, মন্ত্রের মতো ওই স্লোগানই আওড়ে চলেছেন এক ব্যক্তি।
আরও শুনুন:
রামের অযোধ্যায় জিতলেন একজন দলিত নেতা, কে এই অওধেশ প্রসাদ?
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মাথা নাড়াতে নাড়াতে ক্রমাগত ওই ব্যক্তি বলে চলেছেন, ইস বার চারশো পার। তাঁকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন আরেকজন। সম্ভবত একটি হাসপাতালের ভেতরেই নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। ব্যক্তির পরনে ধোপদুরস্ত শার্ট-প্যান্ট, চোখে চশমা। তবে হাবভাব দেখে সন্দেহ হয়, তিনি হয়তো সম্পূর্ণ সুস্থ নন। তবে ওই বিশেষ কথাটিই যে কেন তিনি একটানা বলে চলেছেন, তা কে জানে!
আরও শুনুন:
জোট বাঁধলে হতে পারে কার্যসিদ্ধি, বুঝিয়েছিল রামায়ণ-মহাভারতই
যদিও গল্পটা এখানেই শেষ নয়। পরে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ডঃ রাজিন্দর থাপা। পেশায় চিফ মার্কেটিং অফিসার ছিলেন তিনি, সম্প্রতি অবসর নিয়েছেন। একইসঙ্গে তিনি অভিনেতাও বটে। জম্মু-কাশ্মীরের বাসিন্দা ওই ব্যক্তি আসলে ‘উড়তা জম্মু’ নামের একটি চিত্রনাট্যে অভিনয় করেছিলেন। সেই সময়ই ওই ভিডিওটি তোলা হয়েছে। আর ভোটের ফলাফলের আবহে সেই ভিডিও-ই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।