দীর্ঘ ৮১ বছর বয়সে পৌঁছে প্রথমবারের জন্য দেখলেন নিজের বোনকে। বোনের বয়সও তখন প্রায় ৭৯। অথচ এতগুলো বছর ধরে একে অপরের অস্তিত্বের কথা জানতেনই না ওই ভাই-বোন। আসুন, শুনে নেওয়া যাক।
বয়স পেরিয়েছে ৮০-র কাঁটা। কিন্তু এতদিনেও তিনি জানতেন না তাঁর বোনের কথা। বোনের কাছেও ছিল না দাদার অস্তিত্বের কোনও খবর। একই মাতৃজঠরের সন্তান হয়েও নিজেদের চিনতেন না তাঁরা। জীবনের এতগুলো বছর পেরিয়ে এসে প্রথমবারের জন্য দেখা হল তাঁদের। যে দেখা হওয়ার গল্প হার মানায় সিনেমাকেও।
আরও শুনুন: হিজাব পরতে নারাজ বিদেশি সাংবাদিক, সাক্ষাৎকার বাতিল করলেন ইরানের প্রেসিডেন্ট
মার্কিন মুলুকের জন অ্যালিস ছোট থেকেই মানুষ হয়েছেন একটি চিলড্রেন্স হোমে। যার ফলে নিজের পরিবার সম্পর্কে কোনও ধারণা ছিল না তাঁর। কিন্তু কিছুটা বড় হওয়ার পর থেকেই সেই অজ্ঞাত পরিজনদের বিষয়ে খোঁজখবর চালিয়ে গিয়েছেন তিনি। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেই নিজের অচেনা আত্মীয়দের খুঁজতেন জন। আর এইভাবেই একদিন খুঁজে পান এক চাঞ্চল্যকর তথ্য। তিনি জানতে পারেন তাঁর নাকি ৩ জন বোন আছে। ততদিনে এক বোনের খোঁজ পেয়েছিলেন জন। চিলড্রেন্স হোমে থাকার সময় সেই বোনের কাছেই তিনি শুনেছিলেন তাঁদের আরও এক বোনের কথা। কিন্তু সেই বোন কোথায় আছেন, কী করছেন, তার কিছুই তখন জানতে পারেননি তাঁরা। অবশেষে এক ওয়েবসাইটের দৌলতেই এতদিনের আশা পূরণ হল ওই ব্যক্তির। সেই সূত্রেই তিনি জানতে পেরেছেন তাঁর বোন শিরলে জোনসের কথা। আসলে তিনি যেমন তাঁর হারানো পরিবারকে খুঁজে চলেছিলেন এতদিন ধরে, একইভাবে সেই খোঁজ করছিলেন তাঁর বোনও। অবশেষে জীবনই কোথাও গিয়ে মিলিয়ে দিল দুজনকে। ওয়েবসাইটে নিজের পরিবারের সম্পর্কে জানার পর জন বুঝতে পারেন তাঁর সেই খোঁজ না-পাওয়া বোন আর কেউ নন, তিনি এই শিরলে-ই।
আরও শুনুন: ১৪ ঘণ্টা ধরে রানির শেষকৃত্যের লাইভ কভারেজ! ঘুমিয়েই পড়লেন সঞ্চালক
বোনের বয়সও বর্তমানে আশির দোরগোড়ায়। আর দাদা আশি পেরিয়ে গিয়েছেন। জীবন তাঁদের দেখা করার সুযোগ দিয়েছে যখন, আর দেরি করতে চাননি জন। শিরলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লস এঞ্জেলসে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানেই প্রথমবার দেখা হল দুই ভাই-বোনের। শুধুমাত্র তাই নয়, এবার জন এ কথাও জানতে পেরেছেন যে, তাঁর পরিবারের আরও ৪০ জন সদস্য বর্তমানে জীবিত রয়েছেন। এঁদের সকলের কথা জানতে পেরে বেজায় খুশি হয়েছেন জন। নিজের হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে একবার অন্তত দেখা করাই আপাতত এই অশীতিপর ব্যক্তির জীবনের লক্ষ্য।