বড়দিনে বাড়ি না সাজিয়ে নিজের ‘দাড়ি’ সাজিয়েছেন এক ব্যক্তি। সাধারণত যেসব সামগ্রী দিয়ে এই সময় ক্রিসমাস ট্রি বানানো ও সাজানো হয়, সেইসব ব্যবহার করে নিজের সাধের দাড়িটিকেই ‘ক্রিসমাস ট্রি’ বানিয়ে ফেলেছেন তিনি। আর এমন অদ্ভুত কাণ্ডের জেরে এবার তাঁর নামও উঠছে বিশ্বরেকর্ডের খাতায়। কিন্তু হঠাৎ এমন অদ্ভুতুড়ে সাজের কারণ কী? আসুন, শুনে নিই।
বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বড়দিন উপলক্ষ্যে বাড়ি সাজানোর চল রয়েছে। বিশেষত পশ্চিমী দেশের মানুষরা বছরের এই বিশেষ কয়েকটা দিনে হরেকরকম জিনিস দিয়ে নিজেদের বাড়িঘর সাজিয়ে রাখেন। তবে জনৈক ব্যক্তি বাড়ি না সাজিয়ে নিজের সাধের দাড়িটিকে সাজিয়েছেন। প্রায় ৭১০টি রংবেরঙের ‘গয়না’ দিয়ে সাজিয়ে নিজের দাড়িকেই ক্রিসমাস ট্রি বানিয়ে ফেলেছেন তিনি।
আরও শুনুন: সুখের খোঁজে অচেনার ঠোঁটে ঠোঁট, নয়া ট্রেন্ডে ভাসছেন তরুণ-তরুণীরা
সম্প্রতি এমন অদ্ভুত কাণ্ডটি ঘটিয়েছেন আমেরিকার বাসিন্দা জোয়েল স্ট্রাসার। যার জেরে তাঁর নামও উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খাতায়। আমেরিকা-সহ মার্কিন মুলুকের দেশগুলিতে বড়দিন উপলক্ষ্যে স্বাভাবিক ভাবেই বেশ উন্মাদনা দেখা যায়। বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী দিয়ে বছরের এই বিশেষ কয়েকটা দিন নিজেদের বাড়ি ও আশপাশের এলাকা সুন্দর করে সাজিয়ে রাখেন সকলে। অনেকে আবার রংবেরঙের আলো দিয়েও রাস্তাঘাট ভরিয়ে তোলেন। একইসঙ্গে ক্রিসমাস ট্রি বানানোর এক বিশেষ রীতিও তাঁরা পালন করে থাকেন এই সময়। আসল হোক বা নকল, এই উৎসবের অন্যতম অঙ্গ হিসাবে প্রায় সকলেই নিজের বাড়িতে ক্রিসমাস ট্রি সাজিয়ে রাখেন। সেই রীতি মেনেই এমন অদ্ভুত কাজ করেছেন জোয়েল। কোনও গাছ না এনে নিজের সাধের দাড়িটিকেই রংবেরঙের সামগ্রী দিয়ে সাজিয়ে ক্রিসমাস ট্রি বানিয়ে ফেলেছেন তিনি। এক্ষেত্রে প্রায় ৭১০টি রঙিন বল ব্যবহার করেছেন তিনি। যা মূলত ক্রিসমাস ট্রি সাজানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই কাজ করতে নাকি আড়াই ঘণ্টা সময়ও লেগেছে তাঁর। যার প্রমাণ হিসেবে দাড়ি সাজানোর একটি ভিডিও করে রেখেছিলেন জোয়েল।
কিন্তু হঠাৎ এমন কাজ করলেন কেন তিনি?
আরও শুনুন: আইফোন কিনতে দেড় লক্ষ টাকার কয়েন নিয়ে হাজির যুবক, চক্ষু চড়কগাছ দোকানির
জোয়েলের মতে বরাবরই নিজের দাড়িতে এমন অদ্ভুত জিনিস লাগিয়ে সবাইকে চমকে দিতে ভালো লাগে তাঁর। এর আগে স্ট্র, দাঁত খোঁচানোর কাঠি কিংবা চপস্টিক দাড়িতে গুঁজেও খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। তবে ক্রিসমাসের সময়ে শুধুমাত্র রঙিন বল বা ওই জাতীয় জিনিস দিয়ে দাড়ি সাজান জোয়েল। ২০১৯ সালেও নিজের দাড়িকে ক্রিসমাস ট্রি বানিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। সেখানে কোনও বিশেষ নিয়ম না মেনে খেয়ালখুশি মতো গয়না লাগিয়েছিলেন তিনি। তাই খুব বেশি সংখ্যায় রঙিন বল দাড়িতে আটকাতে পারেননি। তবে এবার নিজেই নিজের রেকর্ড ভেঙে ৭১০টি রঙিন বল দাড়িতে জুড়েছেন তিনি। এতক্ষণ ধৈর্য্য ধরে বসে থেকে বিশেষ কৌশলে দাড়ি সাজিয়ে বেজায় খুশি হয়েছেন জোয়েল।