‘দুধ না খেলে, হবে না ভাল ছেলে’… তা শরীর-স্বাস্থ্য ভাল রাখতে যে দুধের জুড়ি মেলা ভার, তা তো সকলেরই জানা। তাই বলে ধনসম্পত্তির ভাগ্য ফেরাতেও যে দুধের তুলনা নেই, এমনটা শুনেছেন কখনও। তবে এমনটাই ঘটেছে। সমৃদ্ধি ফেরাতেও যে দুধ অত্যন্ত জরুরি, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন এই ব্যক্তি। কারণ দুধ কিনতে বেরিয়েই তো কোটি টাকার লটারি জিতে ফেলেছেন তিনি। কোথায় ঘটেছে এমন ঘটনা? আসুন, শুনে নেওয়া যাক।
সকাল হতে না হতেই ভাগ্যদেবী যে এভাবে তাঁর দিকে কৃপাদৃষ্টি বর্ষণ করবেন, তা বোধহয় কল্পনাও করতে পারেননি তিনি। তবে তেমনটাই ঘটে গিয়েছে আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার এক বাসিন্দার সঙ্গে। সকাল সকাল কফি না হলে একেবারেই চলে না ওই যুবকের। এদিকে বাড়িতে দুধ একেবারে নেই বললেই চলে। ফলে কিছুটা বাধ্য হয়েই একরাশ বিরক্তি নিয়ে মুদির দোকানের দিকে হাঁটা লাগিয়েছিলেন তিনি।
আরও শুনুন: তাজমহল তো বটেই, ৫৪৫ জন সদস্য-সহ পার্লামেন্টটিকেও বেচে দিয়েছিলেন তিনি! জানেন কে এই ব্যক্তি?
তবে সেখানেই যে সকলের অলক্ষ্যে পড়ে রয়েছে তাঁর ভাগ্য বদলের চাবিকাঠি, তা ঘুনাক্ষরেও আঁচ করতে পাননি যুবক। অন্য দিনের মতোই মুদির দোকানে গিয়ে দুধের প্যাকেটটি কিনে বাড়ি ফিরতে যাবেন, হঠাৎই চোখ যায় একটি লটারির দোকানের দিকে। সেখানেই সাউথ ক্যারোলিনা এডুকেশন লটারির টিকিটটি নজর পড়ে তার। সাত পাঁচ না ভেবেই সেই টিকিট কিনে বাড়ি ফিরে আসেন যুবক।
তবে সেই টিকিটই যে তার জীবনে খুলে দেবে সৌভাগ্যের তোরণ, তা কি একবারও ভেবেছিলেন যুবক। সাউথ ক্যারোলিনা এডুকেশন লটারির লাকি নম্বরের সঙ্গে যে কুড়িয়ে পাওয়া লটারির নম্বর হুবহু মিলে যাবে তা কে বা জানত।
আরও শুনুন: মারাত্মক জুয়ার নেশা! কোভিড খাতের সরকারি অর্থ উড়িয়ে গারদে যুবক
তবে যখন লটারি সংস্থার থেকে গোটা ব্যাপারটা জানতে পারলেন, তখন চোখ কপালে ওঠার জোগার যুবকের। এক ডলার খরচ করে আবার ওই লটারির পাওয়ার প্লে-ও খেলেছিলেন ওই ব্যক্তি। ফলে দ্বীগুণ হয়ে যায় জেতা অঙ্ক। সব মিলিয়ে ওই লটারি থেকে দুই মিলিয়ন ডলার জিতে ফেলেছেন যুব। ভারতীয় মূল্যে হিসাব করলে সেই অঙ্কটা দাঁড়ায় ১৫ কোটি টাকারও কিছু বেশি। এত বিরাট অঙ্কের লটারি জিতে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি যুবক। এখনও নিজের কপালকে বিশ্বাস করতে পারছেন না নিজেই। সামান্য দুধ কিনতে বেরিয়ে যে তাঁর এভাবে ভাগ্যের চাকা ঘুরে যাবে, তা কেই বা জানত বলুন তো!