স্ত্রীর সঙ্গে বরাবরের মতো বিচ্ছেদ হবে, মানতে নারাজ স্বামী। তাই ভরা আদালতে বিচ্ছেদ মামলার শুনানির মাঝেই স্ত্রীকে কাঁধে তুলে চম্পট ব্যক্তির। কী হল তারপর? শুনে নেওয়া যাক।
বিচ্ছেদের দাবিতে জল গড়িয়েছে আদালতে। তারপরে টনক নড়েছে স্বামীর, যে, স্ত্রীকে বরাবরের মতো ছেড়ে দেওয়া চলবে না। অতএব বিচ্ছেদ মামলার মাঝেই স্ত্রীকে নিয়ে পালানোর চেষ্টা করলেন তিনি। তাও আবার ভরা আদালতে শুনানি চলাকালীন। স্ত্রীকে আচমকা কাঁধে তুলে নিয়ে সেখান থেকে চম্পট দেওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি।
কী হল তারপর? তাহলে খুলেই বলা যাক।
জানা গিয়েছে, এহেন আজব ঘটনা ঘটেছে চিনের এক আদালতে। লি নামের ওই ব্যক্তির থেকে বিচ্ছেদ চেয়ে মামলা দায়ের করেন তাঁর স্ত্রী চেন। স্থানীয় আদালতে সেই মামলার শুনানি চলছিল। আর সেই আইনি প্রক্রিয়ার মধ্যেই নাটকীয়ভাবে স্ত্রীকে নিয়ে আদালত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি।
কুড়ি বছরের দাম্পত্য জীবন দুজনের। যদিও এর আগেও স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসায় জড়িত থাকার অভিযোগ এনেছিলেন স্ত্রী। বিবাহবিচ্ছেদের আর্জিও জানিয়েছিলেন। প্রাথমিকভাবে আদালত সে মামলা খারিজ করে দিলেও পরে ফের বিচ্ছেদের মামলা করেন মহিলা। সেই মামলারই শুনানি চলছিল আদালতে। আর সেখানেই এই কাণ্ড ঘটিয়েছেন ব্যক্তি। তবে স্ত্রী চিৎকার করে ওঠায় তাঁর পরিকল্পনা সফল হয়নি। উলটে কপালে জুটেছে আদালতের ভর্ৎসনা। এহেন কাজ করার দরুন ক্ষমা চেয়ে চিঠি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। যাতে ভবিষ্যতে কোনও হঠকারিতা না করেন, সে বিষয়েও ওই ব্যক্তিকে কড়াভাবে সতর্ক করেছে আদালত।