এই ট্রেনে একবার সফরের জন্য খরচ করতে হবে ১৯ লক্ষ টাকা! শুনতে অবাক লাগলেও আমাদের দেশেই চালু রয়েছে এমন এক ট্রেন, যার ভাড়া এতটাই বেশি। কিন্তু কী এমন বিশেষত্ব রয়েছে এই ট্রেনের? আসুন শুনে নিই।
ট্রেনের নামই মহারাজা এক্সপ্রেস। তাই ট্রেনের সব যাত্রীকেই এখানে রাজার মতো যত্ন করা হয়। অন্যান্য ট্রেনে যা করার কথা ভাবতেও পারেন না সাধারণ মানুষ এখানে সেই সব কিছুতেই রয়েছে অবাধ স্বাধীনতা। কিন্তু রাজার মতো আতিথেয়তা পেতে গেলে খরচও করতে হবে রাজকীয়। তাই এই ট্রেনে একজন যাত্রীর জন্য সর্বোচ্চ ভাড়া ১৯ লক্ষ টাকা।
আরও শুনুন: বাড়ি ভাঙতে নয়, মেয়ের সংসার গড়তে বুলডোজার উপহার পাত্রীর বাবার
মুম্বই এবং দিল্লি থেকে রাজস্থানের উদ্দেশে এই ট্রেনটি চালু করেছিল ভারতীয় রেল, ২০১০ সালে। যেমন নাম তেমনই এর বহর। যে কোনও যাত্রী এই ট্রেনে উঠলে রাজার মতোই আতিথেয়তা পাবেন। মহারাজা এক্সপ্রেসে একসঙ্গে ৮৮ জন যাত্রী সফর করতে পারেন। এর ভিতর যাত্রীদের থাকার জন্য ৪ ধরনের ঘরের ব্যবস্থা রয়েছে। ট্রেনের ভিতরে প্রতিটি অংশে রাজকীয় ভাব ধরা পড়ে। সম্পূর্ণ ট্রেনটিই শীততাপ নিয়ন্ত্রিত। ট্রেনের কুপগুলিতে রয়েছে মাস্টার বেডরুম, বাথরুম, আলাদা করে বসার জায়গা। এমনই ছোটখাটো পানশালাও রয়েছে এর ভিতরে। এছাড়াও যাত্রীদের খেয়াল রাখার জন্য প্রতিটি ঘরে ১ জন কর্মী থাকেন। যাত্রীদের সুরক্ষা কথা মাথায় রেখে সিসিটিভি ক্যামেরা এবং স্মোক অ্যালার্মেরও ব্যবস্থা রয়েছে এই ট্রেনের মধ্যে। মহারাজা এক্সপ্রেস আপাতত ৪টি আলাদা যাত্রাপথে চলাচল করে। যাত্রাপথ অনুযায়ী তাদের নামও ভিন্ন। যেমন ‘দ্য হেরিটেজ অফ ইন্ডিয়া’র যাত্রা শুরু হয় মুম্বই থেকে। তারপর উদয়পুর, জোধপুর, বিকানের, জয়পুর, রণথম্ভোর এবং ফতেপুর সিক্রি হয়ে এই ট্রেন আগ্রায় ফিরে আসে। এই যাত্রায় ট্রেনটি সময় নেয় ৭ দিন। এছাড়াও ৪ দিনের সফরের জন্য রয়েছে ‘ট্রেজার্স অফ ইন্ডিয়া’ নামে এই ট্রেনেরই একটি সংষ্করণ। যা দিল্লি থেকে যাত্রা শুরু করে আগ্রা, রণথম্ভোর, জয়পুর হয়ে আবার দিল্লিতেই ফিরে আসে। একইসঙ্গে রয়েছে আরও দুটি সংস্করন, ‘দ্য ইন্ডিয়ান প্যানোরামা’ এবং ‘দ্য ইন্ডিয়ান স্প্লেনডর’। তবে এঁদের প্রত্যেকেরই যাত্রাপথ দিল্লি, মুম্বাই ও রাজস্থানের মধ্যেই সীমাবদ্ধ।
আরও শুনুন: শিঙাড়া খাওয়াও ধর্মবিরুদ্ধ! কোন দেশে চালু আছে এই নিয়ম?
এছাড়াও ট্রেনটি কোনও বিশেষ স্টেশনে থামলে যাত্রীদের সেই অঞ্চলটিও ঘুরিয়ে দেখানো হয় রেলের তরফেই। সম্প্রতি ট্রেনটির ভিতরের রাজকীয় পরিবেশের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তা দেখেই অনেকে উৎসাহ প্রকাশ করেছেন এমন অভিনব অভিজ্ঞতার সাক্ষী হওয়ার জন্য।
View this post on Instagram