রাস্তা দিয়ে প্রবল গতিতে ছুটছে গাড়ি। কিন্তু সেই গাড়ির সামনের চাকায় কোনও টায়ারই নেই। ভাবছেন তো, এমনটা কীভাবে সম্ভব? কিন্তু বাস্তবে এমনটাই হয়েছে। গাড়িটিকে দেখামাত্র তার পিছনে ধাওয়া করে পুলিশ। তারপর, গাড়ির ভিতর কী দেখলেন তাঁরা? আসুন শুনে নিই।
রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে কতই না অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকতে হয় আমাদের। কিন্তু এমনটা কখনও শুনেছেন, টায়ার ছাড়াই প্রবল গতিবেগে একট গাড়ি ছুটছে! আর এভাবেই বেশ কয়েক কিলোমিটার গাড়িটি চলেছে। বিশ্বাস হচ্ছে না তো? গাড়িটিকে ওই অবস্থায় দেখার পরও বিশ্বাস করতে পারেননি অনেকেই।
আরও শুনুন: মহিলা না পুরুষ! দেখে বোঝার উপায় নেই, কেরলের পুজো দেওয়ার প্রথায় বিস্মিত নেটদুনিয়া
ঘটনাটি বেঙ্গালুরুর। এমনিতেই সেখানে রাতভর একইভাবে ব্যস্ত থাকে বিভিন্ন রাস্তাঘাট। তাই পুলিশি পাহাড়াও মজুত থাকে সবসময়। সম্প্রতি এমনই এক ব্যস্ত রাস্তায় এই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন কয়েকজন পুলিশ আধিকারিক। তাঁদের দাবি, ঘটনার দিন প্রায় মাঝরাতে একটি গাড়িকে প্রবল গতিতে যেতে দেখেন তাঁরা। গাড়িটির অস্বাভাবিক গতির জেরে সকলেই সেটিকে নজর করেন। আর তখনই তাঁরা লক্ষ্য করেন গাড়িটির সামনের চাকায় কোনও টায়ার নেই। স্রেফ লোহার ফ্রেমটুকু নিয়েই ছুটে চলেছে ওই গাড়ি। তড়িঘড়ি গাড়িটিকে ধাওয়া করেন তাঁরা। প্রায় ২ কিলোমিটার ধাওয়া করার পর গাড়িটিকে ধরে ফেলেন তাঁরা। তারপর সামনে আসে আসল সত্যি।
আরও শুনুন: ব্যবহার হয়নি সিমেন্ট, ইন্দোরের এই কাচের মন্দির বিস্ময় জাগায় ভক্তদের
গাড়িটি চালাচ্ছিলেন এক বছর ২৭-এর যুবক। পরীক্ষা করে দেখা যায়, গাড়ির গতিবেগ ছিল ১২০ কিমি প্রতি ঘন্টা। আসলে তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তাই খেয়ালই করেননি গাড়ির গতিবেগ এতটা বেড়ে গিয়েছে। অত্যধিক গতির কারণে গারটির একটি চাকার টায়ার খুলে যায়। তাতেও নাকি কিছুই টের পাননি ওই যুবক, ধরা পড়ে এমনই দাবি তাঁর। যদিও তাঁকে মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য সঙ্গে সঙ্গে আটক করে পুলিশ। অত্যধিক গতিতে গাড়ি চালানোর অভিযোগও দায়ের হয়েছে। তবে এমন ঘটনা রীতিমতো অবাক করেছে পুলিশ আধিকারিকদের। কোনোভাবেই যেন মত্ত অবস্থায় কেউ গাড়ি না চালান সে বিষয়েই সতর্ক করেছেন তাঁরা।