আইসিসি বা বিসিসিআই যতই চেষ্টা করুক না কেন, কখনোই পুরুষদের ক্রিকেটের মতো আকর্ষণীয় হবে না মহিলা ক্রিকেট। আর সেই কারণেই লাভও হবে না এ থেকে। ডব্লিউপিএল-এর মরশুমেই সাফ দাবি এক ব্যক্তির। জবাবে পালটা তোপ এল নেটিজেনদের থেকেও। আসুন, শুনে নেওয়া যাক।
এই উপমহাদেশে মেয়েদের খেলাধুলো নিয়ে এমনিতেই কথা হয় কম। তাও ক্রিকেটের তুমুল জনপ্রিয়তার দৌলতে মহিলা ক্রিকেটারেরা কিছুটা লাইমলাইট পেয়েছেন। মিতালি রাজ বা ঝুলন গোস্বামীরা যে লড়াইটা শুরু করেছিলেন, তাকে অনেকখানি এগিয়ে নিয়ে এসেছেন হরমনপ্রীতরা। ইতিমধ্যেই বিশ্বকাপের মঞ্চে ভারতীয় মেয়েদের দাপট দেখেছে গোটা বিশ্ব। প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়ে বিশ্বকাপ ঘরে এনেছে ভারতীয় মেয়েরা। আর প্রিমিয়ার লিগে ফের সেই দাপট দেখার জন্যই অপেক্ষা করে ছিলেন ক্রিকেট অনুরাগীদের অনেকেই। কিন্তু ডব্লিউপিএল-এর প্রথম দিকেই একেবারে উলটো সুর শোনা গিয়েছে এই ব্যক্তির গলায়। তাঁর মতে, পুরুষদের তুলনায় মহিলাদের ক্রিকেট নিছকই ম্লান। সেখানে না পুরুষদের খেলার মতো উত্তেজনা আছে, না বিপক্ষের প্রতি আগ্রাসী মনোভাব। তা ছাড়া পুরুষদের ক্রিকেটে যেমন তারকার ছড়াছড়ি, মহিলাদের খেলায় তেমনটাই বা কোথায়! সব মিলিয়ে ওই ব্যক্তির সাফ দাবি, আইসিসি বা বিসিসিআই যতই চেষ্টা করুক না কেন, কখনোই পুরুষদের ক্রিকেটের মতো আকর্ষণীয় হবে না মহিলা ক্রিকেট। আর সেই কারণেই বিশেষ লাভও হবে না এ থেকে।
আরও শুনুন: ১ লক্ষ ‘লাভ জিহাদ’ ঘটে গিয়েছে, আর নয়! শ্রদ্ধা হত্যার প্রসঙ্গ টেনে বিস্ফোরক বিজেপি নেতা
যদিও এহেন বক্তব্যের পালটা সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। এই মন্তব্যের মধ্যে ক্রীড়াপ্রেম নয়, পিতৃতন্ত্রেরই ছায়া দেখছেন তাঁরা। অনেকেরই মত, উন্নতি করার জন্য আরও কিছুটা সময় প্রাপ্য উইমেন ইন ব্লু-র। আর কেউ কেউ এমনটাও আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে জনপ্রিয়তার বিচারে পুরুষদেরও ছাড়িয়ে যাবেন মহিলারা।
আরও শুনুন: ‘প্রেমিকা’-র কাছে ছুটলেন স্বামী, যানজটের জেরে গাড়িতেই আটক নিরুপায় স্ত্রী
এমনিতেই পুরুষদের ক্রিকেট যেমন জনপ্রিয়, সেই আলোর জোয়ার মহিলা ক্রিকেটে এতদিন সেভাবে ছিল না। একদিকে পুরুষদের ক্রিকেট নিয়ে দেশজোড়া উন্মাদনা, স্পনসরের ভিড়। অন্যদিকে প্রদীপের নীচে অন্ধকারের মতো ছিল মেয়েদের ক্রিকেট। এই বৈষম্য নিয়ে সরব হয়েছিলেন মন্দিরা বেদিও। ইদানীং কালে অবশ্য সে অবস্থা পালটেছে খানিক। ভারতীয় ক্রিকেটে সম্প্রতি ঘুচে গিয়েছে মহিলা ও পুরুষদের বেতনের বৈষম্য। অর্থাৎ বিরাট বা রোহিতদের সমান অঙ্কেই ম্যাচ ফি পেতে শুরু করেছেন স্মৃতি, হরমনপ্রীতরা। শুধু তাই নয়, পুরুষদের মতো মহিলা ক্রিকেটেও চালু হয়েছে প্রিমিয়ার লিগ। আর শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও এসেছে বড় বদল। ব্যাটসম্যান শব্দটি কেবল পুরুষবাচক, তাই লিঙ্গনিরপেক্ষ ভাবে ব্যাটার শব্দটি চালু করেছে আইসিসি। কিন্তু এখনও অনেক পথ চলা বাকি। তাই এখনই পুরুষ ক্রিকেটের সঙ্গে মহিলা ক্রিকেটের তুলনা টানা চলে না বলেই মত নেটিজেনদের একাংশের। আলোর দিকে যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা সামগ্রিকভাবে ভারতীয় ক্রিকেটেরই। তাই ভারতীয় ক্রিকেটমহলের দুই অংশের মধ্যে প্রতিযোগিতার বীজ বুনলে সেই যাত্রাই পিছিয়ে যাবে বলে মনে করছেন নেটিজেনরা।