এক দুই দিন নয়। না ঘুমিয়ে একেবারে ১৯ দিন কাটিয়ে দিয়েছেন এক ব্যক্তি। যার জেরে বিশ্বরেকর্ডের খাতায় নামও উঠেছে তাঁর। কিন্তু এতগুলো দিন না ঘুমিয়ে থাকা কি আদৌ সম্ভব? এর প্রভাবই বা কী হল তাঁর শরীরে? আসুন শুনে নিই।
শরীর সুস্থ রাখতে ঘুম একান্ত প্রয়োজন। কিন্তু এই ব্যক্তি সেসবের তোয়াক্কাই করেননি। টানা ১৯ দিন জেগে কাটিয়েছেন তিনি। যার জেরে বিশ্বরেকর্ডের খাতায় নামও উঠেছে তাঁর। তবে এই ঘটনার পর থেকে অদ্ভুত সিদ্ধান্ত নেয় বিশ্ব রেকর্ড সংস্থা। আর কেউ যেন এমন অদ্ভুত চ্যালেঞ্জ না নেয়, তার জন্য এই বিষয়টিকেই কার্যত নিষিদ্ধ করে দেন তাঁরা।
আরও শুনুন: অদ্ভুত শাস্তি! খাওয়া-ঘুম বন্ধ, ১১ বছরের ছেলেকে টানা ১৭ ঘণ্টা ভিডিও গেম খেলালেন বাবা
চিকিৎসকেরা বলেন, সুস্থ শরীরের জন্য দিনে অন্তত ৭-৮ ঘণ্টার ঘুম প্রয়োজন। দীর্ঘক্ষণ জেগে থাকলে অনেকের শরীরেই ক্লান্তি নেমে আসে। কাজের প্রতি অনীহা কিংবা অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে অনিদ্রার কারণে। অথচ সেই জেগে থাকাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন রবার্ট ম্যাকডোনাল্ড। মার্কিন দেশের বাসিন্দা এই ব্যক্তি চ্যালেঞ্জ নিয়ে টানা ১৯ দিন জেগে কাটান। আরও হিসাব করে বলতে গেলে ৪৫৩ ঘণ্টা ৪০ মিনিট দু-চোখের পাতা এক করেননি তিনি। কিন্তু এর ফল হয়েছিল মারাত্মক। ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে তিনি একা নন। তাঁরও আগে দুজন এমন অদ্ভুত বিষয় নিয়ে রেকর্ড করেছিলেন। মাত্র ১৭ বছর বয়সের দুই পড়ুয়া টানা ১১ দিন না ঘুমানোর রেকর্ড করেছিল। তারা নাকি ঘুমানোর সময় খেলাধুলো করে সময় কাটাত। তাদের সবসময় পর্যবেক্ষণ করতেন এক শিক্ষক। কিন্তু রেকর্ড খাতায় নাম তোলার পর তারাও রীতিমতো অসুস্থ হয়ে পড়েন। তাই এরপর এই অদ্ভুত চ্যালেঞ্জ নেওয়ার পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। আর কেউ চাইলেও এই বিষয়ে রেকর্ড খাতায় নাম তুলতে পারবেন না, এমনটা সাফ জানিয়ে দেয় বিশ্বরেকর্ড সংস্থা।
আরও শুনুন: বড্ড বেশি ঘুমোন স্ত্রী, থানায় হেনস্তার অভিযোগ দায়ের স্বামীর
তবে এর কোনও ঘটনাই সাম্প্রতিক নয়। বেশ কয়েক বছর আগে ১৯ দিন জেগে থাকার রেকর্ড করেছিলেন রবার্ট। তাঁরও আগে ওই ১৭ বছরের পড়ুয়ারা ১১ দিন না ঘুমোনোর নজির রেখেছিল। কিন্তু বিশ্বরেকর্ড সংস্থার বর্তমান নিষেধাজ্ঞার জেরে বর্তমানে এমন ঘটনার আর প্রকাশ্যে আসার উপায় নেই। আসলে, সুস্থ থাকার জন্য নির্দিষ্ট পরিমাণ ঘুমের প্রয়োজনীয়তার কথা বলে থাকেন সব চিকিৎসকেরাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই বিষয়ে যথেষ্ট সচেতন। তাই না ঘুমানোর মতো কাজকে স্বীকৃতি দেওয়া একেবারেই অনুচিত বলে মনে করেছে বিশ্ব রেকর্ড সংস্থা। এই কারণেই রবার্টের ১৯ দিন জেগে থাকাই এই ক্ষেত্রের সর্বোচ্চ রেকর্ড, চাইলেও যা কোনও দিন ভাঙতে পারবেন না আর কেউই।