আইপিএল-এর গোটা ইভেন্ট জুড়েই যেভাবে তারকাদের ঝলমলানি দেখা যায়, তার জেরে মাঠের ভিতর আর বাইরে দুদিকেই নজর থাকে দর্শকদের। বিশেষ করে সুন্দরী তরুণীদের উপর যে একাধিক চোখের নজরদারি চলে, সে কথা তো বলাই বাহুল্য। আর তার জেরেই মাঝে মাঝেই বিতর্কিত মন্তব্য করে বসেন অনেকে। সম্প্রতি তেমনটাই ঘটেছে সারা আর সুহানাকে ঘিরে। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
আইপিএল-এর ক্যামেরা এবং একাধিক পুরুষ দর্শকের পাখির চোখ থাকে মাঠে উপস্থিত তরুণীদের দিকেই। তার উপরে তাঁরা তারকা হলে তো কথাই নেই। তরুণীদের সৌন্দর্য উপভোগের পাশাপাশি তা নিয়ে বেফাঁস মন্তব্যও করে বসেন অনেকেই। সম্প্রতিই এই ইস্যুতে বিরক্তি প্রকাশ করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও, তথা কলানিধি মরানের কন্যা কাব্য মরান। দেখা গিয়েছিল, দর্শকাসনে বসে থাকা কাব্যকেই একটানা ফোকাস করে চলেছে একটি ক্যামেরার লেন্স। সেই ঘটনার রেশ না মিলাতেই ফের উসকে উঠল বিতর্ক। এবার ঘটনার কেন্দ্রে আরও দুই তারকা-কন্যা। একজন শচীন তেন্ডুলকরের কন্যা সারা, অন্যজন শাহরুখ খানের কন্যা সুহানা। দুজনের বাবাই বিশ্ববিখ্যাত। একজন ক্রিকেট জগতে, অন্যজন বিনোদন জগতে। আর সেই দুই তারকা-কন্যার সৌন্দর্যের তুলনা টেনেই সম্প্রতি আপত্তিকর মন্তব্য করে বসেছেন এক নেটিজেন। যা নিয়ে সরগরম নেটদুনিয়া।
ঠিক কী বলেছেন ওই ব্যক্তি?
আরও শুনুন: আইপিএল-এর ক্যামেরা শুধু মহিলাদেরই খোঁজে! এবার বিরক্ত খোদ মহিলারাই
সম্প্রতি ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স-এর ম্যাচে দর্শক আসনে যথারীতি দলের জার্সি গায়ে উপস্থিত ছিলেন সুহানা। ভাইয়ের খেলা দেখার জন্য মাঠে হাজির হয়েছিলেন সারা-ও। আর সেই ম্যাচেই দুজনের দুটি ছবি একসঙ্গে কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক ব্যক্তি। সারা-র ছবিতে তিনি লেখেন, একেই বলে সৌন্দর্য। আর সুহানাকে সৌন্দর্যের তালিকা থেকেই নাকচ করে দেন তিনি। ছবির সঙ্গে জুড়ে দেন বিকৃত মুখের ইমোজিও।
আরও শুনুন: Audio Blog: সব বিভাজন মুছে দেয় খেলার মাঠ, সেখানেও কেন ছড়াচ্ছে বিদ্বেষ-বিষ?
মেয়েদের রূপ, আচার আচরণ, সাজ পোশাক সবকিছু নিয়ে লাগাতার কথা চলতেই থাকে। তার উপরে তারকা হলে ক্রমাগত তাদের তাড়া করে বেড়ায় পাপারাৎজির চোখ। কিন্তু এই যুগে দাঁড়িয়েও কেবলমাত্র বাহ্যিক সৌন্দর্যের বিচারে দুই তরুণীকে এভাবে বিচার করা হবে, এমনটা মেনে নিতে নারাজ নেটিজেনদেরই একটা বড় অংশ। আর তাই, ওই ব্যক্তির উদ্দেশে পালটা তোপ দেগেছেন তাঁরা। কেবল রূপের মাপকাঠিতে কোনও নারীকে এইভাবে বিচার করাকে নারীবিদ্বেষী আচরণ বলেই দাগিয়ে দিয়েছে নেটদুনিয়া। ক্রিকেটের দুনিয়া টেস্ট থেকে আইপিএল-এর আধুনিকতায় পৌঁছে গেলেও, ক্রিকেট দর্শকদের সবার মানসিকতা যে এখনও আধুনিক হয়ে উঠতে পারেনি, সে কথাই আরও একবার প্রমাণ করে দিল এই ঘটনা।