আদরের ধাপে ধাপে উঠে উত্তেজনার তুঙ্গ মুহূর্তে পৌঁছেছেন সবে। এমন সময়… সশব্দে বায়ুত্যাগ করে বসলেন সঙ্গিনী। মুহূর্তে দুর্গন্ধে ভরে উঠল ঘর। উত্তেজনা দূরে থাক, প্রেমিক তখন ঘর থেকে পালাতে পারলে বাঁচেন। আর কার্যত ঘটেছেও তাই। শুধু ঘর নয়, প্রেমিকার বাতকর্মের জেরে অতিষ্ঠ হয়ে সম্পর্ক থেকেই পিছু হটেছেন এক যুবক। আসুন, শুনে নেওয়া যাক।
বিচ্ছেদের কারণ নাকি বাতকর্ম। একটি শর্টফিল্মে একবার দেখানো হয়েছিল, প্রেমিকের লাগাতার বক্তব্যের জেরে তিতিবিরক্ত প্রেমিকা। অবশেষে একবার কথা বলার সুযোগ পায় সে, যখন প্রেমিক প্রশ্ন করে, কী শখ রয়েছে তরুণীর। এক মুহূর্ত না ভেবেই তরুণীর উত্তর, বায়ু ত্যাগ করা। তা সেই প্রেমিকার মতো একই শখ এই তরুণীরও রয়েছে কি না, তা অবশ্য জানা যায়নি। তবে এটুকু জানা গিয়েছে যে, ঘন ঘন বাতকর্ম করে থাকেন তিনি। আর তার দুর্গন্ধে তরুণীর প্রেমিকের প্রাণ ওষ্ঠাগত। শেষমেশ এই কারণে একেবারে বিচ্ছেদের পথেই হেঁটেছেন প্রেমিক।
আরও শুনুন: পাঁচ বছর ধরে থামছেই না বাতকর্ম, খাবারের দোকানের কাছে ২ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি ব্যক্তির
এমনিতে বছর দুই ধরেই সম্পর্কে ছিলেন দুজনে। তরুণীর বয়স বছর ২৪, আর প্রেমিকের বয়স ৩০। বয়সের খানিক ফারাক থাকলেও দুজনের মনের ফারাক ছিল না, অন্তত তেমনটাই মনে করেছিলেন এই তরুণী। তাই কয়েক মাস আগে লিভ ইন করতে শুরু করেন তাঁরা। আর তারপরেই প্রেমিকার এই অভ্যাসটি প্রেমিকের নজরে আসে। আর সেই অভ্যাসের জেরে রীতিমতো সমস্যায় পড়েন ওই যুবক। ওই যুবকের দাবি, প্রথম দু-এক দিন বিষয়টি স্বাভাবিক ভাবেই নিয়েছিলেন তিনি। কিন্তু প্রেমিকা প্রায় সারা দিনই বাতকর্ম করতেন, এমনকি শারীরিক ঘনিষ্ঠতার সময়েও। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন না বুঝেই সম্পর্ক ভাঙার পথে হেঁটেছেন যুবক।
আরও শুনুন: অন্তঃসত্ত্বা হয়েছিলেন ৩১ বছরে, প্রসব ৯২ বছরে! বিরল ঘটনায় তাজ্জব চিকিৎসকরাও
আসলে সম্পর্ক মানেই ছোট ছোট আপসের পথ ধরে চলা। সবকিছু একেবারে মনের মতো করেই চলবে, এমনটা কোনও সম্পর্কেই হওয়া সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হল, সেই আপসের মাত্রা কতখানি। কোনও কোনও ক্ষেত্রে সম্পর্কের মধ্যে থাকা একজনের পক্ষে আপস করা সম্ভব হয় না। তখন অনিবার্য হয়ে দাঁড়ায় বিচ্ছেদ। তবে বায়ুত্যাগ করার মতো বিষয়টিকে আপাতদৃষ্টিতে সামান্য বলেই মনে করেছিলেন এই তরুণী। এই নিয়ে চিকিৎসা করার চেষ্টা করলেও খুব একটা ফল হয়নি এখনও, এমনটাই জানিয়েছেন তিনি। তিনি নিজেও এ নিয়ে খানিক বিব্রতই ছিলেন। তবে এর জেরে যে ভালবাসার মানুষটি তাঁকে ছেড়ে চলে যাবেন, এমনটা তিনি ভাবেননি। তাই সম্পর্ক ভাঙার দরুন ভেঙে পড়েছেন ওই তরুণীও।