বন্দে ভারত নিয়ে দেশজুড়ে হুজুগের শেষ নেই। সেই উত্তেজনার জেরেই ট্রেনে উঠে সেলফি তুলতে গিয়েছিলেন এক ব্যক্তি। আর তাতেই ঘটল বিপত্তি। ট্রেনেই আটকে পড়লেন তিনি। আসুন, শুনে নেওয়া যাক।
নিরীহ শখ, কিন্তু তা মেটাতে গিয়েই যে এমন বিপাকে পড়তে হবে কে জানত! অন্তত এই ব্যক্তি যে জানতেন না, সে কথা বলাই বাহুল্য। বন্দে ভারত নিয়ে আর পাঁচজনের মতোই আবেগে ভেসেছিলেন তিনি। তাই সেমি হাইস্পিড ট্রেনটিকে চোখের সামনে দেখে আর লোভ সংবরণ করতে পারেননি। না, বন্দে ভারত এক্সপ্রেসে সফর নয়, স্রেফ ট্রেনে চড়ে একটি সেলফি তুলতেই চেয়েছিলেন তিনি। কিন্তু সেই শখ পূরণ করতে গিয়েই ঘটল বড়সড় বিপত্তি। ট্রেনের মধ্যেই আটকে পড়লেন তিনি।
কী হল তারপর? তাহলে খুলেই বলা যাক।
আরও শুনুন: বোরখা পরেই করছেন খাবার ডেলিভারি! মহিলার ‘আসল’ গল্প জেনে কুর্নিশ নেটিজেনদের
আসলে কেন্দ্র সরকারের প্রকল্প আর প্রচারের জেরে এই নতুন ট্রেনটি নিয়ে দেশজুড়ে উৎসাহ উদ্দীপনার শেষ নেই। সেই হুজুগে গা ভাসিয়েই বন্দে ভারতে একটা সেলফি তোলার ইচ্ছে হয়েছিল অন্ধ্রপ্রদেশের ওই ব্যক্তির। বিশাখাপত্তনম থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত যে বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত করে, সেদিকেই নজর ছিল তাঁর। আর সম্প্রতি নিজের সেই পরিকল্পনামাফিক কাজ করার সুযোগও পেয়ে যান ওই ব্যক্তি। রাজামুন্দ্রি স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়াতেই তাতে উঠে পড়েন তিনি। কিন্তু সেলফি তোলার নেশায় খেয়ালই করেননি কখন ট্রেন ছেড়ে দেওয়ার সময় পেরিয়ে গিয়েছে। ট্রেন চলা শুরু করতেই বন্ধ হয়ে যায় ট্রেনের অটোমেটিক দরজা। ফলে ট্রেনেই ওই ব্যক্তি আটকে পড়েন। পরবর্তী স্টেশন বিজয়ওয়াড়ায় গিয়ে নামতে হয় তাঁকে। অবশ্য এর জন্য গাঁটগচ্চাও দিতে হয়েছে ওই ব্যক্তিকে। ট্রেনে আটকে পড়ার পর টিকিট পরীক্ষকের নজরে পড়েন ওই ব্যক্তি। তাঁকেই সব কথা খুলে বলেন তিনি। তাঁকে কোনোরকম জরিমানা হয়নি বটে, তবে রাজামুন্দ্রি থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত যাওয়ার ভাড়া দিতেই হয়েছে। অবশ্য বন্দে ভারতের মতো একটি ট্রেনে ভ্রমণ যেমন ব্যয়সাপেক্ষ, তেমনই সেই ট্রেনে সেলফি তোলার শখ মেটানোর জন্য কিছু আর্থিক ব্যয় তো হতেই পারে। আপাতত এ কথা ভেবেই নিজেকে সান্ত্বনা দিচ্ছেন ওই ব্যক্তি।