একটা ক্লিকেই কাজ শেষ। বাড়িতেই চলে আসবে পছন্দের খাবার। শুধু খাবার কেন! যে কোনও জিনিসই আজকাল বাড়িতে ডেলিভারি পাওয়া সম্ভব। তবে এই সুবিধাই সম্প্রতি বেজায় অসুবিধায় ফেলেছে এক ব্যক্তিকে। অনলাইনে খাবার অর্ডার করতে গিয়ে কন্ডোম কিনে ফেলেছেন তিনি। যা বাড়িতে ডেলিভারি হওয়ায় রীতিমতো অবাক তাঁর পরিবারের সকলে। কীভাবে হল এমন ভুল? আসুন শুনে নিই।
অনলাইনে জিনিস অর্ডার করা কোনও নতুন ব্যাপার নয়। জামাকাপড়, খাবার থেকে আরম্ভ করে রোজকার প্রয়োজনের জিনিসও অনলাইনেই কিনে থাকেন অনেকে। কিন্তু সেক্ষেত্রে সাধারণ কিছু বিষয়ের কথা অবশ্যই খেয়াল রাখতে হয়। নাহলে যে চরম বিপদ অনিবার্য, তা বেশ বুঝতে পারলেন এই ব্যক্তি।
আরও শুনুন: লাভ জিহাদ! শিক্ষক নয়, মুসলিম শিক্ষিকার সঙ্গেই চম্পট ছাত্রীর! অপহরণের অভিযোগে সরব পরিবার
অন্যান্য অনেকের মতো তাঁরও অনলাইনে জিনিস কেনার করার অভ্যেস রয়েছে। প্রায়শই এইভাবে খাবার কিংবা অন্য কিছু কিনে থাকেন তিনি। এক্ষেত্রে কোথায় ডেলিভারি হবে সেই ঠিকানাটি দিতে হয়। সাধারণত একবার কোথাও ডেলিভারি হলে তা নির্দিষ্ট সময় পর্যন্ত সেভ হয়েই থাকে। এই ব্যক্তির ক্ষেত্রেও তেমনটাই ছিল। তবে স্রেফ একটা ঠিকানা নয়। বেশ কয়েকটা ঠিকানা অনলাইন ডেলিভারির জন্য সেভ করা ছিল তাঁর মোবাইলে। সেখানে তাঁর নিজের বাড়ির ঠিকানাও ছিল। এর থেকেই যত গন্ডগোল। সম্প্রতি তিনি অনলাইনে কন্ডোম অর্ডার করেন। কিন্তু ভুলবশত ঠিকানা হিসেবে নিজের বাড়ির ঠিকানা দিয়ে ফেলেন। সে সময় তাঁর খেয়ালও ছিল না কোন ঠিকানা দিয়েছেন। এদিকে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় তাঁর বাড়িতে প্যাকেটবন্দী কন্ডোম নিয়ে হাজির ডেলিভারি বয়। বাড়ির লোক সেই প্যাকেট নিয়েও নেন। ভেবেছিলেন ভিতরে হয়তো খাবার রয়েছে। কিন্তু প্যাকেট খুলেই সবার চক্ষু চড়কগাছ। ভিতরে রয়েছে কন্ডোমের বাক্স। ঘটনায় রীতিমতো চটে লাল ওই ব্যক্তির মা। কন্ডোমের বাক্সটির ছবি দিয়ে সম্প্রতি একটি টুইট করেছেন তাঁর বোন। সেখান থেকে ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। ভুল ঠিকানা দিয়ে তাঁর ভাই যে কি ভয়ানক বিপদ ডেকে এনেছেন নিজের জন্য, তা সকলকে জানিয়েছেন তিনি।
আরও শুনুন: ‘নায়ককেই দেখতে যান দর্শকেরা’, বলিউডের বেতন-বৈষম্যের পক্ষেই সওয়াল আমিশার
টুইটটি ঘিরে রীতিমতো হাসির রোল তুলেছে নেটুদনিয়া। সকলেই ওই ব্যক্তির কাণ্ড নিয়ে নিজেদের মন্তব্য রেখেছেন। কেউ কেউ আবার এরপর বাড়িতে কি অবস্থা তা জানতে চেয়েছেন। উত্তরে আরও একটি স্ক্রিনশট পোস্ট করেছে ওই ব্যক্তির বোন। সেখানে দেখা যাচ্ছে, পরিবারের সদস্যদের একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে ওই ব্যক্তিকে বের করে দিয়েছেন তাঁর মা। এখানেই শেষ নয়। ঘটনার পর থেকে ওই ব্যক্তি নিজের ফোন বন্ধ করে রেখেছেন সে কথাও টুইটে জানিয়েছে তাঁর বোন। সব মিলিয়ে নেটদুনিয়া এই ঘটনা নিয়ে রীতিমতো মেতে রয়েছে। ওই ব্যক্তি বাড়ি ফিরলে ঠিক কি হয়, তা জানার জন্য সকলেই অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন কমেন্ট থেকে এই ধারণা একেবারে স্পষ্ট। তবে সাধারণ কিছু ব্যাপার খেয়াল না রাখলে কি চরম বিপদ হতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ এই ঘটনা।
Looks like my brother forgot to change the address because my mom just received his instamart order💀💀 pic.twitter.com/BmZbLyEAtr
— elena (@elena4yo) July 4, 2023