মদ খেলেই বিনামূল্যে শেখা যাবে ইংরাজি! পানশালার এই বিজ্ঞাপন দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। এমনিতে মদ খাওয়ার সঙ্গে অনেকেই রসিকতা করে ইংরাজি বলার যোগ টানেন। তাই বলে বিজ্ঞাপনেও এমন দাবি! আসুন শুনে নেওয়া যাক।
চাকরির পরীক্ষা হোক বা অফিসের কাজ, ইংরাজি জানার সুবিধা অনেক। কিন্তু জ্ঞান থাকলেও ইংরাজি বলতে ভয় পান অনেকেই। তার জন্য আলাদাভাবে স্পোকেন ইংলিশের ক্লাসে ভর্তি হন। মোটা টাকা খরচও হয়। এদিকে, মধ্যপ্রদেশের এক পানশালার দাবি, সেখানে মদ খেলে বিনামূল্যেই শেখা যাবে ইংরাজি।
:আরও শুনুন:
আকবরের মেয়েকে বিয়ে করেছিলেন হিন্দু রাজা! কার রাজত্বে হয়েছিল এমন কাণ্ড?
বিজ্ঞাপনে অনেক সময়ই গল্পের গোরু গাছে ওঠে! গ্রাহককে বিভ্রান্ত করে এমন বিজ্ঞাপন ইচ্ছা করেই তৈরি করে কিছু সংস্থা। এতে প্রাথমিকভাবে সেই সংস্থা বা দোকানের নাম ছড়ায় ঠিকই, কিন্তু তার সমালোচনাও হয় রীতিমতো। এই পানশালাতেও খানিকটা তেমনই হয়েছে। তবে একে লোকঠকানো বিজ্ঞাপন বলা যায় না। কারণ মদ্যপানের সঙ্গে ইংরাজি যে একেবারেই যোগ নেই, তা বললে ভুল হবে। মদের নেশায় অনেকেই ইংরাজিতে অনর্গল কথা বলতে শুরু করেন। সিনেমা সিরিজেও এই নিয়ে রসিকতা কম হয়নি। কিন্তু এমনটা হয় কেন? নেপথ্যে বিশেষ কারণ খুঁজে পান মনোবিদরা। আসলে, জনসমক্ষে বিদেশি ভাষায় খুব বেশি কথা না বলার মূল কারণ ভুলের ভয়। ঠিক ব্যাকরণ ব্যবহার না করে কথা বললেই কেউ না কেউ সেটা ধরবেন। তাতে লজ্জায় পড়তে হবে কথক কে। মাতৃভাষায় এই ধরনের ব্যাকরণ ভুলের সম্ভাবনা কম। কিন্তু ইংরাজি বা হিন্দির মতো ভাষা, যা আলাদাভাবে শিখতে হয়েছে সেখানে গোলমাল হতেই পারে। আর সেই গোলমালের ভয়েই ইংরাজি বলার সময় অনেকেই অতিরিক্ত সাবধান হয়ে যান। এবার মদ খেলে এই ভয় কিছুটা হলেও কাটে। নেশা চরমে পৌঁছলে কে কী ভাবছে সেদিকে তোয়াক্কা না করেন বকবক আরম্ভ করেন কেউ কেউ। স্বাভাবিক ভাবেই সেই বক্তব্যের অধিকাংশ শব্দই ইংরাজি হয়। তাই বলে মদ খেলেই যে ইংরাজি শেখা যাবে, এমনটা কি সত্যিই সম্ভব?
:আরও শুনুন:
উদ্ধার করেছেন ৬ হাজার অবোলা প্রাণী, জঙ্গল ভালোবেসেই ১৯ বছর কাটিয়েছেন যুবক
খোদ পানশালার মালিকই বলছেন, একেবারেই নয়। এমনকি যে বিজ্ঞাপন নিয়ে এত হইচই সে ব্যাপারেই কিছু জানেন না ওই পানশালার মালিক। তাঁর দাবি, কেউ ইচ্ছা করে তাঁর পানশালার নামে এমন বিজ্ঞাপন তৈরি করেছে। আদতে তাঁরা এইধরনের কোনও পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি কাউকে দেননি। কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। অনেকেই ভুল বুঝে পানশালায় হাজির হচ্ছেন ইংরাজি শেখার আশায়। প্রথমবার বিজ্ঞাপনের কথা শুনে আকাশ থেকে পড়েন পানশালার কর্মীরাও। মদের জোরে কিভাবে ইংরাজির জ্ঞান বাড়বে, সে জিনিস তাঁদেরও জানা নেই। কিন্তু বিজ্ঞাপনের দৌলতে অনেকেই ভেবে নিয়েছেন, সত্যিই এ পানশালায় এমন কিছু জাদু পানীয় পাওয়া যায়, যা খেলেই গড়গড়িয়ে ইংরাজি বলা যাবে। এখনও অবধি কে এই কাজ করেছে তা জানতে পারেননি পানশালার মালিক। তাঁর সন্দেহ, এ কোনও পড়ুয়ার কাজ। জানতে পারলে অবশ্যই কড়া ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন পানশালার মালিক। আর এই নিয়ে হাসির রোল উঠেছে নেটদুনিয়াতেও। এমনিতেই মদ্যপদের ইংরাজি বলা নিয়ে নেটিজেনরা মশকরা করে থাকেন। কিন্তু কোনও পানশালার বিজ্ঞাপনেও যে এমন প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে, তা অবাক করেছে সকলকে।