জামায় আঁকা আছে গণেশের ছবি। আর সেই জামা পরেই মদ্যপান করছেন তরুণী। শুধু তাই নয়, ওই একই জামা পরে মাংসও খেয়েছেন। নিজেই ঘটনার ভিডিও প্রকাশ করেছেন নেটদুনিয়ায়। যা দেখার পর বেজায় চটেছে নেটিজেনরা। বিশেষত ভারতীয়রা তাঁর এহেন আচরণ দেখে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। কে করল এমন কাণ্ড? আসুন শুনে নিই।
গণেশের ছবি আঁকা জামা পরেই মদ্যপান। একইসঙ্গে অন্যান্য আমিষ খাবারও খেয়েছেন এক তরুণী। আর তাতেই বেজায় চটেছে নেটদুনিয়া। এ যে হিন্দু ধর্মের ঘোর অপমান। তাই ওই তরুণীর বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।
আরও শুনুন: ছোট পোশাক পরে যাওয়া যাবে না বিগ্রহ দর্শনে, নিষেধাজ্ঞা জারি মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপে
যদিও এই তরুণী সাধারণ কেউ নন। বরং সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর। কিন্তু এই আচরণটি ভালো চোখে দেখেননি তাঁর ভক্তরাই। কথা বলছি জনপ্রিয় কোরিয়ান গায়িকা লি ইয়ংগজি সম্পর্কে। মূলত র্যাপ গায়িকা হিসেবেই তিনি অধিক পরিচিত। সে দেশের আরও কে পপ বর্তমানে সারা বিশ্বের তরুণ প্রজন্মের প্রধান পছন্দ। লী-ও সেই বিশেষ ধারার গানের সঙ্গে যুক্ত। এমনকি জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস এর সঙ্গেও তাঁর যোগ রয়েছে। তাই তাঁর ভক্ত সংখ্যাও নেহাত মন্দ নয়। কিন্তু সম্প্রতি তিনি যা করেছেন তাতে সবথেকে বেশি ক্ষুব্দ হয়েছে তাঁর ফ্যানেরাই। বিশেষত তাঁর ভারতীয় ফ্যান মহল রীতিমতো কটাক্ষ করেছে তাঁর এহেন আচরণের জন্য। আসলে, গানের পাশাপাশি তিনি একটি শো পরিচালনা করেন। একধরনের টক শো। কিন্তু সেখানে অতিথিকে কথা বলার সময় মদ্যপাণের অনুরোধ করা হয়। বলা যায়, ওই অনুষ্ঠানের বিশেষত্বই মদ্যপান। অতিথির সঙ্গে লী-ও সেখানে প্রকাশ্যে মদ্যপান করেন। তাঁর দেশের আইন অনুযায়ী এটি অপরাধ নয়। এতদিন নেটিজেনরাও একে স্বাভাবিক ভাবেই দেখত। কিন্তু কিছুদিন আগে ওই অনুষ্ঠানে তিনি অদ্ভুত একটি জামা পরে আসেন। কালো রঙ্গের সেই জামায় আঁকা ছিল গণেশের ছবি। সেইব জামা পরেই দেদার মদ খেতে থাকেন তিনি। সঙ্গে ছিল আরও কিছু আমিষ পদ। তাঁকে সেই সবকিছুই অন ক্যামেরা খেতে দেখা গিয়েছে।
আরও শুনুন: ভিড় ট্রেনে নমাজ পড়ে ইফতার, মুসলিম সহযাত্রীদের দিকে সাহায্যের হাত বাড়ালেন হিন্দুরা
ঘটনার ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল হইচই। কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার ওই গায়িকা কোথা থেকে পেলেন, সেই প্রশ্নই তুলেছেন নেটিজেনরা। এমনকি এদিন শো চলাকালীন তিনি এমন কিছু কথা বলেছেন যা কৃষ্ণাঙ্গদের জন্য অপমান সূচক। তাই সেই প্রসঙ্গে টেনেও লী-কে ধিক্কার জানিয়েছেন কেউ কেউ। তবে মূলত হিন্দু আরাধ্য দেবতার অপমানেই সরব হয়েছেন নেটিজেনরা। ভবিষ্যতে এমন কিছু করলে লী-কে বয়কট করার ডাকও দিয়েছেন নেটিজেনদের একাংশ।