কেনার পর কেটেছে মাত্র মাস ছয়। এরমধ্যেই হাত থেকে পড়ে সর্বনাশ। না ভাঙলেও, সাধের মোবাইল স্ক্রিনে অজস্র দাগ পড়েছে এর জেরে। এদিকে সামনে পুজো। এক্ষুনি নতুন মোবাইল কেনাও সম্ভব নয়। তাহলে, ওই মোবাইল নিয়েই ঠাকুর দেখতে বেরোবেন? কভি নেহি! সামান্য কিছু কাজ করলে বাড়িতেই মোবাইলের ওই দাগ মুছে ফেলা সম্ভব। কী করতে হবে? আসুন শুনে নিই।
মোবাইল স্ক্রিনে স্ক্র্যাচ পরা কোনও নতুন ব্যাপার নয়। হাত থেকে পড়ে কিংবা কিছুদিন ব্যবহার করলেই এমনটা হতে পারে। কিন্তু তাই বলে সামান্য ওই দাগের জন্য গোটা মোবাইলটাই বদলে ফেলতে চাইবেন না অনেকেই। তাহলে উপায় কী?
আরও শুনুন: ‘কুমোরটুলির মৃৎশিল্পীরা এসে দুর্গা সাজাতেন’, স্মৃতিতে ডুব ‘দূরদর্শনের দুর্গা’ সংযুক্তার
দোকানে গেলে মোবাইল স্ক্রিন পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা থাকে। কিংবা বেশি স্ক্র্যাচ থাকলে মোবাইলের ডিসপ্লে গ্লাসও বদলানো যেতে পারে। কিন্তু তেমনটা না করেও মোবাইল একেবারে নতুনের মতো ঝাঁ চকচকে করে ফেলা সম্ভব। তার জন্য বিরাট কিছু খরচ হবে তেমনটাও নয়। তালিকায় প্রথমেই রয়েছে টুথপেস্ট। মোবাইলের স্ক্রিনে দাগ তোলার ক্ষেত্রে টুথপেস্টের জুড়ি মেলা ভার। তবে এক্ষেত্রে সাদা রঙের মাজন হলে কাজ বেশি তাড়াতাড়ি হবে। একইসঙ্গে খেয়াল রাখতে হবে টুথপেস্টটি জেল জাতীয় যেন না হয়। তা কী করবে টুথপেস্ট দিয়ে?
প্রথমে মোবাইলটিকে ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। যাতে খুব বেশি ধুলো তার মধ্যে না থাকে। এরপর মোবাইলে বিভিন্ন পোর্ট যেমন, চার্জ দেওয়ার জায়গা বা হেডফোন জ্যাক ঢোকানোর জায়গাগুলো ভালোভাবে সিল করে দিন। এক্ষেত্রে বিশেষ এক ধরনের সেলোটেপ পাওয়া যায়। সেগুলি কিছুক্ষণের জন্য মোবাইলের ওই বিশেষ বিশেষ জায়গায় আটকে দিন। এরপর মোবাইলের সুইচ অবশ্যই অফ করে দিন। কারণ পরিষ্কার করার সময় ভুল বশত কোথাও হাত লেগে গেলে সমস্যা হতে পারে। এইসব কাজ যদিও যে কোনও সময় মোবাইল পরিষ্কার করতে বসার আগে করে নিতে হবে। নাহলে পরিষ্কার করার জন্য নানা রকম সমস্যা দেখে দিতে পারে সাধের মোবাইলে। সবকিছু হয়ে গেলে, একটা নরম ব্রিসেলস যুক্ত টুথব্রাশ নিন। তার মধ্যে সামান্য টুথপেস্ট দিয়ে স্ক্রিনের মধ্যে যে জায়গাগুলোয় দাগ রয়েছে, সেখানে ঘষতে থাকুন। খুব জোরে একদমই নয়। কিছুক্ষণ এভাবে ঘষার পর, অন্তত মিনিট দশেক ছেড়ে দিন ওইভাবেই। এরপর সামান্য জলে একটা পাতলা কাপড় ভিজিয়ে মোবাইলের স্ক্রিনটা মুছে ফেলুন। পরে শুকনো কাপড়েও মুছে নিতে পারেন। আর এটুকু করলেই ফের নতুন মতো হয়ে যেতে পারে মোবাইল। একইভাবে কাজ হতে পারে বেকিং সোডা দিয়েও। অনেকের বাড়িতেই কেক বানানোর চল রয়েছে, সেক্ষেত্রে বেকিং সোডাও বাড়িতে থাকা অস্বাভাবিক কিছু নয়। সেই সোডা দিয়েই হতে পারে বাজিমাত। প্রথমে সামান্য জল দিয়ে বেকিং সোডার কিছুটা গাঢ় মিশ্রণ বানিয়ে ফেলুন। তারপর কাপড় বা টুথব্রাশ দিয়ে সেই মিশ্রণটি মোবাইলের দাগ অংশে লাগিয়ে দিন। হালকা করে ঘষে দিলে কাজ ভাল হবে। এরপর আগের মতোই কিছুক্ষণ অপেক্ষা। ব্যাস তারপর মুছে নিলেই ম্যাজিক। এছাড়া বিশেষ এক ধরনের রাবার পাওয়া যায়, যা দিয়ে অনায়াসে মোবাইলের দাগ মুছে ফেলা সম্ভব। বা বিশেষ এক ধরনের তরল পাওয়া যায়, স্রেফ এই মোবাইল স্ক্রিন পরিস্কারের জন্যই। সেটিও ব্যবহার করা যেতে পারে। তবে হ্যাঁ, বিপদ এড়াতে আগে থেকেই মোবাইল স্ক্রিন গার্ড লাগিয়ে নেওয়া সবথেকে ভাল। অনেকেই নতুন ফোন কেনার সময় এমনটা করে নেন। এক্ষেত্রে দাগ লাগলেও তা উপরের কাচেই লাগে। ফলে সেই অংশ তুলে দিলেই মোবাইল ফের নতুন। তবে গার্ড লাগানো না থাকলেও চিন্তার কিছু নেই। এইসব সাধারণ ঘরোয়া উপায় মানলেই যে কোনও সময় মোবাইল ঠিক আগের মতো পরিষ্কার করে ফেলা সম্ভব।