অযোধ্যার মন্দিরে প্রাণ পেলেন রামলালা। কোটি কোটি টাকার গয়নায় সাজানো হয়েছিল বিগ্রহ। জানেন সেসব গয়নার বিশেষত্ব? আসুন শুনে নেওয়া যাক।
বহুদিনের প্রতীক্ষার অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে রামমন্দিরে প্রতিষ্ঠা হয়েছে রামলালার নতুন বিগ্রহ। প্রথমদিনেই রাজকীয় সাজে দেখা গিয়েছে রামলালাকে। মাথার মুকুট থেকে পায়ের তোড়া, সবেতেই বহুমূল্য রত্নের ছড়াছড়ি। তবে সেই মূল্যের বিচারে নয়, রামলালার বিগ্রহে থাকা প্রতিটা গয়নার আলাদা বৈশিষ্ট্য রয়েছে।
আরও শুনুন: জনতার মন্দির… ভিক্ষুক থেকে যৌনকর্মী কে নেই! বিন্দু বিন্দু দানেই সিন্ধু হল অযোধ্যাপুরী
প্রাণপ্রতিষ্ঠার আগেই প্রকাশ্যে এসেছিল রামলালার নতুন বগ্রহের ছবি। সেখানে অবশ্য সোনার ধনুক ছাড়া তেমন কোনও গয়না চোখে পড়েনি। তবে প্রাণপ্রতিষ্ঠার দিনে রামলালা ধরা দিলেন একেবারে অন্যরূপে। যা আবেগে ভেসেছেন দেশ-বিদেশের রামভক্তরা। অবশ্য হাজার হাজার কোটি খরচে যে মন্দির তৈরি হচ্ছে, তার গর্ভগৃহে থাকা বিগ্রহের সাজ যে ওমন হবে তা বলাই বাহুল্য। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিল, রামলালার এই মূর্তিটি গড়া হয়েছে ৫ বছরের বালকের আদলে। বিগ্রহের মুখে সেই ছাপ খুঁজেও পেয়েছেন অনেকেই। তবে মূর্তিটি যে সত্যিই রামলালার বালকরূপের তা বোঝানোর জন্য বিগ্রহের নীচেই রাখা হয়েছে বিভিন্ন খেলনা। ছোট ছোট খেলনা ঘোড়া, হাতি, উট সবই রাখা হয়েছে মূর্তির পায়ের কাছে। তবে এগুলিও নিছক খেলনা নয়, কারণ এইসব তৈরি হয়েছে রুপো দিয়ে। এছাড়া পুজোর অন্যান্য সামগ্রীতেও সোনা বা রূপো রয়েছে। এবার আসা যাক বিগ্রহের গায়ে থাকা গয়নার কথায়।
আরও শুনুন: সীতা নেই, হনুমান আছেন! রামলালার নতুন মূর্তি জুড়ে রয়েছে আর কী কী?
সেক্ষেত্রে সবার আগে বলতে হয় রামলালার মুকুটের কথা। যার মধ্যে রুবি, হীরে, পান্নার মতো বহুমূল্য রত্ন বসানো রয়েছে। একেবারে মাঝে রয়েছে সূর্যের প্রতীকী। তাছাড়া গোটা মুকুটটাই দুর্লভ মুক্তো দিয়ে সাজানো। দুই কানে রয়েছে সোনার কুণ্ডল। সেখানেও হীরে, রুবি এইসব খদাই করা। মূর্তির হৃদয়ের কাছে রয়েছে কৌস্তভ মণি। যা সম্পূর্ণ হীরে এবং রুবি দিয়ে তৈরি। এই গয়না অবশ্য সবাই বাইরে থেকে দেখতে পাবেন না। তবে মূর্তির এই অংশই সবথেকে দামী রত্ন দিয়ে তৈরি। রামলালার কপালের তিলকটিও রত্নখচিত। বহুমূল্য লাল রুবি সেখানে বসানো হয়েছে। সেইসঙ্গে রয়েছে একাধিক হীরে। মূর্তিতে রয়েছে বেশ বড়সড় মাপের এক রত্নখচিত মালা। যাকে বিজয়মালা বলা হচ্চে। এটি মূলত সোনা দিয়ে তৈরি। তারওপর রূবি খোদাই করা। আকারে এতটাই বড় এই মালা। যা মূর্তির কাঁধ থেকে কোমরের নীচ অবধি ঝুলে আছে। এছাড়া আরও অনেকগুলি সোনার হার পরানো হয়েছে রামলালাকে। নকসার দিক দিয়ে প্রতিটি অনন্য। একটি হারের সঙ্গে সূর্যের লকেটও। সবটাই ক্ষত্রিয়দের শৌর্যবীর্যের প্রতীক বলা যায়। রামলালার কোমরবন্ধনীও সম্পূর্ন হিরে খচিত। সেইসঙ্গে রয়েছে মুক্তো। এছাড়া, দুই বাহুতে ভুজবন্ধ, অয়ায়ের কঙ্গন। প্রতিটি আঙ্গুলে আংটি তো রয়েছেই। রামলালার পায়ের তোড়া দুটিও সোনার তৈরি, যেখানে বিশেষ রত্ন খোদাই করা। সব মিলিয়ে রামলালার বিগ্রহে হিরে আর রুবির ছড়াছড়ি বলা চলে। দেশের বিভিন্ন প্রান্তের কারিগররা দির্ঘদিন ধরে এইসব গয়না তৈরি করেছেন। যা ব্যবহার করা হয়েছে রামলালাকে রাজসজ্জায় সাজানোর জন্য।
Gracing his grand abode, Prabhu Shri Ram Lalla radiates in divine ornaments and attire, a vision of spirituality and tradition.
The creation of these divine ornaments is based on extensive research and study following the descriptions of Shri Ram’s scripturally appropriate… pic.twitter.com/acQ5nSew9F
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) January 22, 2024