সংবাদপত্র সাধারণত দৈনিক বা সাপ্তাহিক হয়। মাসে একবার প্রকাশ পাচ্ছে, এমন সংবাদপত্রও রয়েছে। কিন্তু বছরে একবার প্রকাশিত হয় এমন সংবাদপত্র খুঁজে পাওয়া কঠিন। এদিকে, এমন এক সংবাদপত্র রয়েছে যা প্রকাশিত হয় চার বছরে একবার ছাপা হয়। কোন সংবাদপত্রের কথা বলছি? আসুন শুনে নেওয়া যাক।
প্রতিদিন খবরের কাগজ না দেখলে ঘুম কাটবে না। এ অভ্যেস অনেকেরই রয়েছে। ইন্টারনেটের যুগে যতই সব খবর সবার আগে সামনে আসুক, পরেরদিন খবরের কাগজ না পড়লেই নয়। এখনও এমন অনেকেই রয়েছেন যারা সংবাদপত্রে না পড়লে, সে খবর বিশ্বাস করেন না। তবে খবরের কাগজ যদি চার বছরে মাত্র একবার পড়ার সুযোগ মেলে? শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। বিশেষ এক সংবাদপত্র রয়েছে, যা চার বছরে মাত্র একবার প্রকাশিত হয়।
আরও শুনুন:
নুন-চিনিতেও ভেজাল! প্যাকেটের ভিতর মাইক্রোপ্লাস্টিকের খোঁজ, মাথায় হাত মধ্যবিত্তের
কথা বলছি ‘লা বুজি দি স্যাপর’ (La Bougie du Sapeur) পত্রিকা সম্পর্কে। গোটা বিশ্বে এই একমাত্র সংবাদপত্র যা চার বছর ছাড়া প্রকাশিত হয়। তাও ২৯ ফেব্রুয়ারি। অর্থাৎ লিপ ইয়ার ডে-তেই বাজারে আসে এই খবরের কাগজ। ফরাসি পত্রিকা। ১৯৮০ সালে প্রথম প্রকাশ। এরপর কেটে গিয়েছে ৪৪ বছর। কিন্তু এতদিনে এই সংবাদপত্রের মাত্র ১২ টি সংস্করণ প্রকাশ পেয়েছে। দামেও নেহাতই কম নয় এই খবরের কাগজ। এ দেশে মাত্র ৫-৬ টাকা খবর করলেই বাজারচলতি খবরের কাগজ মিলবে। কিছু কিছু সংবাদপত্রের দাম বেশি হলেও, তা মাত্রাছাড়া নয়। এদিকে ‘লা বুজি দি স্যাপর’-এর দাম ভারতীয় মুদ্রায় সাড়ে চারশো টাকা। অন্যান্য খবরের কাগজের মতো এই পত্রিকাও ২০ পাতার। দেখতেও এমন কিছু আলাদা নয়। লেখা ছবি, সবই রয়েছে এই পত্রিকায়। তফাৎ বলতে প্রকাশের সময় আর মাত্রা ছাড়া দাম!
আরও শুনুন:
মাত্র একজন বাসিন্দা, কোথায় রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম?
কিন্তু এর নেপথ্যে কারণ কী?
ফ্রান্সে এই পত্রিকা চালু করেন জ্যাক ডি বুইসন এবং ক্রিশ্চিয়ান বেলি নামে দুই বন্ধু। এঁদের মধ্যে বেলি ছিলেন পুরনো সংবাদপত্র সংগ্রাহক ও প্রেস বিশেষজ্ঞ। শোনা যায়, উনিশ শতকের ফরাসি কার্টুনিস্ট স্যাপার ক্যামেম্বারের নামানুসারেই এই পত্রিকার নাম দেন তাঁরা। আর পত্রিকাটি চারবছর ছাড়া প্রকাশ করার নেপথ্যেও রয়েছে এই স্যাপার। আসলে ফরাসি কার্টুনিস্টের জন্ম ২৯ ফেব্রুয়ারি। তাই প্রতি চারবছর ছাড়া নিজের জন্মদিন পালন করতেন তিনি। খবররের কাগজটিও একই নিয়মে চার বছর ছাড়াই প্রকাশ পেত। স্যাপার যেভাবে রাষ্ট্রতন্ত্রের অরাজকতার বিরুদ্ধে কার্টুনকে হাতিয়ার করেছিলেন, বেলি ও বুইসন তাতে রীতিমতো অনুপ্রাণিত হন। তাই নিজেদের খবরের কাগজেও ব্যঙ্গ আর কৌতুকে ভরা কার্টুন রাখতেন তাঁরা। বিভিন্ন দেশের রাজনীতির খবর, অর্থনৈতিক অবস্থা, জাতীয় প্রকল্প এবং আন্তর্জাতিক রাজনীতির দীর্ঘমেয়াদি বিশ্লেষণ প্রকাশ করা হত এই কাগজে। যেহেতু চার বছর ছাড়া, তাই সামগ্রিক ভাবে গোটা বিশ্বের পরিস্থিতির দিকেই নজর থাকে এই পত্রিকার। এখনও একইভাবে কাজ করে চলেছে ‘লা বুজি দি স্যাপর’। কোনও রাখঢাক না রেখে এখানে খবর প্রকাশ করেন পত্রিকার সম্পাদক। তাই পাঠকমহলেও বেশ জনপ্রিয় এই ফরাস কাগজ। দাম যাই হোক, প্রকাশ পেতে সময় যাই লাগুক, সব কিছু মেনে নিয়েই এই পত্রিকার জন্য অপেক্ষা করেন সে দেশের অনেকে। এমনকি বিশ্বের অন্যান্য দেশেও এই পত্রিকার চল রয়েছে বলেই জানা যায়।